/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/india-aus-match.jpg)
কুলদীপ মার্শকে শতরান থেকে বঞ্চিত করলেন (বিসিসিআই টুইটার)
অস্ট্রেলিয়া: ৩৫২/৭
ভারত: ২৮৬/১০
হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে রাজকোটে নেমেছিল ভারত। তা আর হল না। অস্ট্রেলিয়ার কাছে ২-১ এ সিরিজ জিতে বিশ্বকাপ খেলতে নামবে ভারত।
সাড়ে তিনশোরও বেশি টার্গেট। সেই রান তাড়া করতে নেমে ভারতকে স্বপ্নের সূচনা এনে দিয়েছিলেন রোহিত শর্মা। অজি বোলারদের শুরুতে ছাতু করে রোহিত ৫৭ বলে বিধ্বংসী ৮১ রান করে যান। মেকশিফট ওপেনার ওয়াশিংটন সুন্দরের সঙ্গে শুরুতে ৭৪ রান তুলে ভারতকে জয়ের লক্ষ্যে দারুণ প্ল্যাটফর্ম এনে দিয়েছিলেন। কোহলির সঙ্গেও এরপরে ৭০ রানের দুর্দান্ত জুটি গড়েন ক্যাপ্টেন রোহিত। তবে রোহিত-কোহলি ফেরার পর থেকেই ভারতের রান চেজ বেপথু হয়ে যায়।
Lofted to perfection 😎
Virat Kohli smacks one straight down the ground in some style!#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBankpic.twitter.com/I2smL8wOKi— BCCI (@BCCI) September 27, 2023
শ্রেয়স আইয়ার (৪৮), কেএল রাহুল (২৬), সূর্যকুমার যাদবরা (৮) কেউই ভারতকে ব্যাট হাতে মোমেন্টাম এনে দিতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ভারত শেষমেশ ২৮৬ রানে গুটিয়ে যায়। ম্যাক্সওয়েলের ঘূর্ণি ভারতের রান চেজ এলোমেলো করে দেয়। রবীন্দ্র জাদেজাও টেলএন্ডারদের সঙ্গে নিয়ে ৩৬ বলে ৩৫-এর বেশি করতে পারেননি। চার উইকেট নেন অজি অলরাউন্ডার।
That sound 🔥
(via @BCCI) #INDvAUSpic.twitter.com/nEvCQDBcCi— ESPNcricinfo (@ESPNcricinfo) September 22, 2023
তার আগে স্টিভ স্মিথ, মিচেল মার্শের দুরন্ত ব্যাটিং অস্ট্রেলিয়ার বড় স্কোর নিশ্চিত করে দেয়। দুজনে দ্বিতীয় উইকেটে ১৩৭ রান যোগ করে যান। ২৮তম ওভারে কুলদীপ মার্শকে (৯৬) শতরানের মুখ থেকে ফেরান। স্মিথ হাফসেঞ্চুরি করলেও সেঞ্চুরির মুখ দেখেননি। মার্শের পরেই আউট হয়ে যান তিনি। মহম্মদ সিরাজ লেগ বিফোর করেন স্মিথকে। মার্নাস লাবুশানে একপ্রান্ত টিকে থেকে ফিফটি করেন। শেষদিকে প্যাট কামিন্সের ১৯ বলে ২২ অজিদের সাড়ে তিনশ পের করিয়ে দেয়।
Triple Treat 💥
A quickfire half century from Captain Rohit Sharma, who’s looking in fine touch in the chase 👌#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank | @ImRo45pic.twitter.com/zNdFvUBp3s— BCCI (@BCCI) September 27, 2023
জস্প্রীত বুমরার দুটো স্পেল ধসিয়ে দিয়েছিল অজি ব্যাটিং লাইন আপকে। ভারতের প্রিমিয়াম ফাস্ট বোলার বুধবার আলেক্স ক্যারে, ম্যাক্সওয়েল, মার্নাস লেবুশানেকে ফেরান। টপ অর্ডার দুর্ধর্ষ পারফরম্যান্স করায় অজিরা প্রথমে ৩৫২/৭ তুলেছিল। যা এই ভেন্যুতে সর্বোচ্চ। ঝড়ের বেগে রান তোলার পর শেষ ১০ ওভারে অজি ইনিংসে ঠিকমত রান ওঠেনি। কুলদীপ যাদবও জোড়া শিকার করেন।
Why am I seeing fans of tinpot BCCI disrespecting Sir Ravindra Jadeja over an irrelevant Pan Masala series? Pipe down guys, he's bigger than the entire BCCI team 👍pic.twitter.com/Qw12J9oRyr
— Bakri Player (@Again91_of_79) September 27, 2023
সিরিজের ফয়সালা আগেই হয়ে যাওয়ায় শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল দুই শিবির। মিচেল স্টার্ক, ম্যাক্সওয়েল ফেরেন অজি একাদশে। তনভির সংঘা ওয়ানডে অভিষেক ঘটান এই ম্যাচে। টিম ইন্ডিয়ার একাদশেও রোহিত, কোহলি, সিরাজ, বুমরা, কুলদীপ প্রত্যাবর্তন করেন। শামি, শুভমান গিল, শার্দূল ঠাকুরকে বিশ্রাম দেওয়া হয়। হার্দিককে এদিনও রাখা হয়নি। অশ্বিনকে বসিয়ে নামানো হয় ওয়াশিংটন সুন্দরকে।