মাঠেই কুলদীপের ওপর মেজাজ হারালেন রোহিত! ক্যাপ্টেনের ঝাপটায় বাউন্ডারিতে হাঁটা স্পিনারের, দেখুন বিধ্বংসী ভিডিও

রোহিতের গনগনে মেজাজ দেখে অবাক ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও

মাঠেই কুলদীপের ওপর মেজাজ হারালেন রোহিত! ক্যাপ্টেনের ঝাপটায় বাউন্ডারিতে হাঁটা স্পিনারের, দেখুন বিধ্বংসী ভিডিও

রোহিত শর্মা শান্ত। মাঠে বেশি আবেগ দেখান না। তবে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে মেজাজ হারালেন তিনি। তাও দলের তারকা কুলদীপ যাদবের ওপর। ডিআরএস নেওয়ার জন্য ক্যাপ্টেন রোহিতকে রাজি করিয়েছিলেন। তবে তাতে আউট হননি অজি ব্যাটসম্যান। রিভিউ দেখেই কুলদীপের ওপর মেজাজ হারাতে দেখা যায় রোহিতকে।

অস্ট্রেলীয় ইনিংসের ৩৯ তম ওভারের ঘটনা। সেই সময় আস্টন আগারকে বোলিং করছিলেন কুলদীপ। তবে কুলদীপের গুগলি আগারের ব্যাটের কানায় লেগে বল ফ্রন্ট প্যাডে আছড়ে পড়ে।

কুলদীপ আবেদন করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করে দেন আম্পায়ার। তারপরেই রোহিতকে রিভিউয়ের জন্য জোরাজুরি করতে থাকেন চায়নাম্যান স্পিনার। তবে রিভিউয়ে দেখা যায় বলের ইমপ্যাক্ট অফস্ট্যাম্পের বাইরে ছিল। এতেই রিভিউ নষ্ট হয় ভারতের। এরপরই রোহিতকে কোহলির সঙ্গে আলোচনা সারতে দেখা যায়। কোহলির সঙ্গে বাতচিত সেরে রোহিত সরাসরি কুলদীপের দিকে তাকিয়ে হতাশা প্রকাশ করেন। কুলদীপও মাথা নিচু করে বাউন্ডারি লাইনের ধারে হাঁটা লাগান।

যাইহোক, সিরিজ নির্ণায়ক ম্যাচে অজি অধিনায়ক স্টিভ স্মিথ টসে জিতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভাইজ্যাগে জয়ী একাদশ থেকে দুটো বদল করেছিল অস্ট্রেলীয়রা। নাথান এলিস এবং ক্যামেরন গ্রিনকে বসিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল আস্টন আগার এবং নাথান এলিসকে। গ্রিন ফিট ছিলেন না। ভারত অপরিবর্তিত একাদশ খেলায়।

প্ৰথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ২৬৯ তোলে স্কোরবোর্ডে। মিচেল মার্শ আরও একবার দুরন্ত ফর্ম দেখিয়ে ৪৭ বলে ৪৭ করে যান। উইকেটকিপার আলেক্স ক্যারে (৩৮), মার্নাস লাবুশানে (২৮), মার্কাস স্টোইনিস (২৫), ডেভিড ওয়ার্নার (২৩) সকলেই ভালো শুরু করলেও নিজেদের ইনিংস বেশিদূর টানতে পারেননি। শেষদিকে, শন আবট (২৬), আস্টন আগারও (১৭) ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে দলের স্কোর আড়াইশো পার করতে কার্যকরী ভূমিকা নিয়ে যান। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব দুজনেই তিনটে করে উইকেট দখল করেন। মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল দুটো করে উইকেট নিয়েছেন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ind vs aus 3rd odi chennai rohit sharma angry at kuldeep yadav for convincing to take drs

Next Story
ইস্টবেঙ্গলে চাকরি ছেড়েই ইউরোপে দেশের ফুটবলে বিশাল দায়িত্বে তারকা! বড় আপডেট সরাসরি
Exit mobile version