/indian-express-bangla/media/media_files/2024/10/26/gRyIbXmchTr9nm8QuD2x.jpg)
Team India: বড়সড় বদল ঘটল ভারতের স্কোয়াডে (বিসিসিআই)
Team India squad for 1st Test: অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের ওপরেও আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে ভরসা রাখতে হচ্ছে ভারতকে। গত ডাউন আন্ডার সিরিজেও যেমন ফ্যাসাদে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার অনেকটা সেরকম পরিস্থিতির মুখে টিম ইন্ডিয়া।
শুভমান গিল ম্যাচ সিমুলেশন-এর সময়ে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন। কোচ মর্নি মর্কেল শুক্রবারের ম্যাচে গিলকে পাওয়া নিয়ে আশাবাদী হলেও বাস্তব পরিস্থিতির বিচারে গিলের প্ৰথম টেস্টে খেলার সম্ভবনা নেই। রোহিত শর্মা এমনিতেই সন্তান জন্মের পর প্ৰথম টেস্ট থেকে ছুটি নিয়েছেন। এমন অবস্থায় টিম ইন্ডিয়ার স্কোয়াডে কিছুটা রদবদল হয়েছে ম্যাচের ৪৮ ঘন্টা আগে।
ডেকে নেওয়া হয়েছে দেবদূত পাড়িক্কল এবং ইয়াশ দয়ালকে। দেবদূত পাড়িক্কল এ দলের হয়ে প্রস্ততি ম্যাচে অংশ নিয়েছিলেন। ধ্রুব জুরেলের সঙ্গে তিনি দুই প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছিলেন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঝকঝকে ইনিংস খেলেছিলেন।
তাই দলের কঠিন সময়ে দেবদূত পাড়িক্কলকে মূল দলের সঙ্গে যোগ করে নেওয়া হল। ঘটনাচক্রে ঘরের মাঠে বাংলাদেশ, নিউজিল্যান্ডের টেস্টের স্কোয়াডে জায়গা পাননি দেবদূত পারিক্কল।
অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ঝকঝকে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তারপরে সেভাবে সুযোগ জোটেনি তাঁর। এবার সরাসরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেভিওয়েট সিরিজে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর। প্ৰথম টেস্টেও তাঁর খেলার সম্ভবনা প্রায় পাকা।
এদিকে ট্র্যাভেলিং রিজার্ভ স্কোয়াডে থাকা খলিল আহমেদ অনুশীলনের সময় চোট পাওয়ায় তাঁকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর জায়গায় স্কোয়াডে যোগ করা হয়েছে ইয়াশ দয়ালকে। যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াডে ছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us