IND vs AUS 4th T20I, Weather Update: টিম ইন্ডিয়ার 'মাথায় বাজ'! বৃষ্টিতে ভেস্তে যাবে চতুর্থ টি-২০?

IND vs AUS 4th T20I: রোমাঞ্চের পারদ এবার চড়তে শুরু করেছে। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। কুইন্সল্যান্ড স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টি-২০ ম্য়াচটি আগামী ৬ নভেম্বর আয়োজন করা হচ্ছে।

IND vs AUS 4th T20I: রোমাঞ্চের পারদ এবার চড়তে শুরু করেছে। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। কুইন্সল্যান্ড স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টি-২০ ম্য়াচটি আগামী ৬ নভেম্বর আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
IND vs AUS 4th T20I, Weather Update

ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্য়াচের ওয়েদার আপডেট

India vs Australia: রোমাঞ্চের পারদ এবার চড়তে শুরু করেছে। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। কুইন্সল্যান্ড স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টি-২০ ম্য়াচটি আগামী ৬ নভেম্বর আয়োজন করা হচ্ছে। এই সিরিজে কোন দল জয়লাভ করবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। হোবার্টে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল।

Advertisment

Ind vs Aus Live Cricket Score, 3rd T20I: অবশেষে জয়ে ফিরল ভারত, অজিদের হারাল ৫ উইকেটে

আর্শদীপ সিং গত ম্য়াচে বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। অন্যদিকে, ব্যাট হাতে 'সুন্দর' পারফরম্য়ান্স করলেন ওয়াশিংটন। তবে চতুর্থ টি-২০ ম্য়াচ কি বৃষ্টির কারণে ভেস্তে যাবে, তা নিয়ে ইতিমধ্য়ে সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। ম্য়াচের দিন কেমন থাকবে কুইন্সল্যান্ডের ওয়েদার, তা নিয়ে আসুন আলোচনা করা যাক।

Advertisment

Ind vs Aus HIghlights Cricket Score, 2nd T20I: লজ্জার হার ভারতের, কী বললেন ক্যাপ্টেন সূর্যকুমার?

চতুর্থ টি-২০ ম্যাচে বৃষ্টি হবে 'ভিলেন'?

ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্য়াচে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। আশা করা হচ্ছে, কুইন্সল্য়ান্ডে ম্যাচের দিন বরুণদেবের মেজাজ ঠিকঠাকই থাকবে। অর্থাৎ, সমর্থকরা ৪০ ওভারের ম্য়াচ উপভোগ করতে পারবেন।

IND vs AUS 1st T20I Cancelled: বৃষ্টিতেই সলিল-সমাধি, ভেস্তে গেল প্রথম টি-২০ ম্য়াচ

সিরিজের প্রথম ম্য়াচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। মেলবোর্নেও আবহাওয়া খুব একটা ভাল ছিল না। যদিও তৃতীয় টি-২০ ম্য়াচের পর চতুর্থ ম্য়াচেও আকাশ একেবারে পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। 

১-১ ব্যবধানে দাঁড়িয়ে সিরিজ

পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। মেলবোর্নে ক্যাঙারু ব্রিগেড দুর্দান্ত পারফরম্য়ান্স করে সূর্য অ্যান্ড কোম্পানিকে ৪ উইকেটে পরাস্ত করেছিল। যদিও হোবার্টে পালটা আঘাত হানে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাস্ত করে। তৃতীয় ম্য়াচে প্রথম একাদশে পরিবর্তন করেই সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া।

Ind vs Aus Live Cricket Score, 1st T20I: বৃষ্টিই ভিলেন, বাতিল হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্য়াচ

এই ম্যাচে ওয়াশিংটন সুন্দর মাত্র ২৩ বলে ৪৯ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। এই ইনিংসটাই গোটা ম্য়াচের রং বদলে দেয়। সিরিজে প্রথম ম্য়াচ খেলতে নামা আর্শদীপ সিংয়ের সামনেও ক্যাঙারু ব্যাটাররা কার্যত খেই হারিয়ে ফেলে। এই ম্য়াচে তিনি ৩ উইকেট শিকার করেছিলেন।

India vs Australia Suryakumar Yadav