/indian-express-bangla/media/media_files/2024/12/13/ADXWDMuSQQTXhgIwIhxC.jpg)
Indian Team: তৃতীয় টেস্ট জিততে মরিয়া টিম ইন্ডিয়া। (ছবি-বিসিসিআই)
India vs Australia 3rd test: এডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও তৃতীয় টেস্ট ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন জশ হ্যাজলউড। দলে ঢুকতে পারেন আকাশ দীপ। আর, রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় পার্থের মতই প্রথম একাদশে ফিরতে পারেন ওয়াশিংটন সুন্দর। সূত্রের খবর, জশ হ্যাজলউড অস্ট্রেলিয়ার প্রথম একাদশ ঢুকলে বাদ পড়বেন স্কট বোল্যান্ড।
বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের তৃতীয় ম্যাচ শনিবার ব্রিসবেনের গাব্বায় হতে চলেছে। তার আগে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে টিম ইন্ডিয়া ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। আর, এডিলেডে গোলাপি বলের টেস্ট ম্যাচে দিন-রাতের খেলায় অস্ট্রেলিয়া ১০ উইকেটে ভারতকে হারিয়েছে। যার ফলে, সিরিজ আপাতত ১-১। আর এই পরিস্থিতি থেকে সিরিজে এগিয়ে যেতে উভয় দলই গাব্বায় প্রাণপণ চেষ্টা চালাবে। সেই চেষ্টা চালাতে গিয়েই এডিলেডের প্রথম একাদশ বদলাচ্ছে উভয় দলই।
স্কট বোল্যান্ডের বদলে জশ হ্যাজলউড
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্পষ্ট জানিয়েছেন যে জশ হ্যাজলউড গাব্বায় প্রথম একাদশে ফিরে আসবেন। তিনি স্কট বোল্যান্ডের জায়গায় দলে ঢুকবেন। হ্যাজেলউড শুক্রবারই ইনজুরি থেকে মুক্তি পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে হ্যাজলউডের সঙ্গে অস্ট্রেলিয়ার সিমের আক্রমণ সামলাবেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। সাইড স্ট্রেনের কারণে গোলাপি বলের টেস্ট মিস করেছেন হ্যাজলউড। তাঁর স্থলাভিষিক্ত স্কট বোল্যান্ড এডিলেড ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। আর, অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
হর্ষিত রানার জায়গায় আকাশ দীপ
ভারতের নেট অনুশীলন দেখে উপস্থিত সকলেরই ধারণা হয়েছে, গাব্বার টেস্ট ম্যাচে আকাশ দীপ হর্ষিত রানার বদলে প্রথম একাদশে স্থান পেতে পারেন। আকাশ দীপ নেটে হর্ষিত রানার চেয়ে অনেক বেশি বোলিং করেছেন। তিনি কিছুক্ষণ ব্যাটিংও করেছেন। সহকারি কোচ রায়ান টেন ডোসচেট যখনই বাংলার বোলারের কাছে এসেছেন, তখনই তাঁকে সিলি-পয়েন্টে ফিল্ডিং করিয়েছেন। আবার, এমনও হতে পারে যে হর্ষিত রানাও থাকলেন। সেক্ষেত্রে পেসার সহায়ক ব্রিসবেনে চার পেসার নিয়ে খেলতে পারে টিম ইন্ডিয়া।
রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ওয়াশিংটন সুন্দর
অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ২০২১ সালে গাব্বাতে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন। চলতি সিরিজে ভারতের তৃতীয় টেস্টে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বদলে তিনি দলে ঢুককে পারেন। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বদলে ওয়াশিংটন পার্থ টেস্ট খেলেছেন। ২৫ বছর বয়সি ওয়াশিংটন পার্থের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ২৯ রান করেছিলেন। পাশাপাশি, দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন। তিন বছর আগে পার্থেই অভিষেক হয়েছিল ওয়াশিংটনের। সেই সময় এই দক্ষিণী যুবক প্রথম ইনিংসে ৬২ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেছিলেন। পাশাপাশি, বল হাতে চার উইকেটও নিয়েছিলেন।
আরও পড়ুন- ঘুম ভেঙেই দেখতে হবে ভারত-অস্ট্রেলিয়ার ব্রিসবেন টেস্ট! শনিবার কখন, কোন চ্যানেল অন করবেন
ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, নীতীশকুমার রেড্ডি, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ: নাথান ম্যাকসুইনি, উসমান খাজা, মারনাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড