scorecardresearch

হারের ধাক্কার পর ব্যাটিং অর্ডারে সূর্যকে নিয়ে টানাহ্যাঁচড়া! সিরিজ নির্ণয়ের ম্যাচে কেমন হচ্ছে ভারতের ১১

ভাইজ্যাগে শোচনীয়ভাবে হার হজম করতে হয়েছিল ভারতকে

হারের ধাক্কার পর ব্যাটিং অর্ডারে সূর্যকে নিয়ে টানাহ্যাঁচড়া! সিরিজ নির্ণয়ের ম্যাচে কেমন হচ্ছে ভারতের ১১

দ্বিতীয় ওয়ানডেতে ল্যাজেগোবরে হয়েছে টিম ইন্ডিয়া। ১০ উইকেটে বিধ্বস্ত হতে হয়েছে বিশাখাপত্তনমে। বেঁচে যাওয়া ওভারের হিসাবে এটা ভারতের বৃহত্তম পরাজয়। ৩৯ ওভার (২৩৪ বল) হাতে নিয়ে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। প্ৰথম ওয়ানডেতে মুম্বইয়ে জেতার পরে সিরিজ আপাতত ১-১।

হারলেও সম্ভবত প্ৰথম একাদশে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের ধারণা অক্ষর প্যাটেলের জায়গায় অন্তর্ভুক্তি ঘটতে পারে শার্দূল ঠাকুরের। ব্যাটিং অর্ডারে অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদবের আগে নামতে পারেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়াও সম্ভবত অপরিবর্তিত একাদশ খেলাতে চলেছে। চেন্নাইতেও বর্ষীয়ান অজি তারকা ডেভিড ওয়ার্নারকে একাদশের বাইরে থাকতে হতে পারে।

ব্যাটিং অর্ডারে সূর্যকুমার ৬ নম্বরে: ওয়ানডে বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের অফফর্ম চিন্তায় রেখেছে ভারতকে। যদিও রোহিত শর্মা জানিয়েছেন, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সূর্যকুমার পর্যাপ্ত সুযোগ পাবেন। চলতি সিরিজের প্ৰথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে গিয়েছেন সূর্য। তাও আবার প্ৰথম বলে। কেরিয়ারের প্ৰথম ছয় ওয়ানডেতে স্কাই দুটো হাফসেঞ্চুরি হাঁকিয়ে গিয়েছিলেন। তিরিশ প্লাস এবং চল্লিশ প্লাস ইনিংসও হাঁকিয়েছিলেন। তারপর থেকেই ওয়ানডেতে তাঁর ফর্ম পড়তির দিকে। শেষ ১০ ওয়ানডেতে সূর্যের রান যথাক্রমে ৯, ৮, ৪, ৩৪ (নটআউট), ৬, ৪, ৩১, ১৪, ০ এবং ০।

আরও পড়ুন: ৫৭ বলে সেঞ্চুরি করেন ভারতের বিরুদ্ধে! বিধ্বংসী ব্যাটারকে নিয়ে নিল মহা-চমক কোহলির RCB-র

এমন অবস্থায় হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে প্রমোশন ঘটিয়ে সূর্যকে ছয় নম্বরে নামিয়ে দেওয়া হতে পারে। হার্দিক আইপিএলে গুজরাটের হয়ে ৪ নম্বরে নেমে টুর্নামেন্টে ৪৮৭ রান করেছিলেন। তাছাড়া ছয় নম্বর ব্যাটিং পজিশন সূর্যের ব্যাটিংয়ের ধরণের সঙ্গেও মানানসই। শেষের দিকে বল যত কমতে থাকে, ততই সংহার মূর্তি ধরতে পারেন তিনি।

অক্ষরের জায়গায় শার্দূল: ব্যাট হাতে বিরাট কোহলিকে ছাড়া চলতি সিরিজে একমাত্র অক্ষরকেই স্বচ্ছন্দ লেগেছে। তবে দুর্ভাগ্যের শিকার হয়ে অক্ষরকে শার্দূলের জন্য জায়গা ছাড়তে হবে। রবীন্দ্র জাদেজা থাকায় অক্ষর প্যাটেলের অন্তর্ভুক্তির কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। একজন এক্সট্রা সিমারকে খেলাতে চাইবে ভারত। সেক্ষেত্রে, অক্ষর খেললে বসতে হবে কুলদীপ যাদবকে। বল হাতে কুলদীপ খারাপ করেননি। তবে দলের ব্যালান্স ঠিক রাখার জন্য অক্ষরের ওপর কোপ পড়তে পারে।

বাইরেই ওয়ার্নার: বর্ডার গাভাসকার টেস্ট সিরিজের সময় ওয়ার্নার কনুইয়ে চোট পেয়ে ফিরে গিয়েছিলেন। ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন ঘটলেও এখনও প্ৰথম একাদশে সুযোগ পাননি তিনি। তাঁর অনুপস্থিতিতে মিচেল মার্শ পরপর দুটো ম্যাচে ঝড় তুলে হাফসেঞ্চুরি করেছেন। ট্র্যাভিস হেড প্ৰথম ওয়ানডেতে ব্যর্থ হলেও ভাইজ্যাগে ৩৫ বলে ৫১ করেছিলেন। মাত্র ৫৩ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে গিয়েছিলেন হেড-মার্শ। ফর্মে থাকা দুই ওপেনারের বদল ঘটিয়ে ওয়ার্নারকে ফেরানোর সম্ভবনা খুব-ই কম।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্ৰথম একাদশ: ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংলিশ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, শন আবট, মিচেল স্টার্ক, আডাম জাম্পা

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ind vs aus 3rd odi chennai team india to make several changes suryakumar yadav hardik pandya shardul thakur axar patel