/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/team-india-10.jpg)
ব্যাটে বলে দাপট ভারতের (টুইটার)
ভারত: ৩৯৯/৫
অস্ট্রেলিয়া: ২১৭/১০
ভারতের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হেরে ইন্দোরে ভারতের সামনে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছিল অজিরা। তবে নিজেদের দেশের ওয়ানডের ইতিহাসে অন্যতম নিকৃষ্টতম হার হজম করল ক্যাঙ্গারুরা। শ্রেয়স আইয়ার, শুভমান গিলের সেঞ্চুরি, কেএল রাহুল, সূর্যকুমার যাদবের বিস্ফোরক হাফসেঞ্চুরিতে ভারত ৩৯৯ রানের পাহাড় তুলেছিল। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হলুদ জার্সির দল গুটিয়ে গেল মাত্র ২১৭ রানের। জয় এল ৯৯ রানে। টানা দুটো ম্যাচ জিতে সিরিজও পকেটে পুরল ভারত।
কয়েকদিন আগেই ভারত শ্রীলঙ্কাকে কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে পর্যুদস্ত করেছিল। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই অজিদের বিরুদ্ধে এল বিরাট রানের জয়।
That's that from the 2nd ODI.
Jadeja cleans up Sean Abbott as Australia are all out for 217 runs in in 28.2 overs.#TeamIndia take an unassailable lead of 2-0.#INDvAUSpic.twitter.com/LawVWu2JI8— BCCI (@BCCI) September 24, 2023
বিশাল রান চেজ করতে নামার পরেই অজিদের বৃষ্টির মুখে পড়তে হয়। ডিআরএস-এ নিয়মে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ৩১৭ রানে। সেই লক্ষ্যের সামনেই মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ওভারেই পরপর দু বলে শর্ট, স্মিথকে ফিরিয়ে দিয়ে অজিদের দূর্দশার সূচনা করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তারপর বাকি সময় ধরে চলল ভারতীয় স্লো বোলারদের দাপট। ৯/২ হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে তৃতীয় উইকেটে টানছিলেন লাবুশনে-ওয়ার্নার জুটি। ৮০ রানের পার্টনারশিপ গড়ার পর অশ্বিন পরপর দু-ওভারে দু-জনকেই ফেরত পাঠান। ৮৯/২ থেকে একসময় ১৪০/৮ হয়ে গিয়েছিল ক্যাঙারুরা।
Two wickets in an over for @ashwinravi99 💪💪
David Warner and Josh Inglis are given out LBW!
Live - https://t.co/OeTiga5wzy… #INDvAUS@IDFCFIRSTBankpic.twitter.com/z62CFHTgq1— BCCI (@BCCI) September 24, 2023
Two in Two for @prasidh43 🙌🙌
Matthew Short (9) and Steve Smith (0) depart in quick succession.
Live - https://t.co/XiqGsyElAr… #INDvAUS@IDFCFIRSTBankpic.twitter.com/yHWRX9mZsJ— BCCI (@BCCI) September 24, 2023
তবে এরপরেই ম্যাচে কিছুটা বিনোদন আমদানি করে যান শন আবট এবং জশ হ্যাজেলউড। দুজনে নবম উইকেটে হঠাৎ করেই চার-ছক্কার ফুলঝুরিতে ৭৭ রান যোগ করেন। তবে শামি এই জুটিতে ভাঙন ধরান। আবট ৩৬ বলে ৫৪ করে যান। অশ্বিন, জাদেজা-দুজনেই তিনটে করে উইকেট নেন। কৃষ্ণ নেন জোড়া উইকেট।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। তারপর থেকেই ঝড় বয়ে গেল অজি বোলারদের ওপর। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত রবিবারই সেরা স্কোর গড়ে গেল।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৯৯/৫ তুলেছিল। ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দিয়েছিলেন শ্রেয়স আইয়ার এবং শুভমান গিলের জোড়া সেঞ্চুরি। রুতুরাজ গায়কোয়াড শুরুতে আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে শ্রেয়স-গিল ১৬৪ বলে ২০০ রানের পার্টনারশিপ গড়ে যান। দুজনে এরপরে দ্রুত আউট হয়ে যাওয়ার পর ভারতকে টানেন ক্যাপ্টেন কেএল রাহুল এবং ঈশান কিষান।
ঈশান কিষান ১৮ বলে ৩১ রানের ক্যামিও খেলে ফেরার পর ডেথ ওভারে রানের বন্যা বইয়ে দেন সূর্যকুমার যাদব-কেএল রাহুল। দুজনে শেষ ১০ ওভারে একশোর ওপর তুলে দেন স্কোরবোর্ডে।
6⃣6⃣6⃣6⃣
The crowd here in Indore has been treated with Signature SKY brilliance! 💥💥#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank | @surya_14kumarpic.twitter.com/EpjsXzYrZN— BCCI (@BCCI) September 24, 2023
মাত্র ৩২ বলে হাফসেঞ্চুরি করেন রাহুল। অন্যপ্রান্তে ছক্কা-চারের বন্যা বইয়ে যান স্কাই। ৩৭ বলে ৭২ রানের ইনিংসে বিধ্বংসী সূর্য হাঁকিয়ে যান হাফডজন করে বাউন্ডারি, ওভার বাউন্ডারি।
অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে খরুচে বোলার ক্যামেরন গ্রিন। ২ উইকেট নিলেও নিজের ১০ ওভারের কোটায় ১০৩ রান খরচ করে যান তিনি। শন আবট ৯১ রান দেন। সবথেকে কম খরুচে জশ হ্যাজেলউড। ১০ ওভারে ৬১ রান খরচ করে রুতুরাজ গায়কোয়াডের উইকেট তুলে নেন অভিজ্ঞ পেসার।