Advertisment

পরপর ৪ বলে ৪ ছক্কা! সূর্যের তাপে সেঁকে গেলেন গ্রিন, দেখুন বিস্ফোরক ভিডিও-গেম ব্যাটিং

বিস্ফোরক ব্যাটিংয়ে গোয়ালিয়র মাতালেন সূর্যকুমার, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
suryakumar-yadav

ব্যাটে ঝড় সূর্যকুমারের (টুইটার)

গোয়ালিয়রের পিচ যেন হাইওয়ে। মনের মত পিচে চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন সূর্যকুমার যাদব। সেরা ফর্মে থাকলে তিনি কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন হাড়ে হাড়ে টের পেলেন ক্যামেরন গ্রিন। অজি তারকার এক ওভারে পরপর চার বলে চারটে বিশাল ছক্কা হাঁকিয়ে গেলেন স্কাই।

Advertisment

৪৪ তম ওভারে গ্রিন বোলিং করতে এসেছিলেন। প্ৰথম বলেই ফাইন লেগের ওপর দিয়ে পিক করে ছক্কা হাঁকিয়ে গ্রিনকে স্বাগত জানান সূর্য কুমার। পরের বল ছিল স্লোয়ার। সেই বলেও ফাইন লেগের ওপর দিয়ে স্কুপ করে ছক্কা মারেন সূর্য। তিন নম্বর ডেলিভারি আছড়ে পড়ে ডিপ এক্সট্রা কভারের ওপর দিয়ে বাউন্ডারিতে। পরের বল ডিপ এক্সট্রা মিড উইকেট দিয়ে আবারও ছক্কা। যুবরাজ সিংয়ের ছয় ছক্কার রেকর্ড রীতিমতো সংকটে পড়ে গিয়েছিল।

তবে সেই রেকর্ড আর ভাঙেনি। শেষমেষ ওভারের শেষ দুই বলে স্কোরবোর্ডে যোগ হয় ২ রান।

ওয়ানডেতে টি২০-র ফর্ম দেখাতে পারছিলেন না। বারবার ব্যর্থ হচ্ছিলেন। বিশ্বকাপের স্কোয়াডে তবু সূর্যকুমারকে রাখা হয়েছিল। তারকা ব্যাটারের অন্তর্ভুক্তি নিয়ে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, "ওঁর ফর্ম নিয়ে আমরা মোটেই ভাবিত নই। বিশ্বকাপের জন্য যে দল আমরা বেছেছি সূর্যকুমার তাতে রয়েছে।"

ওয়ানডেতে টি২০-র ফর্ম দেখাতে পারছিলেন না। বারবার ব্যর্থ হচ্ছিলেন। বিশ্বকাপের স্কোয়াডে তবু সূর্যকুমারকে রাখা হয়েছিল। তারকা ব্যাটারের অন্তর্ভুক্তি নিয়ে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, "ওঁর ফর্ম নিয়ে আমরা মোটেই ভাবিত নই। বিশ্বকাপের জন্য যে দল আমরা বেছেছি সূর্যকুমার তাতে রয়েছে।"

Cricket Australia Indian Team Indian Cricket Team Suryakumar Yadav Australia Cricket Team
Advertisment