অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলের ব্যাটসম্য়ানরা সেভাবে কল্কে করতে পারেননি। ব্যতিক্রম লোকেশ রাহুল। অর্ধ-শতরানের ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ভারত ১২৬ রান তুলতে সমর্থ হয়েছিল। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি আবার সমালোচিত হয়েছেন মন্থর ব্যাটিংয়ের জন্য। আগামিকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে দু'ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে বিরাট কোহলি বনাম অ্যারন ফিঞ্চ।
দেখতে গেলে বিরাট তাঁর ঘরের মাঠেই নামবেন কালকে। আইপিএলের সৌজন্য চিন্নাস্বামী তাঁর হোম গ্রাউন্ড হয়ে গিয়েছে। বিরাটের থেকেও বড় রানের প্রত্যাশা ফ্যানেদের। ভারতীয় ব্যাটিং লাইন-আপে রদবদল না-ঘটার সম্ভাবনাই বেশি। কিন্তু বোলিং বিভাগে গত ম্যাচের পারফরম্যান্সের বিচারে একটা পরিবর্তন আশা করা যেতে পারে। উমেশ যাদবের পরিবর্তে টিম ম্যানেজমেন্ট সিদ্ধার্থ কাউলকে একটা সুযোগ দিতে পারে। এদিন নেট প্র্যাকটিসে লোকেশ রাহুলকে বেশ ছন্দেই দেখাল। তাঁর দিকে আলাদা চোখ ছিল টিম ইন্ডিয়ার হেডস্যার রবি শাস্ত্রীর। বেঙ্গালুরর বাসিন্দাই রাহুল। ফলে স্থানীয়দের তাঁর ওপর প্রত্যাশা থাকবেই।
আরও পড়ুন: India vs Australia 2nd T20I Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্যাচ?
গত ম্যাচে উমেশের আগের ওভারেই ভারতকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন যসপ্রীত বুমরা। ফলে উমেশের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেকে। যদিও উমেশের পাশেই দাঁড়ান বুমরা। তিনি বলেছিলেন, এমনটা হতেই পারে। উমেশ সেরাটা দেওয়ারই চেষ্টা করেছিল। কিন্তু হয়নি।