জিতেও জোড়া বদল টিম ইন্ডিয়ার, দ্বিতীয় ODI-তে বাদ পড়ছেন দুই তারকা

জিতলেও জোড়া বদল ঘটাচ্ছে টিম ইন্ডিয়া

জিতেও জোড়া বদল টিম ইন্ডিয়ার, দ্বিতীয় ODI-তে বাদ পড়ছেন দুই তারকা

ভাইজ্যাগে রবিবার দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে ভারত। সেই ম্যাচেই স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটছে রোহিত শর্মার। শ্যালকের বিয়ের জন্য প্ৰথম ম্যাচে খেলতে পারেননি ওয়াংখেড়েতে। পরিবর্তে হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারত পাঁচ উইকেটে জয়লাভও করেছে। দ্বিতীয় ম্যাচে ফোকাসে থাকবেন কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। প্ৰথম ম্যাচে দুজনে কঠিন অবস্থা থেকে ভারতকে জয়ের রাস্তা দেখিয়েছেন অপরাজিত ১০৮ রানের পার্টনারশিপ গড়ে।

টেস্ট সিরিজে রাহুল একদমই ফর্মে ছিলেন না। খারাপ ফর্মের জন্য শেষ দুই টেস্টে বাদও পড়তে হয় তাঁকে। এমনকি সহ-অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়েছিল। তবে প্ৰথম ওয়ানডেতেই ফর্ম ফিরে পেয়েছেন তিনি। ধৈর্য্যশীল ৭৫ রানের ইনিংসে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তারকা।

অন্যদিকে, হাঁটুতে চোট এবং তারপরে অস্ত্রোপচারের প্রায় আটমাস পরে খেলতে নেমেই ম্যাচের সেরা হয়েছেন জাদেজা। ১৮৮ রানের টার্গেট চেজ করতে গিয়ে জাদেজা ৪৫ করে রাহুলকে সঙ্গ দেন। তার আগে বল হাতে ৪৫ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন তিনি। চলতি বছরেই দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামবে ভারত। তাই টিম ম্যানেজমেন্ট দুই তারকার অগ্রগতির দিকে নজর রাখবেন।

ওপেনিংয়ে রোহিত: রোহিতের বদলে ওয়াংখেড়েতে ওপেন করতে নেমেছিলেন ঈশান কিষান। তবে মাত্র ৩ রানের ইনিংসে প্ৰভাব ফেলতে ব্যর্থ হন ঝাড়খন্ডি উইকেটকিপার-ব্যাটার। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকানোর পর থেকেই ব্যাটে রান নেই তারকার। বল নড়াচড়া করলেই দুর্বলতা প্রকট হচ্ছে ঈশানের। এমন অবস্থায় রোহিতের অন্তর্ভুক্তি দলের ভরসা যোগাবে।

চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে ভারত রোহিতের নেতৃত্বে। অন্যদিকে, অস্ট্রেলিয়া প্ৰথম ম্যাচে হারের পর পরের দুই ম্যাচে কামব্যাক করতে মরিয়া থাকবে। রোহিত অজিদের এই মানসিকতা ভালোই জানেন।

শার্দূলের জায়গায় উমরান মালিক: অলরাউন্ডার হয়েও প্রথম ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেননি শার্দূল। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতে আর নামতে হয়নি। ওয়াংখেড়েতে মিচেল স্টার্ক, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিদের দাপট দেখেই বোঝা গিয়েছে পিচ সিম সহায়ক ছিল। তবে ভাইজ্যাগের পিচ সাধারণত পাটা হয়। এমন পিচে এক্স ফ্যাক্টর যোগ করার জন্য উমরানকে আনতে পারে টিম ইন্ডিয়া। পেস দিয়ে অজি ব্যাটিংয়ে ভাঙন ধরাতে পারেন উমরান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই চমক অব্যাহত রেখেছেন জম্মু এক্সপ্রেস। মাত্র ৮ ওয়ানডে খেলেই তুলে নিয়েছেন ১৩ উইকেট।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ind vs aus 2nd odi team india to make two changes rohit sharma umran malik to replace ishan kishan shardul thakur

Next Story
৫৭ বলে সেঞ্চুরি করেন ভারতের বিরুদ্ধে! বিধ্বংসী ব্যাটারকে নিয়ে নিল মহা-চমক কোহলির RCB-র
Exit mobile version