Advertisment

IND vs AUS Highlights Cricket Score, 2nd Test Day 3: এডিলেডে ভারতের দর্পচূর্ণ, আড়াই দিনের কম সময়েই রোহিতদের মাটিতে মেশাল অস্ট্রেলিয়া

India vs Australia 2nd Test Highlights Cricket Score, Today Day Night Match: এডিলেডে ১০ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া, সিরিজে সমতা ফেরাল অজিরা। ১৭৫ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া, জিততে গেলে ১৯ রান তুলতে হত অস্ট্রেলিয়াকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia day night test live

India vs Australia Pink Ball Test: পিঙ্ক বলের টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (ছবি: বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া)

India vs Australia 2nd Test Adelaide Oval Pink Ball Test Highlights: পুরোপুরি আড়াই দিন-ও লাগল না। দুটো দিন এবং একটা সেশনেই খেল খতম। সিরিজে ১-১ ফেরাতে তৃতীয় দিনের পুরো সেশন খতম হওয়ার আগেই ম্যাচ ফয়সালা করে দিল অস্ট্রেলিয়া। জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৯ রান। সেই রান ৩.২ ওভারেই তুলে দেয় অজিরা। ১০ উইকেট হাতে নিয়ে।

Advertisment

দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ভারতের টপ অর্ডার আরও একবার ভেঙে পড়ার পরেই নিশ্চিত হয়ে যায় এডিলেড টেস্টে ভারতের হার কার্যত সময়ের অপেক্ষা। সেটাই হল। তৃতীয় দিন শুরুর সেশনেই ভারত কুপোকাত। গত কাল ছয় উইকেট হারিয়ে ফেলার পর ভারতের টার্গেটই হয়ে দাঁড়িয়েছিল। কোনওরকমে ইনিংসে পরাজয় এড়ানো।

সেটাই হল। নীতিশ রেড্ডি প্ৰথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ৪২ করার দৌলতে ভারত কোনওরকমে ইনিংসের ব্যবধানে ঘাটতি মেটাতে সমর্থ হয়। ভারতের ১৯ রান অতিরিক্ত অস্ট্রেলিয়া বিনা উইকেটেই তুলে ফেলে। পারথ টেস্টে ২৯৫ রানের জয় পেয়ে আকাশে উড়ছিল টিম ইন্ডিয়া। সেই অবস্থা থেকেই ভারতকে মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নিয়েই হারের মুখ দেখলেন।

যেভাবে রোহিত এবং কোহলি দুই ইনিংসেই সুইং এবং মুভমেন্টের সামনে পরাস্ত হয়েছেন তাতে দুই তারকারই বিদায়ের দাবি উঠে গিয়েছে। প্ৰথম টেস্টে যশস্বী জয়সওয়াল এবং বুমরার অতিমানবীয় পারফরম্যান্স ভারতকে জয়ের দুর্গে পৌঁছে দিয়েছিল। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন যশস্বী। বুমরাও গোলাপি বলে সেরকম প্রভাব ফেলার মত পারফর্ম করতে পারেননি। গোটা ম্যাচেই উপযুক্ত বোলিং পার্টনারের অভাব বোধ করেছেন তিনি।

Advertisment

মহম্মদ সিরাজ প্ৰথম ইনিংসে চার উইকেট পেলেও অজি ব্যাটিংয়ে ভাঙন ধরাতে ব্যর্থ হয়েছেন। অভিষেক টেস্টে নজর কাড়ার পর হর্ষিত রানা বল হাতে একদম নিষ্প্রভ রইলেন গোটা টেস্ট জুড়েই। মহম্মদ শামিকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে তৃতীয় টেস্টে হর্ষিতকে সম্ভবত বসানো হতে পারে। শিকে ছিঁড়তে পারে আকাশ দীপের ভাগ্যে। সবমিলিয়ে এডিলেড টেস্ট ভারতকে হতাশাই উপহার দিয়ে গেল।

  • Dec 08, 2024 10:51 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ভারতের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি

    মাত্র ১৭৫ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। জিততে গেলে ১৮ রান তুললেই হবে অস্ট্রেলিয়াকে। জসপ্রীত বুমরা অপরাজিত থেকে গেলেন।



  • Dec 08, 2024 10:36 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ভারতের ৯ম উইকেটের পতন

    ভারতের ৯ম উইকেটের পতন। ফিরলেন ব্যাটিংয়ের শেষ প্রদীপ নীতীশকুমার রেড্ডি। তিনি ৪৭ বলে ৪২ রান করেছেন। ইনিংসে ৬টি চার এবং ১টি ছয় মেরেছেন। প্রথমসারির ব্যাটার, ভারী নামরা যখন ফেল, লড়ে গেলেন নীতীশ। প্যাট কামিন্সের বলে নাথান ম্যাকসুইনির হাতে তিনি ধরা পড়েন। 

     



  • Dec 08, 2024 10:24 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ভারতের ৮ম উইকেটের পতন

    ভারতের ৮ম উইকেটের পতন। এবার ফিরলেন হর্ষিত রানা। তিনি ১২ বলে বিনা রানে ফিরে গেলেন। প্যাট কামিন্সের বলে উসমান খাজার হাতে ধরা পড়েন হর্ষিত।



  • Dec 08, 2024 10:02 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: এবার ফিরলেন অশ্বিন

    ভারতের ৭ম উইকেটের পতন। প্যাট কামিন্সের বলে অ্যালেক্স কেরির হাতে ধরা পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ১৪ বলে ৭ রান করেছেন। এর কিছুক্ষণ আগেই আউট হন নৈশপ্রহরী ঋষভ পন্থ। ভারত এখনও ৮ রানে পিছিয়ে। ফলে প্রবল চাপে টিম ইন্ডিয়া।



  • Dec 08, 2024 09:52 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: পন্থের আউট কি অশনিসংকেত?

    তৃতীয় দিনের শুরুটা ভালো হল না ভারতের। শুরুতেই নৈশপ্রহরী ঋষভ পন্থ আউট হয়ে গেলেন। যার ফলে বিরাট চাপে ভারত। ঋষভ পন্থ ৩১ বলে ২৮ রান করেছেন। মেরেছেন ৫টি চার। মিচেল স্টার্কের বলে তিনি স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন। বলটা পন্থের ব্যাটের বাইরের প্রান্তে লেগে স্লিপে স্টিভ স্মিথের কাছে চলে যায়। এখন ম্যাচের পরিস্থিতি কী হবে, তা অনেকটাই নীতীশ রেডি এবং রবিচন্দ্রন অশ্বিনের ওপর নির্ভর করছে। দু'জনে আপাতত ব্যাট করছেন। 



  • Dec 08, 2024 09:35 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ট্রাভিস হেড সম্পর্কে চেতেশ্বর পূজারা

    হেডের দুর্বলতা হল শর্ট-পিচ ডেলিভারি। ওঁর প্রতিপক্ষরা সেটা জানে। কিন্তু, আমরা ওঁকে মাত্র দুই-তিনটি শর্ট-পিচ ডেলিভারি দিয়েছি। সেগুলো আরও ভালোভাবে কাজে লাগানো যেত। ও অফসাইডে ভালো খেলে। আমরা চাইলে ওঁর অফসাইডে স্ট্রোক ঠেকাতে পারতাম। ভালো ফিল্ডিং সাজিয়ে বেশিরভাগ সময়ই অনসাইডে বল করাটা উচিত ছিল।



  • Dec 08, 2024 09:20 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: জয়ের গন্ধে খুশি ট্রাভিস হেড

    কিছু রান পেয়েছি। ভালো লাগছে। গত কয়েক সপ্তাহ পর, ভালো ব্যাটিং করলাম। তাই বেশ স্বস্তি বোধ করছি। এই পিচে ব্যাটিং করা বেশ কঠিন। ওরা ভালোই বোলিং করেছে। তবে, আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে। আমরা আপাতত ভালো জায়গায় আছি। মনে হচ্ছে, পার্থ টেস্টের পর এবার ভালো অবস্থায় পৌঁছেছি। ভারত আমাদের চাপে রাখার চেষ্টা করেছিল। (অশ্বিনের) বলে গতি কম ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছি। যখনই সুযোগ পেয়েছি, ভালো শট নিয়েছি। আমি ভালো বোলিংয়ের কথা বলেছিলাম। কিন্তু, আমাকে প্যাভিলিয়নের (সিরাজ প্রসঙ্গে) দিকে ঈশারা করল। আমিও যোগ্য জবাব দিয়েছি। গত কয়েকটা ইনিংসে হতাশ হয়ে পড়েছিলাম। এবার একটু ভালো বোধ করছি।



  • Dec 07, 2024 17:22 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: দিন খতম, ভারত ১২৮/৫

    বেকায়দায় থেকে দিন শেষ করল ভারত। রোহিত শর্মা আউট হওয়ার পর ভারতের হয়ে ক্রিজে রয়েছেন নীতিশ রেড্ডি এবং ঋষভ পন্থ। এটাই ভারতের শেষ স্বীকৃত জুটি। দুজনে ভারতকে তৃতীয় দিন কতটা টানতে পারে, সেটাই আপাতত দেখার। ভারত এখনও অস্ট্রেলিয়ার ইনিংসের থেকে পিছিয়ে রয়েছে ২৯ রানে।



  • Dec 07, 2024 16:53 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: আউট রোহিত

    ছুটি কাটিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন ভয়াবহ হল রোহিতের। দ্বিতীয় ইনিংসে কঠিন পরিস্থিতিতে রোহিত ফিরলেন চোখের পলক ফেলার আগেই। নো বল আউট হয়ে একবার জীবন পেয়েছিলেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ক্যাপ্টেন কামিন্স সরাসরি আউট করে দিয়েছেন ক্যাপ্টেন রোহিতকে। বোল্ড হয়ে রোহিত ফিরলেন ব্যক্তিগত ৯ রানে।



  • Dec 07, 2024 16:41 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ৪ উইকেটের পতন ইন্ডিয়ার

    ভারতের টপ অর্ডার মাটিতে গড়াগড়ি খেল। গোলাপি বলের টেস্টে ভারতের পরাজয় এখন সময়ের অপেক্ষা। দলীয় রান একশো পেরোনোর আগেই ৪ উইকেট খুঁইয়ে ফেলল ভারত। সাম্প্রতিক শিকার শুভমান গিল। ৩০ বলে ২৮ করে খেলছিলেন। তবে মিচেল স্টার্ক দ্বিতীয় স্পেলে এসেই বোল্ড করে দিলেন শুভমান গিলকে। ক্রিজে আপাতত লড়ছেন রোহিত শর্মা এবং ঋষভ পন্থ।



  • Dec 07, 2024 16:12 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: কোহলি গন

    যশস্বী জয়সওয়াল ফিরে যাওয়ার পর ভারতকে টানছিলেন কোহলি এবং গিল। তবে স্কট বোল্যান্ড সেই জুড়িতে ছেদ টানলেন। কোহলি ফিরলেন ব্যক্তিগত ১১ রানের মাথায়। ভারত এখনও অস্ট্রেলিয়ার থেকে ৯৫ রানে পিছিয়ে রয়েছে।



  • Dec 07, 2024 15:37 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: বোল্যান্ডের শিকার যশস্বী

    ভারতের আপাতত লক্ষ্য হাতে যত বেশি উইকেট রেখে অস্ট্রেলিয়ার লিড পেরিয়ে যাওয়া। কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পর ভারতকে টানছিলেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। দুজনেই ওয়ানডের মেজাজে ব্যাট করছিলেন। কামিন্স-স্টার্ক জুটিকে কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছিল। ওয়ান চেঞ্জে এসেই যশস্বীর উইকেট তুলে নিলেন স্কট বোল্যান্ড। তাও আবার প্ৰথম বলেই।



  • Dec 07, 2024 15:22 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: আউট কেএল রাহুল, যশস্বী-গিল ক্রিজে

    শুরুতেই ভারত উইকেট হারাল। কেএল রাহুল কামিন্সের বলে কিপার ক্যারির হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন। ক্রিজে এসে যশস্বীর সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেছেন শুভমান গিল



  • Dec 07, 2024 14:51 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ৩৩৭-এ অলআউট অস্ট্রেলিয়া

    তৃতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই অজিদের বাকি ইনিংস মুড়িয়ে গেল। ডিনার ব্রেকে ৩৩২ ছিল অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে বাকি ২ উইকেট হারাল ৫ রান যোগ করার ফাঁকে। শেষ দুটো উইকেটই নিলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া প্ৰথম ইনিংসে ১৫৭ রানের লিড নিল



  • Dec 07, 2024 14:35 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ডিনার ব্রেক, অজিরা এখন চালকের আসনে

    অবশেষে ডিনার ব্রেক। এখনও ক্রিজে রয়েছে অস্ট্রেলীয় ব্যাটিং। বুমরা কামিন্সকে আউট করার পরেই ডিনার ব্রেক নিয়ে নেওয়া হয়। দুটো সেশন শেষে অজিরা আপাতত ৩৩২/৮। ক্রিজে রয়েছেন স্টার্ক এবং লিয়ন। অজিরা এখনও এগিয়ে ১৫২ রানে।



  • Dec 07, 2024 14:03 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ক্রিজ সামলাচ্ছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক

    অস্ট্রেলিয়ার ৭ম উইকেটের পতন ঘটল। আউট হলেন ট্রাভিস হেড। তিনি ১৪১ বলে ১৪০ রান করেছেন। মেরেছেন ১৭টি চার ও ৪টি ছয়। সিরাজের বলে তিনি বোল্ড হয়েছেন। অস্ট্রেলিয়ার রান ইতিমধ্যে ৩২০। ভারত প্রথম ইনিংসে করেছে ১৮০ রান। 



  • Dec 07, 2024 13:31 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও প্যাট কামিন্স

    অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ উইকেটের পতন ঘটল। আউট হলেন উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। ৩২ বলে ১৫ রান করেছেন তিনি। মহম্মদ সিরাজের বলে তিনি ঋষভ পন্থের হাতে ধরা পড়েন। ৭৮ ওভারে ৬ উইকেটে অস্ট্রেলিয়া ২৮৪। ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও প্যাট কামিন্স। হেড ১৩২ বলে ১২১ রান করেছেন। ১৪টি চার এবং ৩টি ছয় মেরেছেন। কামিন্স ৬ বলে ৩ রান করেছেন।



  • Dec 07, 2024 13:16 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ক্রিজ সামলাচ্ছেন হেড, কেরিই

    ট্রাভিস হেড ইতিমধ্যে চলতি সিরিজে অ্যাডিলেড টেস্টের প্রথম সেঞ্চুরি করেছেন। এখনও ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও অ্যালেক্স কেরি। ভারতীয় বোলাররা কিছুতেই হেডকে সামলাতে পারছেন না। সবচেয়ে বেশি মার খাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। হেড ইতিমধ্যে ১২২ বলে ১১৪ রান করেছেন। মেরেছেন ১৩টি চার ও ৩টি ছয়। অ্যালেক্স কেরি ২৭ বলে ১২ রান করেছেন। জলপান বিরতি পর্যন্ত ৭৫ ওভার ৫ উইকেটে ২৭৩ রান তুলেছে অস্ট্রেলিয়া।   



  • Dec 07, 2024 13:03 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: হেডের সেঞ্চুরি

    তিনি একটাই অস্ট্রেলিয়ার হয়ে যেন ক্রিজ সামলাচ্ছেন। দুর্দান্ত সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড। ১১১ বলে ১০০ রান করেছেন। ১০টি চার এবং ৩টি ছয় মেরেছেন। সঙ্গী উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। তিনি আবার ২০ বলে ৮ রান করেছেন। অস্ট্রেলিয়া ইতিমধ্যে ২৫০ রান পেরিয়ে গিয়েছে।



  • Dec 07, 2024 12:54 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: অশ্বিনকে ছক্কা হাঁকিয়ে বোথামকে ছুঁলেন হেড

    অশ্বিনের বলে তাঁর ক্যাচ মহম্মদ সিরাজ ফেলে দিয়েছেন। জোর বাঁচা বেঁচেছেন ট্রাভিস হেড। কিন্তু, তিনি অশ্বিনকে পুরো ছক্কার মালায় যেন ইতিমধ্যেই সাজিয়ে দিয়েছেন। আপাতত তিনি অশ্বিনকে ৮টি ছক্কা মেরেছেন। একজন ভারতীয় বোলারকে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার বিচারে ইয়ান বোথামের রেকর্ড স্পর্শ করলেন হেড।



  • Dec 07, 2024 12:43 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: অস্ট্রেলিয়ার ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড, অ্যালেক্স কেরি

    অস্ট্রেলিয়ার ৫ম উইকেটের পতন ঘটেছে। জসপ্রীত বুমরা প্রথম ৩টি উইকেট নিয়েছিলেন। তারপর মারনাস লাবুসেনকে ফেরান নীতীশকুমার রেড্ডি। এরপর মিচেল মার্শকে ফিরিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি অশ্বিনের বল ঋষভ পন্থের হাতে ধরা পড়েন। ২৬ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন মার্শ। তবে ভারতীয় বোলাররা হাজার চেষ্টা করেও ট্রাভিস হেডকে সামলাতে পারছেন না। ট্রাভিস হেড বুমরাকেো রেয়াত করছেন না। ট্রাভিস হেড ৮৭ বলে ৬৮ রান করেছেন। যার মধ্যে আছে ৬টি চার এবং ২টি ছয়। অ্যালেক্স কেরিও ১৪ বলে ৫ রান করেছেন। অস্ট্রেলিয়া ৬৭ ওভারে ৫ উইকেটে ২২০ রান করেছেন।



  • Dec 07, 2024 12:21 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: চা বিরতির পর ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ

    চা বিরতির পর অস্ট্রেলিয়ার ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ট্রাভিস হেড ৭৪ বলে ৫৮ রান করেছেন। তিনি ৫টি চার এবং ২টি ছয় মেরেছেন। মিচেল মার্শ ১৫ বলে ৪ রান করেছেন। অস্ট্রেলিয়ার রান ৬২ ওভারে ৪ উইকেটে ২০২। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ১৮০ রান। ভারতীয় বোলারদের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে সফল জসপ্রীত বুমরা। তিনি ১৬ ওভার বল করে ২৯ রান দিয়ে ৩ উইকেট, ৫টি মেডেন নিয়েছেন। 



  • Dec 07, 2024 11:35 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: চা বিরতি, অস্ট্রেলিয়া ১১ রানে এগিয়ে, ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ

    দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ১১ রানে এগিয়ে। ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ট্রাভিস হেড ৬৭ বলে ৫৩ রান করেছেন। তিনি ৪টি চার এবং ২টি ছয় মেরেছেন। মিচেল মার্শ ১০ বলে ২ রান করেছেন। অস্ট্রেলিয়ার রান ৫৯ ওভারে ৪ উইকেটে ১৯১। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ১৮০ রান।



  • Dec 07, 2024 11:28 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: হেডের দুরন্ত অর্ধশতক, ভারতকে টপকাল অস্ট্রেলিয়া

    অশ্বিনকে পেলেই পেটাচ্ছেন হেড। সুযোগ পেলেই চার বা ছয় মেরে দিচ্ছেন। ৬২ বলে ৪৯ করেছেন এই অজি খেলোয়াড়। ৩টি চার, ২টো ছয় মেরেছেন। আর, ২টো ছয়ই অশ্বিনকে। চার মেরেছেন সিরাজকে। ৫৮ ওভার ৪ উইকেটে অস্ট্রেলিয়া ১৮৬। ভারত তুলেছিল ১৮০ রান।



  • Dec 07, 2024 11:19 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: অস্ট্রেলিয়ার ৪র্থ উইকেট নিলেন নীতীশকুমার রেড্ডি

    অস্ট্রেলিয়ার প্রথম ৩টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। এবার ৪র্থ উইকেট নিলেন নীতীশকুমার রেড্ডি। তিনি ফেরালেন মারনাস লাবুসেনকে। লাবুসেন ১২৬ বলে ৬৪ রান করেছেন মেরেছেন ৯টি চার। নীতীশকুমার রেড্ডির বলে তিনি যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়লেন। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ।



  • Dec 07, 2024 11:02 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: অস্ট্রেলিয়া ৫২ ওভারে ৩ উইকেটে ১৬০

    ভারতীয়রা প্রথম ইনিংসে অনেক ঝড়ের গতিতে রান তুলেছিল। কিন্তু, এটা টেস্ট ম্যাচ। উইকেট বাঁচানোই এখানে জেতার প্রথম শর্ত। অস্ট্রেলিয়া সেই কৌশলেই অ্যাডিলেডের প্রথম ইনিংসে খেলছে। ভারত ৪৪.১ ওভারে বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজের এই দ্বিতীয় টেস্টে ১৮০ রান তুলেছে। জবাবে অস্ট্রেলিয়া ৫২ ওভারে ৩ উইকেটে তুলেছে মাত্র ১৬০ রান। কিন্তু, তারপরও এই ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে। তাদের হাতে এখনও ৭টি উইকেট আছে। ফলে, তারা প্রথম ইনিংসে ভারতের থেকে অনেকটাই এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।



  • Dec 07, 2024 10:55 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: লাবুসেনের অর্ধশতক

    অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক পূর্ণ করলেন মারনাস লাবুসেন। তিনি ১১৬ বলে অর্ধশতক পূর্ণ করেন। ইনিংসে আছে ৬টি চার। অশ্বিনকে ছক্কা হাঁকিয়েছেন ট্রাভিস হেডও। দ্বিতীয় দিনে এই প্রথমবারের মত বল করতে এসেছিলেন অশ্বিন। তারপরই খান হেডের ছক্কা। ৪৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ছিল ৩ উইকেটে ১৩১। 



  • Dec 07, 2024 10:25 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ৪২ ওভারের পরে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১০৮

    অস্ট্রেলিয়ার তিনটি উইকেটই নিয়েছেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় দিনের সকাল থেকে তিনি মহম্মদ সিরাজের সঙ্গে বল করছিলেন। দ্বিতীয় দিনে এবার বল হাতে নিয়েছেন হর্ষিত রানা। এর আগে বুমরার বলে আউট হয়েছেন উসমান খাজা, নাথান ম্যাকসুইনি ও স্টিভ স্মিথ। ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন ও ট্রাভিস হেড। লাবুসেন ১০০ বলে ৩৯ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন। ট্রাভিস হেডের সঙ্গে লাবুসেন ক্রিজ সামলাচ্ছেন। ট্রাভিস হেড ১২ বলে ৬ রান করেছেন। মেরেছেন ১টি চার।



  • Dec 07, 2024 09:43 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ৩৫ ওভারে ১ উইকেটে ৯০ রান অস্ট্রেলিয়ার

    ৩৫ ওভারে ১ উইকেটে ৯০ রান তুলেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা গতকালই, ম্যাচের প্রথম দিনই আউট হয়েছিল। ৩৫ বলে তিনি ১৩ রান করেন। তিনি ২ দুটো চার মেরেছিলেন। ক্রিজ সামলাচ্ছেন নাথান ম্যাকসুইনি ১০৮ বলে ৩৯ রান করেছেন। তিনি আপাতত ৬টি চার মেরেছেন। মারনাস লাবুসেন ৭৪ বলে ২৩ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন।



  • Dec 07, 2024 09:29 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: পিচ রিপোর্ট সম্পর্কে বিশেষজ্ঞরা কী বলছেন?

    সুনীল গাভাস্কার- পিচে এখনও কিছুটা ঘাস আছে। তবে গতকালের মত সবুজ নয়। ভারতকে সুবিধামত হাওয়া কাজে লাগিয়ে বল করতে হবে। বুমরাকে মিচেল স্টার্কের মত উইকেট পেতে হবে। না হলে অস্ট্রেলিয়া বড় রান করবে। 

    ম্যাথু হেডেন - হ্যাঁ, ঘাস স্পষ্ট দেখা যাচ্ছে। অশ্বিন একজন চতুর বোলার। তিনি এই ঘাসকে কাজে লাগাতে পারেন। সিমাররাও চেষ্টা করলে পারবেন।

     



  • Dec 06, 2024 17:26 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: নৈশপ্রহরী ম্যাকসুইনি ও লাবুসেন

    বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের পাঁচ ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেড টেস্টের প্রথম দিন, ভারতের ১৮০ রানের জবাবে ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রান তুলল অস্ট্রেলিয়া। ওপেনার উসমান খাজার উইকেট নিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক পেসার জসপ্রীত বুমরা। ৩৫ বলে ১৩ রান করে রোহিত শর্মার হাতে ধরা পড়েন খাজা। তারপরই দ্রুত ক্রিজ সামলে নেন নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুসেন। ম্যাকসুইনি ৬টি চার সহযোগে ৯৭ বলে ৩৮ রান করেছেন। লাবুসেন ৬৭ বলে ৩টি চার সহযোগে ২০ রান করে ক্রিজ সামলাচ্ছেন। তাঁরাই নৈশপ্রহরী থাকলেন। ফলে, আপাতত প্রথম ইনিংসে ব্যাকফুটে ভারত।  



  • Dec 06, 2024 16:34 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: বিদ্যুৎ বিভ্রাটে ম্যাচ চলায় বাধা

    বিদ্যুৎ বিভ্রাটের জন্য অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ম্যাচ চালাতে সমস্যা তৈরি হল। দিনের আলো চলে যাওয়ার পর জ্বালিয়ে দেওয়া হয় ফ্লাডলাইট। কিন্তু, বারবার সেই ফ্লাডলাইট নিভে যায়। যার ফলে, ম্যাচ বন্ধ থাকে। সাধারণত টেস্ট ম্যাচের সময় এমনটা হয় না। কিন্তু, সেটাই হওয়ায় রীতিমতো হতবাক ক্রিকেটার থেকে দর্শক-সহ সকলেই। এই বিদ্যুৎ বিভ্রাট ম্যাচে ক্রিকেটারদের মনোযোগও নষ্ট করছে বলেই অভিযোগ করছেন দর্শকদের অনেকেই।



  • Dec 06, 2024 16:27 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ক্রিজ সামলাচ্ছেন নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুসেন

    ভারতের প্রথম ইনিংসে তোলা ১৮০ রান তাড়া করতে গিয়ে রীতিমতো ম্যাচে জাঁকিয়ে বসছে অস্ট্রেলিয়া। উসমান খাজাকে ব্যক্তিগত ১৩ রানে ফিরিয়ে দেন জসপ্রীত বুমরা। সেটাই অস্ট্রেলিয়ার একমাত্র আউট। ক্রিজ সামলাচ্ছেন অস্ট্রেলিয়ার নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুসেন। খাজা ২টি চার মেরেছিলেন। আর ম্যাকসুইনি এবং লাবুসেন তো ক্রমশই রান বাড়াচ্ছেন। মাঝে মধ্যে চার রানও নিচ্ছেন। ভারত অবশ্য চেষ্টার খামতি রাখছে না। জসপ্রীত বুমরার পাশাপাশি মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, নীতীশকুমার রেড্ডি- সকলেই বল করছেন। 



  • Dec 06, 2024 14:28 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: অ্যাডিলেডে ভারতকে ধসিয়ে দিলেন স্টার্ক, টিম ইন্ডিয়া ১৮০/১০

    অ্যাডিলেডের প্রথম ইনিংসে ১৮০ রানে আটকে গেল টিম ইন্ডিয়া। সর্বোচ্চ রান করলেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৫৪ বলে ৪২ রান করেছেন। মেরেছেন ৩টি ছয়, ৩টি চার। প্রথম ইনিংসে রোহিতের বাহিনীকে একাই ধসিয়ে দিলেন কেকেআরের প্রাক্তনী মিচেল স্টার্ক। তিনি যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, নীতীশকুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। কামিন্স নিয়েছেন ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরার উইকেট। আর, রোহিত শর্মা ও শুভমান গিলের উইকেট নিয়েছেন বোল্যান্ড।



  • Dec 06, 2024 13:50 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: পার্থের প্রথম ইনিংসের রান অ্যাডিলেডে অতিক্রম ভারতের

    পার্থের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া টেনেটুনে ১৫০ রান করেছিল। অ্যাডিলেডে ভারত আপাতত সেটুকু পেরোতে পেরেছে। এটুকুই কেবল সান্ত্বনা রোহিতের বাহিনীর। না-হলে টিম ইন্ডিয়ার অ্যাডিলেডে হাল রীতিমতো খারাপ। আর, রোহিতের বাহিনীকে একাই যেন ধসিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। শেষের দিকেও পরপর আউট করলেন রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানাকে। অশ্বিন তখন সেট হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই অবস্থান তিনি এলবিডব্লিউ হন স্টার্কের বলে। ২২ বলে ঝোড়ো ২২ রান করে অশ্বিন ফিরে যান। মেরেছেন ৩টি চার। আর রানাকে বিনা রানেই ফিরিয়ে দেন স্টার্ক। 

     



  • Dec 06, 2024 13:18 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: কখন যে লেজ গুটিয়ে যাবে! সংকটে টিম ইন্ডিয়া

    সিনিয়র ব্যাটাররা সবাই ক্রিজে গিয়ে ফিরে এসেছেন। এমন অবস্থান ভারতের টেল এন্ডাররা এখন কোনওমতে দলের রান যতটুকু বাড়ানো যায়, সেই দায়িত্বে। ৩২.৫ ওভারেই অ্যাডিলেড ওভালে ১০৯ রানে ৬ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার আগুন ঝরানো বোলিংয়ের মুখে বাকি ব্যাটাররা কতক্ষণ টিকতে পারেন, সেটা নিয়ে সমর্থকরা নিশ্চিত নন। পার্থ টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ১৫০ রানে পৌঁছেছিল। অ্যাডিলেডে কি সেই রানটুকুও করা সম্ভব হবে টিম ইন্ডিয়ার পক্ষে? এটাই এখন গণনার বিষয়।  



  • Dec 06, 2024 12:36 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: মধ্যাহ্নভোজের বিরতির সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আউট রোহিত

    মধ্যাহ্নভোজের বিরতির পর ফের ইনিংস শুরু করেছে ভারত। ক্রিজে নেমেছিলেন ঋষভ পন্থ ও টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। রোহিত এই ম্যাচে ছয় নম্বরে নামলেন। ছেলে হওয়ার জন্য প্রথম টেস্ট তিনি মিস করেন। ওই টেস্ট টিম ইন্ডিয়া জসপ্রীত বুমরার অধিনায়কত্বে খেলেছে। দুর্দান্ত খেলে ভারত ওই ম্যাচে জয় পেয়েছে। ফলে, অ্যাডিলেড টেস্ট রোহিতের কাছে সম্মানের ম্যাচ। কারণ, তিনি টিম ইন্ডিয়ার টেস্ট দলের নিয়মিত অধিনায়ক। তবে, শুক্রবার ইনিংসের শুরুটা ভারতের মোটেও ভালো হয়নি। মাত্র ২১ ওভারেই ৮১ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। কেএল রাহুল ও শুভমান গিল কিছুটা ধরে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু, তাঁরা দু'জনেই আউট হয়ে যাওয়ায় ঋষভ পন্থ ও রোহিত শর্মাকে ধরে খেলার চেষ্টা চালাতে হচ্ছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সঙ্গে টক্কর দিতে হলে ভারতের বড় রানের পার্টনারশিপ এখন দরকার। এই পরিস্থিতিতে মধ্যাহ্নভোজের বিরতির সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তাতে পিচের অবস্থা কতটা বদলাল, তা ধীরে স্পষ্ট হবে, ধারাভাষ্যকাররা যখন এমনটা বলছেন, সেই সময়ই বোল্যান্ডের আঘাত। ২৩ বল খেলে মাত্র ৩ রান করে এলবিডব্লিউ হলেন ভারত অধিনায়ক।  

     



  • Dec 06, 2024 11:48 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত ৮২/৪

    প্রথম ওভারের প্রথম বলেই যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। ভেবেছিলেন, এই বোধহয় এরপর একের পর এক উইকেটের পতন ঘটবে। কিন্তু, সেই সময় ভারতের হয়ে রুখে দাঁড়ান কেএল রাহুল ও শুভমান গিল। কিন্ত, সেই রাহুলকে ভারতীয় দলের ৬৯ রানের মাথায় ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। তিনি ফিরতে না ফিরতেই বিরাট কোহলিকে ভারতীয় দলের ৭৭ রানের মাথায় ফিরিয়ে দেন সেই স্টার্কই। তারপরও ভারত যখন শুভমান গিলকে নিয়ে আশার আলো বুনছে, সেই সময় ভারতীয় দলের ৮১ রানের মাথায় স্কট বোল্যান্ড ফিরিয়ে দেন শুভমানকে। ফলে, মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত ৮২/৪। ক্রিজে আছেন ঋষভ পন্থ ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত তাদের চার জন বোলারকে ব্যবহার করেছে। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ছাড়াও বল করেছেন প্যাট কামিন্স ও নাথান লিয়ন।



  • Dec 06, 2024 10:33 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: বোল্যান্ড এসেই ভারতকে চাপে ফেলেছেন

    গাভাস্কার আগেই জানিয়েছিলেন যে তিনি বোল্যান্ডের বল দেখার জন্য মুখিয়ে আছেন। সেই মত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্কট বোল্যান্ডকে নিয়ে এসেছেন। ইতিমধ্যে দুই ওভার বল করেই ভারতকে চাপে ফেলে দিয়েছেন এই বোলার। কিন্তু, দুর্ভাগ্যের কারণে তিনি উইকেট পাননি। তাঁর একটি বল নো হয়েছে। অপরটিতে স্লিপে ক্যাচ মিস করেছেন উসমান খাজা। কিন্তু, তারপরও থামছেন না এই অস্ট্রেলিয়ান বোলার। ভারতীয় ব্যাটারদের দিকে একের পর এক ভয়ংকর ডেলিভারি ছুড়ছেন।



  • Dec 06, 2024 10:19 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: স্টেশনের বেশ কাছেই অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম

    স্টেশনের বেশ কাছেই অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম। দর্শকদের স্টেডিয়ামে আসতে তাই বিশেষ বেগ পেতে হয় না।

    Adelaide, অ্যাডিলেড



  • Dec 06, 2024 10:05 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: ভারতকে চাপে রাখতে স্টার্কের বাউন্স, কামিন্সের স্লোয়ার

    অ্যাডিলেড টেস্ট ম্যাচে শুরু থেকেই ভারতকে চাপে রাখতে মরিয়া হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। জশ হ্যাজলউড এই ম্যাচে নেই। তাঁর জায়গায় কামিন্স নিজে চলে এসেছেন বল করতে। স্টার্কের সঙ্গে তিনি বোলিং করছেন। স্টার্ক একদিকে ভারতীয় ব্যাটারদের ভয় দেখাতে বাউন্সের পর বাউন্স দিয়ে যাচ্ছেন। আর কামিন্স তাঁর বিষাক্ত স্লোয়ার ডেলিভারি ছাড়ছেন ভারতীয় ব্যাটারদের লক্ষ্য করে।  



  • Dec 06, 2024 10:00 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: টেস্ট ম্যাচের প্রথম বলে সবচেয়ে বেশি উইকেট

    অ্যাডিলেড টেস্ট ম্যাচে প্রথম বলে যশস্ব জয়সওয়ালকে আউট করে বিরাট কৃতিত্ব অর্জন করলেন অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক। তিনি টেস্ট ম্যাচে প্রথম বলে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার নজির গড়লেন। টেস্ট ম্যাচে প্রথম বলে এখনও পর্যন্ত তিনটি উইকেট নিয়েছে স্টার্ক। ফিরিয়েছেন করুণারত্নে, বার্নসকে। আর, এবার ফেরালেন যশস্বী জয়সওয়ালকে। এই তিন জনের মিল যে তিন জনই বাঁ-হাতি ব্যাটার। বোলারদের এই কৃতিত্ব অর্জনের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পেড্রো কলিন্স ও সুরঙ্গা লাকমল। আর, তৃতীয় স্থানে রয়েছেন জিওফ আর্নল্ড কলিন্স। তিনি তিনবারই বাংলাদেশের হান্নান সরকারকে টেস্ট ম্যাচের প্রথম বলে আউট করেছিলেন। 



  • Dec 06, 2024 09:53 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: হেইডেন এবং গাভাস্কারের পিচ রিপোর্ট

    গত কয়েকদিন ধরে পিচ থেকে প্রচুর ঘাস কেটে নেওয়া হয়েছে। তারপরও পিচে যথেষ্ট পরিমাণ ঘাস রয়েছে। ৬ মিলিমিটার পর্যন্ত ঘাস রয়েছে অ্যাডিলেড ওভালের পিচে। যার অর্থ নতুন বলের বোলাররা বেশ সাহায্য পাবেন। বল যখন শক্তপোক্ত এবং নতুন থাকবে, তখন তাঁরা ভেলকি দেখাতে পারবেন। অ্যাডিলেডের পিচ এমনিতে ব্যাটিং সহায়ক। পিচে বেশ ভালোই সিম হয়। প্রথম ও দ্বিতীয় দিনের জন্য এই পিচের কন্ডিশন বেশ ভালো থাকবে। বোলাররা দ্বিতীয় দিনের পরের দিকে ভালো সাহায্য পাবেন। তখন যথারীতি ব্যাটাররা বিপাকে পড়বেন।



  • Dec 06, 2024 09:45 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: রান না করেই ফিরলেন যশস্বী

    প্রথম ওভারেই ভারতকে বিরাট ধাক্কা দিলেন অস্ট্রেলিয়ার একনম্বর বোলার মিচেল স্টার্ক। ফিরিয়ে দিলেন পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়ালকে। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে স্টার্কের বলে খালি হাতেই ফিরতে হল যশস্বীকে। শোনা যাচ্ছিল ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনে নামতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, তিনি নন। তিন নম্বর পজিশনে নেমেছেন শুভমান গিল। 



  • Dec 06, 2024 09:24 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: টস করতে এসে দুই দলের অধিনায়ক যা বললেন

    রোহিত শর্মা বললেন, 'আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। পিচটা দেখতে ভালোই। এখন কিছুটা শুকনো দেখাচ্ছে। যথেষ্ট ঘাস আছে। সব পজিশনের খেলোয়াড়রাই আশাকরি ভালো খেলতে পারবে। পার্থে ছেলেরা যা করেছে তা অসাধারণ। এটি একটি লম্বা সিরিজ। আমরা চেষ্টা করব, বাকি ম্যাচগুলোও ভালো করে খেলতে। ফাস্ট বোলাররা প্রথম টেস্টের পর কয়েকদিন বিশ্রাম পেয়ে খুশি। আমরা প্রথম একাদশে ৩টি পরিবর্তন করেছি। আমি একাদশে ফিরেছি। গিলও ফিরে এসেছে। ফিরে এসেছেন অশ্বিন। আমি মিডল অর্ডারে ব্যাট করছি।'

    প্যাট কামিন্স বললেন, 'অ্যাডিলেডে আমরা নতুন করে শুরু করতে চলেছি। গোলাপি বলে খেলার ফল আলাদা হতেই পারে। ভালো প্রস্তুতি নিয়েছি। দলে শুধু একটি পরিবর্তন করা হয়েছে। জশ হ্যাজলউড বাদ পড়েছে, স্কট বোল্যান্ড এসেছে।'



  • Dec 06, 2024 09:14 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: স্কট বোল্যান্ডকে নিয়ে আশাবাদী গাভাস্কার

    সুনীল গাভাস্কার বলেছেন যে তিনি স্কট বোল্যান্ডের বোলিং দেখার জন্য মুখিয়ে আছেন। চ্যানেল ৭-এ গাভাস্কার বলেছেন, 'ও সুইং দিতে পছন্দ করে। পিচে ঘাস আছে। ফলে, আশা করা যায় যে বোল্যান্ডের কোনও অসুবিধা হবে না। জশ হ্যাজলউডের মত বোল্যান্ডও বেশ লম্বা। তারপরও আমি মনে করি যে হ্যাজেলউড না থাকা অস্ট্রেলিয়ার কাছে একটা বড় ধাক্কা। কারণ, ও পার্থ টেস্টে সত্যিই অসাধারণ বোলিং করেছে। আর বোল্যান্ড সম্পর্কে বলতে পারি যে, সিরিজ শুরু হওয়ার আগে, আমি ওঁকে  একজন সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছিলাম। ও লেংথ রেখে বল করতে পারে। ও যদি অ্যাডিলেডে সেটা চালিয়ে যায়, তবে উইকেট পাবে।'



  • Dec 06, 2024 08:52 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: কেএল রাহুলের জন্য ওপেনিং পজিশন ছেড়েছেন রোহিত

    কেএল রাহুল অ্যাডিলেড টেস্টে ওপেন করতে চলেছেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রাহুলের তিনি ওপেনিং পজিশন ছেড়ে দিয়েছেন। তবে, ওই পজিশন টিকিয়ে রাখতে হলে রাহুলকে পার্থ টেস্টের মত অ্যাডিলেড টেস্টেও ভালো খেলে দেখাতে হবে। তার মধ্যেই আলোচনায় উঠে এসেছে কেএল রাহুলের ট্যাটু। রাহুল ট্যাটু ভীষণ পছন্দ করেন। অস্ট্রেলিয়া সফরেও তিনি নতুন ট্যাটু করিয়েছেন বলে খবর। এটা তাঁর তৃতীয় অস্ট্রেলিয়া সফর। রাহুলের কেরিয়ারে বারবার চড়াই-উতরাই এসেছে। সেসব কাটিয়ে ভারতীয় টেস্ট দলে ওপেনিং পজিশন ধরে রাখতে তাঁকে অ্যাডিলেড টেস্ট ভালো করে খেলতেই হবে। 



  • Dec 06, 2024 08:48 IST
    IND vs AUS 2nd Test Live Cricket Score: দুই দলের একাদশ

    Two Teams, দুই দলভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, নীতীশকুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা।

    অস্ট্রেলিয়া একাদশ: নাথান ম্যাকসুইনি, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড



Cricket Australia Australia Team India Team-India Indian Team Team India Indian Cricket Team India Cricket Team Australia Cricket Team
Advertisment