IND vs AUS 1st Test in Perth update: আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার পার্থ-এ শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)। পার্থ মানেই বাউন্সি পিচ। এখানকার অপটাস স্টেডিয়ামে ম্যাচ হবে। পশ্চিম অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এটা অস্ট্রেলিয়া, এটা পার্থ। এই পিচে ভালো গতি, ভালো বাউন্স আছে।'
কিউরেটরের ধারণা, গত বছর পাকিস্তানের এই পিচে যেমন অভিজ্ঞতা হয়েছিল, ভারতেরও তাই হবে। তাঁর কথায়, 'আমি গত বছরের মত নিখুঁত পিচ বানাচ্ছি।' ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তিনি পিচে দশ মিলিমিটার ঘাস রাখছেন। তাঁর কথায়, '১০ মিলিমিটার ঘাস থাকছে। গতবছরও তাই ছিল। পিচ জীবন্ত থাকবে, পিচে গতি থাকবে। দু'দলের পেসাররাই গত বছর এই পিচে সুবিধা পেয়েছে। আবার ভালো ব্যাটাররা বড় রান করেছে। তাঁদের কোনও অসুবিধা হয়নি।'
তিনি এখানে ভালো ব্যাটার বলতে নিশ্চিতভাবে পেসারদের দুর্দান্ত খেলতে পারে, এমন ব্যাটারদের কথাই বুঝিয়েছেন।
সময়সূচি
প্রথম টেস্ট: ২২-২৬ নভেম্বর: পার্থ স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট: ৬-১০ ডিসেম্বর: অ্যাডিলেড, ওভাল তৃতীয় টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর: গাব্বা, ব্রিসবেন
চতুর্থ টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর: এমসিজি, মেলবোর্ন পঞ্চম টেস্ট: ৩-৭ জানুয়ারি: এসসিজি, সিডনি
ভারতও জানে অস্ট্রেলিয়া মানেই দ্রুতগতির পিচ। আর, সেই কারণে দেশের সেরা পেস ব্যাটারিদের নিয়েই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া গিয়েছে। মহম্মদ শামি এই পিচে ভালো খেল দেখাতে পারতেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। যাইহোক শামি বুধবার বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভালো খেলে দেখাতে পারলে তিনি সিরিজে ডাক পেতে পারেন।
ভারতের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকছেন বুমরা। তিনি রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্ট-এ দলকে নেতৃত্ব দিতে পারেন। তবে, শুধু পার্থ-এর কথা বলা হলেও অ্যাডিলেড, গাব্বা, মেলবোর্ন, সিডনির পিচও কোনও অংশেই কম পেস সহায়ক নয়। মহম্মদ সিরাজরা এই পিচে ভালোই ভেলকি দেখাবেন বলেই টিম ইন্ডিয়ার আশা। পাশাপাশি, দলের প্রথমসারির ব্যাটারদের বেশিরভাগই পেস খেলতে ওস্তাদ। সেই কারণে অস্ট্রেলিয়ার পিচ নিয়ে বিশেষ ভয় পাচ্ছে না টিম ইন্ডিয়াও।
READ THE FULL ARTICLE IN ENGLISH