Ind vs Aus 2nd ODI Cricket Score Highlights: ক্লিনিক্যাল পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। মঙ্গলবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (ভিসিএ) চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচও ছিনিয়ে নিল ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে আট রানে জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল কোহলি অ্যান্ড কোং। ভারতের এটি ৫০০ নম্বর ওয়ান-ডে জয়। আগামী শুক্রবার ধোনির ঘরের মাঠ রাঁচিতে মুখোমুখি দুই দল।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ২৫০ রান তুলল ভারত। সৌজন্যে কোহলির দুর্দান্ত সেঞ্চুরি (১১৬)। জবাবে ২৪২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এদিন ব্যাট হাতে (৪৬) কামাল দেখিয়ে বল হাতেও (২/১৫) ঝলসালেন বিজয় শঙ্কর। গত ম্যাচে ভারত হায়দরাবাদে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল। মহম্মদ শামি (২/৪৪) ও কুলদীপ যাদবের (২/৪৬), যসপ্রীত বুমরার (২/৬০) দাপটে সেদিন অস্ট্রেলিয়াকে ২৩৬ রানে বেঁধে দিয়েছিল ভারত। জবাবে ১০ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় কোহলি অ্যান্ড কোং। সৌজন্যে মহেন্দ্র সিং ধোনি (৫৯) ও কেদার যাদবের (৮১) অপরাজিত ইনিংস।
Aus vs Ind 2nd ODI Highlights
আরও পড়ুন-কয়েক মাসেই বদলে গিয়েছেন ধোনি, কথা বলছে তাঁর ওয়ান-ডে পরিসংখ্যান
উপলে বোলারদের ভূয়সী প্রশংসা করেছিলেন কোহলি। কিন্তু ধোনির ফ্যানেদের মনে এখনও তাঁর সেই ম্যাচ জেতানো ইনিংস মনে লেগে রয়েছে। অন্যদিকে কেদারও দুর্দান্ত ব্যাট করেছিলেন। কোহলি আজও চাইবেন জয়ের ধারা বজায় রাখতে। ভারতীয় দলকে চিন্তায় রাখবে শিখর ধাওয়ানের ফর্ম। গব্বরকে অনেকদিন চেনা মেজাজে পাওয়া যাচ্ছে না। বিজয় শঙ্করের ব্যাটিংয়ের ক্লাস নিয়েছেন বিরাট কোহলি। তিনি নিজেও টুইট করে সেকথা জানিয়েছেন। অজিদের কপালে ভাঁজ ফেলেছে তাঁদের অধিনায়ক ফিঞ্চের ফর্ম। তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত।
9.28pm: অ্যাডাম জাম্মাকে ক্লিন বোল্ড করে ভারতকে আট রানে জেতালেন শঙ্কর।
What a nail biting game this has been.
Two wickets for @vijayshankar260 in the final over and #TeamIndia win the 2nd ODI by 8 runs #INDvAUS. We take a 2-0 lead in the five match series pic.twitter.com/VZ3dYMXYNh
— BCCI (@BCCI) March 5, 2019
9.24pm: স্টোইনিসকে প্রথম বলেই এলবিডব্লিউ করে দিলেন বিজয় শঙ্কর। ৫ বলে অস্ট্রেলিয়ার চাই ১১।
9.19pm: ৬ বলে অস্ট্রেলিয়ার চাই ১১।
9.10pm: রুদ্ধশ্বাস ম্যাচ চলেছে। দুর্দান্ত একটা লড়াইয়ের সাক্ষী নাগপুর।
9.04pm: ২৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৮ রান।
9.00pm: আবার বুমরা। কামিন্সকে (০) ফেরালেন তিনি, দুরন্ত ক্যাচ ধোনির। অজিদের হাতে আর দু'উইকেট।
8.57pm: 'বুমরা ইউ বিউটি'! কুল্টার-নাইলের (৪) উইকেটটা ছিটকে দিলেন তিনি। জমে গেল ম্যাচ।
8.51pm: অ্যালেক্স ক্যারি (২২) আউট। বোল্ড করে দিলেন কুলদীপ। অস্ট্রেলিয়া ২১৮/৬ (৪৪.৩ ওভার)
8.47pm: ৩৬ বলে অজিদের প্রয়োজন ৩৮ রান। ভারতের জয়ের আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে।
8.33 pm: ম্যাচে অস্ট্রেলিয়াই অ্যাডভান্টেজে এই মুহূর্তে। কারণ ভারতের রানের পুঁজি সেঅর্থে তেমন কিছু নয়। ফলে চাপটা বিরাটদের ওপরেই বাড়ছে। দ্রুত উইকেট তুলতে না-পারলে ভারতের পক্ষে ম্যাচটা ধরে রাখা সম্ভব হয়ে উঠবে না। ৪১ ওভার শেষে অজিদের স্কোর ১৮৯।
8.18pm: অনবদ্য থ্রো জাদেজার। হ্যান্ডসকম্বের (৪৮) উইকেট ছিটকে দিলেন তিনি। পাঁচ উইকেট চলে গেল অজিদের।
8.14pm: ভারতের মরিয়া প্রয়াস আর অজি ব্যাটসম্যানদের অদম্য ইচ্ছার লড়াই দেখছে নাগপুর। দু'দলই চেষ্টা করছে এই ম্যাচে জয় ছিনিয়ে আনার। হ্যান্ডসকম্ব খেলাটা বুঝে নিয়েছেন। অন্যদিকে স্টোইনিস অন্য প্রান্তটা সামলাচ্ছেন। কেদার যাদব, জাদেজা ও কুলদীপের কাঁধে উইকেট তুলে আনার দায়িত্ব দিয়েছেন বিরাট। ৩৭ ওভারের খেলা শেষ। অস্ট্রেলিয়া ১৬৭ রান তুলেছে। হ্যান্ডসকম্ব ৪৪ রানে আর স্টোইনিস ১৬ রানে ব্যাট করছেন।
7.52pm: ১৮ ওভারে ১০৯ রান প্রয়োজন অজিদের। হাতে রয়েছে ছটি উইকেট। হ্যান্ডসকম্ব ২৯ রানে ও স্টোইনিস ৯ রানে ক্রিজে রয়েছেন। কুলদীপই এখন ভরসা বিরাটের। দু'উইকেট পেয়েছেন তিনি। বিরাট চাইবেন তিনি আরও কয়েকটা উইকেট তুলে নিক। যদিও ম্য়াচের নিয়ন্ত্রণ এখন অজিদের হাতেই।
7.36pm: কুলদীপ কামাল, ম্য়াক্সওয়েলকে বোল্ড করে দিলেন তিনি। অস্ট্রেলিয়া হারাল চতুর্থ উইকেট। বিরাটের স্পিনারদের উপরেই ভরসা। এই পিচে স্পিনাররা শাসন করেন। এখন দেখার কুলদীপরা ভারতকে জেতাতে পারেন কি না! ২৮.৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৩২ রান তুলল। ম্যাচ এখনও ফিফটি-ফিফটি।
7.17pm: মার্শ আউট (১৬), কট ধোনি, বোল্ড জাদেজা। অস্ট্রেলিয়া ১২২/৩ (২৪ ওভার)। সাময়িক স্বস্তি ভারতীয় শিবিরে। এখনও ম্যাক্সওয়েল-স্টোইনিস ও অ্যালেক্স ক্যারির মতো ব্যাটসম্যানরা রয়েছে। রানের টার্গেটও খুব একটা বেশি নয়। অজিদের চাপে রাখতে হলে কোহলিকে নিয়মিত ব্যবধানে উইকেট নিতে হবে।
That's @imjadeja's first wicket of the match and the series courtesy a fine leg side catch by @msdhoni as India continue to make inroads. #TeamIndia #INDvAUS
Follow the game - https://t.co/uMRPRyp6ys pic.twitter.com/YtYBeKEbdv
— BCCI (@BCCI) March 5, 2019
7.00pm: ২০ ওভার শেষে দু উইকেট হারিয়ে ১০৬ রান তুলল অস্ট্রেলিয়া। মার্শ (১২)-হ্যান্ডসকম্ব (১১) কোনওরকম চাপ না-নিয়েই রান রোটেট করছেন। অন্য়দিকে স্পিনারদের দিয়েই উইকেট তুলতে চাইছেন বিরাট। ফের একবার অস্ট্রেলিয়া ম্য়াচ ফিরে এসেছে। এখনই উইকেট তুলতে না-পারেল অজিদের আটকানোর কাজটা রীতিমতো কঠিন হয়ে যাবে ভারতের জন্য। ম্যাচের ভাগ্য এখন ফিফটি-ফিফটি।
6.43pm: জোড়া উইকেট হারাল অস্ট্রেলিয়া। ফিরলেন দুই ওপেনার-ফিঞ্চ (৩৭) ও খোয়াজা (৩৮)। ম্যাচের রাশ ভারতের হাতে। নাগপুরের রঙ বদলে দিলেন স্পিনাররা। জমে গেল লড়াই। অস্ট্রেলিয়া ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৬ রান তুলল। এখন ক্রিজে শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব। ভারত চাইবে দ্রুত আরও উইকেট তুলে ম্যাচে চালকের আসনে বসতে।
A flying start for Australia, but Kuldeep Yadav makes the first breakthrough for India! Aaron Finch goes lbw for 37. The visitors are 83/1 after 15 overs.#INDvAUS LIVE ➡️ https://t.co/pNkv2db4Mg pic.twitter.com/azH8O6N81g
— ICC (@ICC) March 5, 2019
6.33pm: ফিঞ্চ গত সাতটি ওয়ান-ডে ম্যাচ মিলিয়ে মাত্র ৮৩ রান করেছেন। তাঁর গড় ১১.৮৬। সর্বোচ্চ ৪১। তাঁর ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু অনেকদিন পর আবার অজি অধিনায়ক স্বমহিমায়। এই খবরে ঠিক যতটা স্বস্তিতে অজি শিবির, ঠিক ততটাই অস্বস্তি ভারতে। ফিঞ্চ ৩৫ রানে ও খোয়াজা ৩৫ রানে ব্যাট করছেন। এখনও পর্যন্ত কোনও দাগ কাটতে পারলেন না বিরাটের বোলাররা। ১৩ ওভার হয়ে গেল। অজিরা ৭৮ রান করে ফেলল। যত সময় গড়াচ্ছে তত চাপ বাড়ছে ভারতের ওপর।
6.18pm: ফিঞ্চ (১৮)-খোয়াজা (২৩) কিন্তু আপন ছন্দেই এগিয়ে চলেছেন। এখনও কোনও উইকেট তুলতে পারল না ভারত। এভাবে চললে অজিদের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে। একটা ভাল পার্টনারশিপই ম্যাচটা বার করে আনতে পারবে। কোহলির দলের অবিলম্বে প্রয়োজন উইকেট। পেসার থেকে স্পিনার, কাজের কাজটা কেউই করতে পারছেন না। ৯ ওভার হয়ে গেল ৪৭ রান চলে এল অস্ট্রেলিয়ার।
6.00pm: স্কোরবোর্ড বলছে অস্ট্রেলিয়া বিনা উইকেটে চার ওভারে ২৫ রান তুলে ফেলল। এখনও পর্যন্ত মহম্মদ শামি ও যসপ্রীত বুমরাই বল করেছেন। কিন্তু এখনও পর্যন্ত এই দুই পেসারের কাউকে ভয়ঙ্কর মনে হচ্ছে না। নির্বিষ বোলিং। ফিঞ্চ-খোয়াজা সেঅর্থে কোনও সমস্যায় পড়েননি। যেহেতু রান নিয়ে বিলাসিতার জায়গা থাকতে পারছে না ভারত, সেহেতু দ্রুত উইকেট তোলার পথেই হাঁটতে হবে। নাহলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই জয় পেতে সমস্যা হবে না।
5.44pm: ব্য়াটিং শুরু অস্ট্রেলিয়ার! ওপেনিংয়ে চেনা জুটি, উসমান খোয়াজা-অ্যারন ফিঞ্চ। টার্গেট ২৫১।
5.37pm: অধিনায়ক হিসেবে দ্রুততম ৯০০০ কোহলির, পন্টিংকে ছাপিয়ে গেলেন বিরাট। এদিন ২২ রান করার সঙ্গেই একটি অনন্য নজিরে নাম লেখালেন বিরাট। ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৯০০০ রান করলেন তিনি। কোহলি ১৫৯টি ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করলেন। পন্টিং নিয়েছিলেন ২০৩টি ইনিংস।
5.30pm: একমাত্র শচীন তেন্ডুলকরই ওয়ান-ডে ক্রিকেটে ৪০টির উপর হাফ-সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন। ৪৯টি অর্ধ-শতরান আছে তাঁর ঝুলিতে। শচীনের পর কোহলিই পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ৪০টি অর্ধ-শতরান করার নজির গড়লেন। এদিন ওয়ান-ডে অধিনায়ক হিসেবে কোহলি ১৮ নম্বর সেঞ্চুরির স্বাদ পেলেন। তাঁর আগে রয়েছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং (২২টি সেঞ্চুরি)। ঘরের মাঠে কোহলি শেষ ছ'টি অর্ধ-শতরানকেই সেঞ্চুরিতে রূপান্তরিত করতে পেরেছেন।
4.55pm: ইনিংস ব্রেক। অজিদের টার্গেট ২৫১।
Virat Kohli scored his 40th ODI century but 4/29 from Pat Cummins has helped Australia bowl out India for 250 in Nagpur. Which side are you backing to win from here?#INDvAUS LIVE ➡️ https://t.co/pNkv2db4Mg pic.twitter.com/Vgq0Z8GmaV
— ICC (@ICC) March 5, 2019
4.51pm: কুলদীপ যাদব ৩, বোল্ড কামিন্স (ভারত ২৪৯/৯, ৪৮ ওভার)।
4.46pm: কোহলি আউট (১২০ বলে ১১৬)। অবশেষে থামল তাঁর দুর্দান্ত ইনিংস থামল।
4.39pm: জাদেজা আউট (২১), কট খোয়াজা বোল্ড কামিন্স। ভারত ২৩৮/৭ (৪৫.৫ ওভার)
4.38pm: এই সিরিজে রোহিত ও বিরাটের সামনে সুযোগ থাকছে শচীনকে টপকে যাওয়ার। মাস্টারব্লাস্টার তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে অজিদের বিরুদ্ধে আটটি ওয়ান-ডে সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের সাতটি সেঞ্চুরি রয়েছে। কোহলিরও সাতটি সেঞ্চুরি হয়ে গেলে।
4.28pm: চার মেরে সেঞ্চুরি করলেন কিং কোহলি! কেরিয়ারের ৪০ নম্বর ওয়ান-ডে শতরান (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সপ্তম) তাঁর। সব ফর্ম্য়াট মিলিয়ে ৬৫ নম্বর শতরান পেলেন তিনি। ৪৪ ওভার শেষে ভারত ছয় উইকেট হারিয়ে ২২৮ রান তুলল। কোহলি অপরাজিত ১০৫ রানে। জাদেজা ব্যাট করছেন ১৫ রানে। ভারতের হাতে আর শেষ ছ'ওভার। এবার কোহলি বড় রানের পথেই হাঁটবেন। জাদেজাও চেষ্টা করবেন চার-ছয় মারার জন্য়।
Take a bow #KingKohli ????????#INDvAUS pic.twitter.com/x5vvfXhA1d
— BCCI (@BCCI) March 5, 2019
4.15pm: ৩৯ ওভার শেষে ভারত ছ'উইকেট হারিয়ে ২০০ রান তুলল। সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে কোহলি। জাদেজা ব্যাট করছেন আট রানে। ভারতের হাতে অন্তিম ১১ ওভার। ভারতের টার্গেট থাকবে ন্যূনতম ২৫০ রানের গণ্ডী পার করে যাওয়া। তার বেশি রান উঠলে আরও ভাল। এই মাঠে ২৫০-৬০ ভাল টার্গেট বলেই মনে করছেন অনেকে। এখন কোহলির ব্যাটের দিকেই তাকিয়ে ফ্যানেরা।
3.53pm: একা কুম্ভ আগলাচ্ছেন কোহলি। কেদার যাদবের পর ফিরে গেলেন ধোনিও। হাফ ডজন উইকেট হারিয়ে রীতিমতো চাপে ভারত। ম্যাচে এখন ড্রাইভারের সিটে অস্ট্রেলিয়া। ৩৩ ওভারের খেলা শেষ। ১৭১ তুলল ভারত। এখন শেষ পর্যন্ত কোহলিকেই ক্রিজ কামড়ে পড়ে থাকতে হবে। রবিন্দ্র জাদেজাকে পাশে পাচ্ছেন তিনি। যদিও এরপর আর সেঅর্থে ব্যাটে ভরসা জোগানোর মতো কাউকেই পাবেন না কোহলি। ফলে এদিন তাঁর ওপরেই শেষ ১৭ ওভারের দায়িত্ব।
3.46pm: স্বপ্নভঙ্গ! প্রথম বলেই ধোনি আউট। সেই জাম্পা, খোয়াজার হাতে ক্যাচ দিয়ে বসলেন প্রথম বলেই। ভারত ১৭৩/৬ (৩৩ ওভার)
Two in two from Adam Zampa to remove Jadhav and Dhoni!
India are on 173/6 after 33 overs - can captain Kohli marshall the lower order to the end?#INDvAUS LIVE ➡️ https://t.co/pNkv2db4Mg pic.twitter.com/aXPJrDcul6
— ICC (@ICC) March 5, 2019
3.44pm: কেদার যাদব আউট (১১), জাম্পার বলে ফিঞ্চের হাতে ধরা পড়ে গেলেন তিনি। ক্রিজে ধোনি-কোহলি।
3.34pm: দুর্ভাগ্যজনক, রান আউট বিজয় (৪৬)। চার উইকেট হারাল ভারত। দুরন্ত ইনিংস খেলে রানআউট হয়ে গেলেন বিজয় শঙ্কর। চার রানের জন্য হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসলেন তিনি। ২৮.৫ ওভারের খেলা শেষ। ভারত চার উইকেট হারিয়ে ১৫৬ রান তুলল। কোহলিকে সঙ্গ দিতে এলেন কেদার যাদব। এখনও ধোনি রয়েছেন ব্যাটিং লাইনআপে। এই অবস্থা থেকে ২৫০-২৬০ রান প্রত্যাশিত। দেখা যাক ভারত শেষ পর্যন্ত কত রানের টার্গেট দিতে পারে অজিদের।
A touch unfortunate as the well set Vijay Shankar departs for 46.#TeamIndia 156/4 after 28.5 overs pic.twitter.com/ZRqeUU24AB
— BCCI (@BCCI) March 5, 2019
3.18pm: সংযমী হাফ-সেঞ্চুরি কোহলির। কেরিয়ারের ৫০ নম্বর ওয়ান-ডে হাফ-সেঞ্চুরি করলেন তিনি। ক্রিজে এসে অল্প সময়ের মধ্যে দুর্দান্ত মানিয়ে নিয়েছেন বিজয় শঙ্করও। ২৬ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১২৭ তুলল ভারত। বিজয় (২৯)-বিরাটেরও (৫২) পঞ্চাশ রানের পার্টনারশিপ হয়ে গেল। দু'জনেই দারুণ ছন্দে ব্যাট করছেন। মোটামুটি অজি বোলারদের বুঝে নিয়েছেন তাঁরা।
FIFTY!
The Indian Skipper brings up a hard fought half-century. This is his 50th in ODIs
Scorecard - https://t.co/uMRPRyp6ys #INDvAUS pic.twitter.com/sOi5yUxNZ6
— BCCI (@BCCI) March 5, 2019
3.03pm: ২১ ওভারের খেলা শেষ। ভারত স্কোরবোর্ডে তুলল ১০৩ রান। ওভার পিছু ৪.৯ রান রেট। শেষ পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৩৫ তুলেছেন কোহলিরা। এই মুহূর্তে বিজয় (১৪) ও কোহলি (৪৪) ব্যাট করছেন। এখনও লাইন-আপে ধোনি-জাদেজা রয়েছেন। ভারতকে এবার খেলার গতি একটু বাড়াতে হবে। আর ৩০ ওভার রয়েছে এই ইনিংসে। ফলে বিরাটরা চাইবেন রান বাড়াতে।
2.45pm: রায়ডু আউট (১৮), লিঁয়র বলে এলবিডব্লিউ হয়ে গেলেন। কোহলির সঙ্গী বিজয় শঙ্কর। বিজয়কেই গতকাল দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং টিপস দিয়েছেন বিরাট। এখন দেখার কিংয়ের পরামর্শে শঙ্কর আজ জ্বলে উঠতে পারেন কি না! ১৭ ওভার শেষে ভারত তিন উইকেট হারিয়ে ৭৫।
Learnings⚡#TeamIndia @BCCI pic.twitter.com/fmqkncFXFG
— Vijay Shankar (@vijayshankar260) March 4, 2019
2.36 pm: রায়াডু-কোহলি সেঅর্থে বড় রানের জন্য ঝাঁপাচ্ছেন না। দু'উইকেট হারানোর ধাক্কা সামলাতে তারা ধীরে ধীরে রান রোটেট করছেন। এক এবং দু'রানেই ভর করে এগিয়ে যাচ্ছেন তাঁরা। দুই ব্যাটসম্যানই জানেন যে, এই মুহূর্তে একটা পার্টনারশিপ প্রয়োজন। সেটাই হবে ভারতের ভিত্তি। ১৫ ওভার শেষে ৬১ রান উঠল বোর্ডে। কোহলি ২৪ রানে ও রায়ডু ১৪ রানে ব্যাট করছেন। সম্ভত আর কয়েক'টা ওভার দেখার পরেই তাঁরা খেলার ধরনটা বদলাবেন।
2.20pm: কী বললেন হর্ষ ভোগলে? ম্যাচ শুরুর আগে ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্য়কার ভোগলে টুইট করেছিলেন, তিনি বলেছিলেন ভারত ভাবছে ব্যাট করাটা কঠিন হবে এই পিচে। অন্যদিকে অস্ট্রেলিয়া দু’জন স্পিনারকে খেলিয়ে বোলিং করায় খুশি। এখন দেখার কোন ক্যাপ্টেন কত ভাল পিচের চরিত্র বুঝতে পেরেছেন। তাঁর মতে ২৫০-২৬০ ভাল স্কোর হবে এখানে।
Very interesting to see how the two captains have read this pitch differently. India think batting will get difficult, Australia happy to bowl first in spite of playing two spinners. Pitch report says 250-260 will be a good score
— Harsha Bhogle (@bhogleharsha) March 5, 2019
2.10pm: ধাওয়ান আউট (২১), ন'ওভারের মধ্যে দু'টো উইকেট চলে গেল ভারতের। গব্বর এলবিডব্লিউ হয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে। ধাওয়ান-কোহলির জুটিটা ক্রিজে প্রায় সেট হয়ে গিয়েছিল। সেখান থেকে অস্ট্রেলিয়ার এটা বড় প্রাপ্তি। এখন কোহলিকে সঙ্গ দেবেন আম্বাতি রায়ডু। যদিও ভারতের ঝুলিতে, ধোনি, যাদব ও রবীন্দ্র জাদেজার মতো ব্যাটসম্যানরা এখনও রয়েছে। কিন্তু এই মুহূর্তে একটা ভাল পার্টনারশিপের প্রয়োজন শাস্ত্রীর শিষ্য়দের। ভারত ৮.৩ ওভার শেষে দু'উইকেট হারিয়ে ৩৮ রান তুলল।
1.54pm: ছন্দে কোহলি-ধাওয়ান। ভারতের ও ফ্যানেদের জন্য এটাই সবচেয়ে ভাল খবর। সুযোগ পেলেই চালাচ্ছেন দু'জনে। রীতিমতো ভাল টাচে আছেন তাঁরা। গ্যালারিতে খুশির হাওয়া। বড় রানের প্রত্যাশা এখন থেকেই। এই দুই ব্যাটম্যান দাঁড়িয়ে গেলে চাপে পড়ে যাবেন অজি বোলাররা। পাঁচ ওভার শেষে এক উইকেট হারিয়ে ভারত তুলল ২৪ রান। কোহলি ৯ রানে ও ধাওয়ান ১৪ রানে ব্যাট করছেন।
1.38pm: রোহিত আউট (০)! প্যাট কামিন্সের বলে উইকেটটা ছুঁড়ে দিয়ে আসলেন রোহিত। অবিবেচকের মতো শট নিলেন হিটম্যান। প্রথম ওভারে এরকম শর্টের কোনও প্রয়োজনই ছিল না। থার্ড ম্যানে জাম্পা আছেন দেখেও সেই ফাঁদে পা দিলেন রোহিত। আপার কাট মেরে ফিরলেন প্যাভিলিয়নে। এখন কোহলি-ধাওয়ানের ব্যাট দেখবে নাগপুর। প্রথম ওভারের শেষে বিনা রানে এক উইকেট হারাল ভারত।
1.31pm: খেলা শুরু। নাগপুরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড। ওপেনিংয়ে সেই চেনা জুটি রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। সামনেই ক্রিকেট বিশ্বকাপ। ধাওয়ানের ফর্মে ফেরার প্রয়োজন। আজ তাঁর কাছে বড় পরীক্ষা। ম্যাচের সমস্ত ছোট-বড় ঘটনা আর লাইভ স্কোরের জন্য আপনারা চোখ রাখুন এখানে। টিভি-র সামনে না-থাকার আক্ষেপ থাকবে না।
And, we're game ready ????????
Live - https://t.co/uMRPRyp6ys #INDvAUS pic.twitter.com/CwpiNn9yXN
— BCCI (@BCCI) March 5, 2019
1.16pm: ফিরে দেখা, গত ৭ ফেব্রুয়ারি এই মাঠেই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বিদর্ভ। ফাইনালে সৌরাষ্ট্রকে ৭৮ রানে হারিয়ে পরপর দু'বার রঞ্জি জয়ের স্বাদ পেয়েছিল চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। আজ আবার সেই মাঠেই আন্তর্জাতিক মহারণ।
Vidarbha defeat Saurashtra by 78 runs in the Ranji Trophy final
Lift back-to-back Ranji Trophy titles ???????? pic.twitter.com/km0LASmN4S
— BCCI Domestic (@BCCIdomestic) February 7, 2019
1.০4pm: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ফিঞ্চ। দলে ফিরেছেন শন মার্শ। নিজের দ্বিতীয় সন্তানের জন্মের জন্য চলতি সফরে একটু দেরিতেই যোগ দিয়েছেন তিনি। এছাড়াও তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। দলে এসেছেন ন্যাথাল লিঁয়ও। বসেছেন অ্যাশটন টার্নার ও জেসন বেহেরেনডর্ফ। পিচ দেখে সুনীল গাভাস্কর আগেই বলেছেন, প্রচুর ফাটল রয়েছে। ফলে ব্যাট করা সহজ হবে না। স্পিনাররা সহায়তা পাবেন বলেই মত তাঁর। যদিও প্রথমে ব্যাট করাই উচিত হবে বলে মন্তব্য দেশের কিংবদন্তি ক্রিকেটারের। তাঁর মতে ২৯০+ রান ভাল টার্গেট হবে। কোহলিও জানালেন যে, তিনি টস জিতলে প্রথমে ব্যাট করতেন। এদিন গত ম্যাচের দলই ধরে রেখেছে ইন্ডিয়া।
Australian Captain calls it right at the toss and elects to bowl first in the 2nd ODI at Nagpur
Updates - https://t.co/uMRPRyp6ys #INDvAUS pic.twitter.com/fY9zcFYICW
— BCCI (@BCCI) March 5, 2019
12.46pm: জানেন কি?
নাগপুরে এখনও পর্যন্ত তিনবার ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। প্রতিবারই শেষ হাসি হেসেছে ভারত। ২০০৯ সালে ভারত ৯৯ রানে জেতে। ২০১৩ সালে ৩৫১ রান তাড়া করতে নেমে ভারত ছ’উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। শেষবার ২০১৭-তে ভারত জেতে সাত উইকেটে। অস্ট্রেলিয়া এই মাঠে একবারই জিতেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপে। ভিসিএ-তে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে এমএস ধোনিই সবচেয়ে বেশি রান করেছেন (২৬৮)। চার ইনিংসের মধ্যে দু’বার সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। এর মধ্যে একটা আবার এই অজিদের বিরুদ্ধে। আজ থেকে ১০ বছর আগে। আজ কি ধোনি ধামাকা দেখা যাবে? আশায় ফ্যানেরা। অন্যদিকে ফিঞ্চ গত সাতটি ওয়ান-ডে ম্যাচ মিলিয়ে মাত্র ৮৩ রান করেছেন। তাঁর গড় ১১.৮৬। সর্বোচ্চ ৪১।
12.40pm: অ্যাডাম জাম্পা বনাম বিরাট কোহলি:
অজি স্পিনার জাম্পা এখনও পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে চারবার কোহলিকে আউট করেছেন। অথচ জাম্পা তাঁর কেরিয়ারে বিশ্বের আর কোনও ব্যাটসম্যানকে দু’বারের বেশি আউট করতে পারেননি।
12.30pm: কী বলছে নাগপুরের পিচ?
এই মাঠের ইতিহাস বলছে পিচ সাধারণত পাটা হয়, ব্যাটসম্যানরা অ্যাডভান্টেজ পায়। খেলার বয়স বাড়ার সঙ্গেই পিচ খানিকটা মন্থর হতে পারে। রবিবার সারা রাত বৃষ্টি হয়েছে নাগপুরে। যদিও আজ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আকাশ পরিস্কার থাকবে বলেই আবহাওয়া দফতর। ৪৫,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন এখানে। নাগপুরে প্রথম ইনিংসের গড় স্কোর ২৬১ রান। দ্বিতীয় ইনিংসের গড় ২৩৬। এই মাঠে সর্বোচ্চ রান উঠেছে ৩৫৪/৭ (৫০ ওভার, ভারত বনাম অস্ট্রেলিয়া)। সর্বনিম্ন রানের নজির রয়েছে ১১০/১০ (৩৭.২ ওভার, ভারতের মহিলা দল বনাম ইংল্যান্ডের মহিলা দল)