বিশ্বকাপের ঠিক পরেই ছিল অস্ট্রেলিয়ার ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। সেই সিরিজে টানা দুই জয় পেয়ে ভারত সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছে। তবে অস্ট্রেলিয়ার সিরিজের তৃতীয় মরণ-বাঁচন ম্যাচে নামার আগেই বড় সিদ্ধান্ত নিল। স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, আডাম জাম্পা, জস ইংলিশ, শন আবটদের অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এর মধ্যে শন আবট বাদে বাকি সকলেই দেড় সপ্তাহ আগে ওয়ার্ল্ড কাপজয়ী অজি দলের সদস্য ছিলেন।
বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর বিশ্বকাপের স্কোয়াড থেকে ভারত কেবলমাত্র সূর্যকুমার যাদব এবং ঈশান কিষানকে অজিদের বিপক্ষে স্কোয়াডে রেখেছিল। অন্যদিকে, অস্ট্রেলিয়া আবার একাধিক বিশ্বকাপ জয়ী সদস্যকে নিয়েই টি২০ সিরিজে নেমেছিল।
তবে মাত্র দুটো ম্যাচ খেলার পরেই দলের প্ৰথম সারির একাধিক তারকাকে দেশে ফেরত পাঠাল অস্ট্রেলিয়া। ক্রিকেট.কম.এইউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ স্মিথ, আডাম জাম্পা দেশে উড়ে গিয়েছেন ইতিমধ্যেই। তৃতীয় ম্যাচের পরে বুধবার গ্লেন ম্যাক্সওয়েল,মার্কাস স্টোইনিস, শন আবট, জস ইংলিশ অস্ট্রেলিয়ায় চলে যাবেন।
বিশ্বকাপ ফাইনালে ভারতের হৃদয় চূর্ণ করে দেওয়া ট্র্যাভিস হেড একমাত্র বিশ্বকাপ জয়ী স্কোয়াড থেকে অজিদের শিবিরে রয়ে গেলেন। বিশ্বকাপের রিজার্ভে ছিলেন তনভির সংঘা। তিনিও থাকছেন পুরো সিরিজে।
পরিবর্ত হিসাবে অস্ট্রেলিয়া থেকে ভারতে উড়ে এসেছেন জস ফিলিপস, বেন ম্যাকডারমট। তৃতীয় ম্যাচে গুয়াহাটিতে খেলতেও পারেন দুজনে। ডিসেম্বরের ১ তারিখে চতুর্থ ম্যাচের আগেই অজি দলের সঙ্গে যোগ দিচ্ছেন ক্রিস গ্রিন, বেন দোয়ারসুইস।
ভারত আপাতত পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে রয়েছে। গুয়াহাটিতে জিতলে ভারত সিরিজের দখল নেবে।
অস্ট্রেলিয়ার পরিমার্জিত স্কোয়াড:
ম্যাথু ওয়েড, জেসন বেহরনডর্ফ, টিম ডেভিড, বেন দোয়ারসুইস, নাথান এলিস, ক্রিস গ্রিন, আরন হার্ডি, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, জস ফিলিপস, তনভীর সংঘা, ম্যাট শর্ট, কেন রিচার্ডসন