/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/aus-ind.jpg)
ভারত: ১১৭/১০
ব্যাটিং বিপর্যয় ভারতের হেভিওয়েট ব্যাটিং লাইন আপের নিয়মিত অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। টেস্ট হোক বা টি২০- ওয়ানডে- শক্তপোক্ত ইনিংস গড়ার উদাহরণ যেন দুর্লভ। টেস্ট সিরিজে আহমেদাবাদের পাটা পিচ বাদ দিয়ে ধেরিয়েছিল ভারতের ব্যাটিং। ওয়াংখেড়েতে কেএল রাহুল এবং জাদেজার চওড়া ব্যাটে ভর করে ভারত জিতলেও টপ অর্ডারের শোচনীয় অবস্থা ঢাকা দেওয়া যায়নি।
এবার পালা বিশাখাপত্তনম ওয়ানডে। ভারতের ইনিংসের স্থায়িত্ব মাত্র ২৬ ওভারের। ১১৭ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়ার ব্যাটিং। বৃষ্টিতে খেলা কিছুটা দেরিতে শুরু হয়েছিল। তবে মিচেল স্টার্কের পেসে ভারতের ইনিংস বেশিক্ষণ মাঠে থাকতে পারল না। একাই আগুনে পেসে ভারতকে দুমড়ে মুচড়ে দিলেন। ৫৬ রানের বিনিময়ে দখল করলেন পাঁচ উইকেট।
Innings Break!#TeamIndia are all out for 117 runs in 26 overs.
Scorecard - https://t.co/c1NbIfpAkg#INDvAUS@mastercardindiapic.twitter.com/XnMVm7s4Xp— BCCI (@BCCI) March 19, 2023
ভাইজ্যাগের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পূর্ণ সদ্ব্যবহার করলেন স্টার্ক। এই নিয়ে ওয়ানডেতে নয়বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন অজি স্পিডস্টার। স্টার্কের সঙ্গে ভারতীয় ব্যাটিং ধ্বংস করার কাজ চালিয়ে গেলেন নাথান এলিস (৩/২৩) এবং শন আবট (২/১৩)। অজি পেসারদের সিম এবং সুইংয়ের সামনে কোনও ভারতীয় ব্যাটারই নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলীয় ক্যাপ্টেন স্টিভ স্মিথ। প্ৰথম থেকেই বিপদের মুখে পড়েছিল ভারত। প্ৰথম ওভারের তৃতীয় বলেই স্টার্ক ফেরত পাঠান শুভমান গিলকে। এরপরে রোহিত শর্মা (১৩) এবং বিরাট কোহলি (৩১) ২৯ রানের জুটি গড়েন। সেটাই ভারতীয় ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ। রোহিত পঞ্চম ওভারে স্টার্কের শিকার হয়ে ফেরার পরে আর দাঁড়াতে পারেনি ভারত। কোহলি (৩১) এবং অক্ষর প্যাটেল (২৯) করে যান। ভারতীয় ইনিংসে দুই অঙ্কের রান পেয়েছেন মাত্র চারজন। এতেই প্রকট ভারতীয়দের ব্যাটিং ব্যর্থতা।
FOLLOW live updates HERE