Advertisment

IND vs AUS Final Highlights: হেড-লাবুশেনের ব্যাটে চূর্ণ ভারতের বিশ্বকাপ স্বপ্ন! ফাইনালে ট্র্যাজেডির শিকার রোহিতরা

World Cup 2023, India vs Australia Final Highlights: ছয় উইকেটে জয়ী অজি শিবির।

Subhasish Hazra এবং Rajit Das
New Update
ICC world champion Australia

জয়ের পরই সেলিব্রেশন মুডে অজি ক্রিকেটাররা। (সূত্র: আইসিসি)

IND vs AUS ICC World Cup 2023 Final Highlights in Bengali:

Advertisment

টানা ১১ ম্যাচ জিতে বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন রোহিত-কোহলি, বুমরা, শামিরা। বিভোর ছিল গোটা ভারত। কিন্তু, সেই স্বপ্ন ফের থমকাল অস্ট্রেলিয়ার সামনে। ফের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। হেড-লাবুশেনের ব্যাটে চূর্ণ রোহিত-শামিরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নীল গ্যালারির গর্জনের মাঝেই ছয় উইকেটে জয়ী প্যাট কামিন্সরা।

ব্যাট করতে নেমে শুভমানকে শুরুতেই হারালেও দুরন্ত শুরু করেছিলেন রোহিত-কোহলি। কিন্তু, ভাগ্য সাথ দেয়নি, 'হিটম্যান'-এর। ৪৭ রানে ম্যাক্সওয়েলের বলে ট্রাভিস হেডের দুরন্ত ক্যাচে আউট হন রোহিত। তারপরই প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স আইয়ার। অর্ধশত করলেও কোহলিকেও থামতে হয় ৫৬ রানে। কামিন্সের বলে বোল্ড হন কোহলি। রোহিত-কোহলিরা যখন ক্রমশই প্যাভেলিয়নে ফিরছেন তখন ভারতের ইনিংসকে টেনে নিয়ে গিয়েছেন কেএল রাহুল। এরপর শামি, বুমরারা আর বেশিক্ষণ স্থায়ী হননি ক্রিজে। ৫০ ওভারে ২৪০ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

টার্গেট ২৪১। এই অবস্থায় শুরুতেই বুমরাকে পিটিয়ে তুলোধনা করেন হেড। এরপরই জোর ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্যাভেলিয়নে ফেরেন ওয়ার্নার, মার্শ, স্মিথ। সেই সময় ফের জ্বলে ওঠে ভারতীয়দের বদলার স্বপ্ন। কিন্তু, হেড এবং লাবুশেনের অনবদ্য ইনিংসের সামনে উধাও হয়ে যায় শামি, বুমরা, কুলদীপদের জাদু। খেলার রাশ ক্রমশ হাতে নিয়ে নেন হেড। বিশ্বকাপ ফাইনালে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সহায়তা করেন লাবুশেন। জয়ের জন্য দুই রান বাকি থাকতে মহম্মদ সিরাজের বলে আউট হন হেড। অস্ট্রেলিয়া মাত্র চার উইকেট হারিয়েই ২৪১ রান তুলে নেয়। আবারও ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অজিবাহিনী।

  • Nov 19, 2023 21:54 IST
    খুশির মূহূর্ত

    একে অপরে জড়িয়ে ধরে সেলিব্রেশন



  • Nov 19, 2023 21:46 IST
    মোদীর বার্তা

    রোহিতদের কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী



  • Nov 19, 2023 21:36 IST
    বিশ্বজয়, আনন্দে আত্মহারা অজিরা, দেখুন ভিডিও

    জয়ের পরই দেখুন অজিদের সেলিব্রেশন



  • Nov 19, 2023 21:31 IST
    চোখের জলে মাঠ ছাড়লেন রোহিত

    স্বপ্ন সফল হয়নি। চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে অজিরা যখন সেলিব্রেশন মুডে তখন চোখের জল মুছতে মুছতে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাঠেও দর্শকদের চোখে জল। হতাশা মুখজুড়ে।



  • Nov 19, 2023 21:28 IST
    এই নিয়ে ষষ্ঠবার

    ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ সালের পর ফের ২০২৩ সালে বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া।



  • Nov 19, 2023 21:22 IST
    বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। হেড, লাবুশেনের ব্যাটে ভর করে ষষ্ঠবারের জন্য বিশ্বজয় অজিদের। অধরাই রয়ে গেলে ভারতের বদলা।



  • Nov 19, 2023 21:15 IST
    সেঞ্চুরি করে হেডের সেলিব্রেশন

    মাঠে হেডের সেলিব্রেশন



  • Nov 19, 2023 20:41 IST
    হেডের সেঞ্চুরি

    ৯৫ বলে ১০০ রান করলেন ট্রেভিস হেড।



  • Nov 19, 2023 20:06 IST
    ভারতের চিন্তা বাড়াচ্ছে শিশির

    শিশির পড়তে শুরু করেছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। মাঠকর্মীরা বাউন্ডারি রোপের সাহায্যে শুকনো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অজি দল টসে জিতে বোলিং নিয়েছিল। রান চেজ করার অন্যতম কারণ-ই ছিল শিশির ফ্যাক্টর।



  • Nov 19, 2023 19:56 IST
    হেডের হাফ-সেঞ্চুরি

    অর্ধশত রান করলেন ট্রাভিশ হেড। ৫৮ বলে ৫০ করে ক্রিজে এই অজি ব্যাটার।



  • Nov 19, 2023 19:54 IST
    অস্ট্রেলিয়ার সেঞ্চুরি পার

    শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা বেসামাল হয়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্রমশই পোক্ত হচ্ছে হেড-লাভুশেন জুটি। অর্ধশত রানের পার্টনারশিপ গড়ে ক্রিজে এই দুই অজি ব্যাটার। অস্ট্রেলিয়ার রান ২০ ওভারে ১০৩।



  • Nov 19, 2023 19:49 IST
    অস্ট্রেলিয়ার সেঞ্চুরি পার

    শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা বেসামাল হয়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্রমশই পোক্ত হচ্ছে হেড-লাভুশেন জুটি। অর্ধশত রানের পার্টনারশিপ গড়ে ক্রিজে এই দুই অজি ব্যাটার। অস্ট্রেলিয়ার রান ২০ ওভারে ১০৩।



  • Nov 19, 2023 19:42 IST
    ভারতের জন্য ক্যাপ্টেন সুনীল

    সোশ্যাল মিডিয়ায় ভারতকে সমর্থনের জোরালো আবেদন জানালেন সুনীল ছেত্রী। ভারতের বোলিং শুরু হওয়ার আগে সুনীল লিখে দিলেন, "স্টেডিয়ামে উপস্থিত প্রত্যেক সমর্থক এই বিষয়টি নিশ্চিত করুন, ভারতীয় বোলাররা প্রত্যেক ডেলিভারির আগে যেন বিশাল গর্জন শুনতে পায়। এই দল দশটা নিখুঁত ম্যাচ উপহার দিয়েছে। এবার আমাদের স্মরণীয় কিছু দেওয়ার সময় এসেছে। ছেলেদের লাইন পেরোতে সাহায্য করুন।"



  • Nov 19, 2023 19:30 IST
    ১৫ ওভার শেষে...

    ১৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেট হারিয়ে ৭৯।



  • Nov 19, 2023 19:20 IST
    বড় ভুল স্মিথের

    বুমরার স্লোয়ারে ঠকে গিয়ে লেগ বিফোর হওয়ার পর স্মিথ রিভিউ নেওয়া থেকে বিরত থাকলেন। সোজা গটগট করে প্যাভিলিয়নে হাঁটা দিলেন। পরে রিভিউয়ে দেখা বল অফস্ট্যাম্পের বাইরে পিচ করেছিল। অস্ট্রেলিয়ানরা কিন্তু সাধারণত বড় ম্যাচে এত বড় ভুল করেন না!



  • Nov 19, 2023 19:18 IST
    বল হাতে জাদেজা

    একাদশ ওভারে বল ঘোরালেন রবীন্দ্র জাদেজা। দিলেন ৫ রান।



  • Nov 19, 2023 17:57 IST
    চ্যাম্পিয়ন হতে টার্গেট ২৪১

    বিশ্বকাপ পেতে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৪১ রান।



  • Nov 19, 2023 17:56 IST
    ভারত ২৪০ অলআউট

    ৫০ ওভারে ভারত আলআউট ২৪০-এ। শেষ বলে রান নিতে গিয়ে আউট হলেন কুলদীপ যাদব (১৮ বলে ১০ রান) । নটআউট মহঃ সিরাজ। তাঁর সংগ্রেহে ৮ বলে ৯ রান।



  • Nov 19, 2023 17:43 IST
    ভারত ২২৭/৯

    হ্যাজেলউডের বলে ২৮ বলে ১৮ রান করে কটবিহাইন্ড সূর্যকুমার যাদব।



  • Nov 19, 2023 17:33 IST
    আউট শামি-বুমরাহ

    ১০ বল খেলে ৬ রানে আউট মহম্মদ শামি। ৩ বলে ১ রান করে আউট বুমরাহ। ৮ উইকেট হারাল ভারত



  • Nov 19, 2023 17:22 IST
    কিং কোহলির রেকর্ড

    বিশ্বকাপ ফাইনালে হাফ-সেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল ও ফাইনালে পঞ্চাশ বা তার বেশি রান করলেন কোহলি। 



  • Nov 19, 2023 17:18 IST
    ভারতের ব্যাটিং অর্ডারে অবাক রদবদল

    সূর্যকুমার ইনিংসের শেষ পর্যায়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেই সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতেই ব্যাটিং অর্ডারে রদবদল করল ভারত। সূর্যকুমার লম্বা সময়ের ইনিংস খেলার জন্য তৈরি নন। টেম্পারমেন্ট নিয়েও প্রশ্ন রয়েছে। তাই কঠিন পরিস্থিতিতে কোহলি আউট হওয়ার পর স্কাইকে না নামিয়ে ক্রিজে পাঠানো হয় রবীন্দ্র জাদেজাকে।



  • Nov 19, 2023 17:13 IST
    প্যাভিলিয়নে রাহুল

    ফাইনালে হাফ সেঞ্চুরি করে ভারতের ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছিলেন কেএল রাহুল। কিন্তু তিনিও এবার আউট। স্টার্কের বলে কট বিহাইন্ড রাহুল। ১০৭ বলে ৬৬ রান করেছেন রাহুল।



  • Nov 19, 2023 17:06 IST
    ভারতের ২০০

    ৪১.৫ ওভারে ভারতের ডবল সেঞ্চুরি।



  • Nov 19, 2023 17:02 IST
    দীর্ঘক্ষণ পর এল বাউন্ডারি

    প্রথম ১০ ওভারের শেষ বলে বাউন্ডারি মেরেছিল ভারত। তারপর ২৬তম ওভারে আসে বাউন্ডি। এরপর আরও দুই উইকেট হারিয়েছে ভারত। শেষে ৩৮.৫ বলে সূর্যকুমার যাদব চার মারলেন।



  • Nov 19, 2023 16:46 IST
    জাদেজা আউট

    কট-বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে রবীন্দ্র জাদেজা। হ্যাজেলউড শিকার ভারতের এই অলরাউন্ডার। ফাইনালে ২২ বলে ৯ রান করেছেন জাদেজা।



  • Nov 19, 2023 16:37 IST
    রাহুলের ৫০

    অর্ধশত রান করলেন কেএল রাহুল। কঠিন সময়ে ক্রিজে এসে ৮৬ বলে ৫০ রান করলেন উইকেটরক্ষর ব্যাটার।



  • Nov 19, 2023 16:31 IST
    অনবদ্য কামিংস

    বিশ্বকাপ ফাইনালে অনবদ্য প্যাট কামিংস। ৭ ওভার বল করে দিয়েছেন মাত্র ২৩ রান। তাঁর শিকার শ্রেয়াস আইয়ার ও বিরাট কোহলি।



  • Nov 19, 2023 16:25 IST
    কীভাবে আউট বিরাট কোহলি?

    কোলহির বোল্ডের মুহূর্ত



  • Nov 19, 2023 16:05 IST
    প্যাভিলিয়নে কোহলি

    ৫৪ রানে আউট প্যাট কামিংসের বলে বোল্ড হলেন বিরাট কোহলি।



  • Nov 19, 2023 16:03 IST
    কোহলির ৫০

    হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ৫৬ বলে ৫০ রান করেছেন তিনি। চলতি বিশ্বকাপে ন'বারের বেশি ৫০ বা তার বেশি রান এসেছে কোহলির ব্যাটে।



  • Nov 19, 2023 15:54 IST
    কোহলির ৫০

    হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ৫৬ বলে ৫০ রান করেছেন তিনি। চলতি বিশ্বকাপে ন'বারের বেশি ৫০ বা তার বেশি রান এসেছে কোহলির ব্যাটে।



  • Nov 19, 2023 15:50 IST
    এখনও কোহলি-রাহুল জুটির বাউন্ডারি নেই

    দশম ওভারের শেষ বলে শেষ বাউন্ডারি হয়েছিল। তারপর থেকে আর বাউন্ডারি মারতে পারেননি বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। এক রান করে নিয়েই স্কোর সচল রাখায় ধ্যান দিয়েছেন তাঁরা।



  • Nov 19, 2023 15:43 IST
    ৪-৬ নয়, ভারতের ধ্যান এখন পোক্ত জুটি

    কেএল রাহুল এবং বিরাট কোহলির একটি করে এরিয়াল পুলে,আঁতকে উঠেছিলেন স্টেডিয়াম ভর্তি দর্শক। কিন্তু বল ফিল্ডারদের থেকে দূরে পড়তেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন দর্শকরা। প্যাট কামিন্স তারতম্যের গতিনির্ভর শর্ট-পিচ বল করে ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে দাঁড় করাচ্ছেন। ইতিমধ্যেই তিনটি উইকেট হারিয়েছে ভারত। ফলে প্ররোচিত বোলিং করে দুই ব্যাটসম্যানের স্নায়ুর চাপ মাপতে চাইছেন অজিরা। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে এখন শুধু ভারতের হাতে রয়েছেন সূর্যকুমার যাদব। পোক্ত রানের জন্য় এখন শুধু প্রয়োজন দীর্ঘ পার্টনারশিপের। সিঙ্গলসেই ভরসা রাখছে এই জুটি।



  • Nov 19, 2023 15:31 IST
    ৪-৬ নয়, ভারতের ধ্যান এখন পোক্ত জুটি

    কেএল রাহুল এবং বিরাট কোহলির একটি করে এরিয়াল পুলে,আঁতকে উঠেছিলেন স্টেডিয়াম ভর্তি দর্শক। কিন্তু বল ফিল্ডারদের থেকে দূরে পড়তেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন দর্শকরা। প্যাট কামিন্স তারতম্যের গতিনির্ভর শর্ট-পিচ বল করে ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে দাঁড় করাচ্ছেন। ইতিমধ্যেই তিনটি উইকেট হারিয়েছে ভারত। ফলে প্ররোচিত বোলিং করে দুই ব্যাটসম্যানের স্নায়ুর চাপ মাপতে চাইছেন অজিরা। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে এখন শুধু ভারতের হাতে রয়েছেন সূর্যকুমার যাদব। পোক্ত রানের জন্য় এখন শুধু প্রয়োজন দীর্ঘ পার্টনারশিপের। সিঙ্গলসেই ভরসা রাখছে এই জুটি।



  • Nov 19, 2023 15:13 IST
    রানে সেঞ্চুরি ভারতের

    ১৬ ওভার শেষে ভারতের রান ১০১/৩।



  • Nov 19, 2023 15:07 IST
    বিশ্বকাপ হাতে শচিন

    ফাইনাল শুরুর আগে বিশ্বকাপ হাতে শচিন তেন্ডুলকর।



  • Nov 19, 2023 14:53 IST
    আউট শ্রেয়স আইয়ার

    ক্রিজে নেমেই আউট শ্রেয়স আইয়ার। রোহিতের আউটের পরে ওভারেই ফিরলেন শ্রেয়স। ভারত হঠাৎ ব্যাটিং বিপর্যয়ের মুখে। ব্যাক অফ দ্য লেন্থের বল কট বিহাইন্ড হয়ে ফিরলেন শ্রেয়স। ফাইনালের প্ৰথম উইকেট পেলেন কামিন্স।



  • Nov 19, 2023 14:53 IST
    প্যাভিলিয়নে রোহিত

    ম্যাক্সওয়েলের বলে ট্র্যাভিস হেডের দুরন্ত ক্যাচে আউট রোহিত শর্মা। ফাইনালে ৩১ বলে ৪৭ রান করলেন 'হিটম্যান'।



  • Nov 19, 2023 14:35 IST
    অপ্রতিরোদ্ধ কোহলি-বিরাট

    ভারতের বিপক্ষেই দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা তুলে ধরছে অজিরা। তবে রোহিত-কোহলিদের থামিয়ে রাখা যাচ্ছে না। মিচেল স্টার্কের চতুর্থ ওভারে বাউন্ডারির হ্যাটট্রিক বিরাট কোহলির।

    ৭ ওভার শেষে ভারত ৫৪/১।



  • Nov 19, 2023 14:34 IST
    অপ্রতিরোদ্ধ কোহলি-বিরাট

    ভারতের বিপক্ষেই দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা তুলে ধরছে অজিরা। তবে রোহিত-কোহলিদের থামিয়ে রাখা যাচ্ছে না। মিচেল স্টার্কের চতুর্থ ওভারে বাউন্ডারির হ্যাটট্রিক বিরাট কোহলির।

    ৭ ওভার শেষে ভারত ৫৪/১।



  • Nov 19, 2023 14:34 IST
    অপ্রতিরোদ্ধ কোহলি-বিরাট

    ভারতের বিপক্ষেই দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা তুলে ধরছে অজিরা। তবে রোহিত-কোহলিদের থামিয়ে রাখা যাচ্ছে না। মিচেল স্টার্কের চতুর্থ ওভারে বাউন্ডারির হ্যাটট্রিক বিরাট কোহলির।

    ৭ ওভার শেষে ভারত ৫৪/১।



  • Nov 19, 2023 14:25 IST
    প্যাভিলিয়নে গিল

    ভারতের ব্যাটিংয়ের প্রথম রক্তের স্বাদ মাখিয়ে দিলেন মিচেল স্টার্ক। খাটো লেন্থের বল হালকা জ্যাব করতে গিয়ে জাম্পার হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন গিল।



  • Nov 19, 2023 14:15 IST
    ভারত বিনা উইকেটে ১৮

    ৩ ওভার শেষে ভারতের রান ১৮। ক্রিজে রোহিত শর্মা ও শুভমান গিল। আঁটোসাঁটো বোলিং মিচেল স্টার্কের।



  • Nov 19, 2023 14:02 IST
    টসে হেরে লাভ, না ক্ষতি?

    টসে হারলেও ভারতের ক্ষতি হল না। কারণ রোহিত জানিয়েই দিলেন, টসে জিতলে তিনি ব্যাটিংই নিতেন। এবং স্কোরবোর্ডে রান তোলার চেষ্টা করতেন। তবে ক্রিকেটীয় মহলের ব্যাখ্যা, ওয়াংখেড়ের মত পিচ হবে না আহমেদাবাদে।

    গ্রুপ পর্বে চারটি ম্যাচের মধ্যে তিনটি দলই চেজ করে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একই পরিসংখ্যান আইপিএলের দুটো ফাইনালেও। দুবার-ই চেজ করা দল জিতেছে। দ্বিতীয়ার্ধে ফ্লাডলাইটে ব্যাট করা মোটেও চ্যালেঞ্জিং হয় না। বল ব্যাটে দারুণভাবে আসে। কোনও সুইং, সিম ছাড়াই। এমনকি ইতিহাসও ভারতের পক্ষে নেই। শেষ তিনটে ওয়ার্ল্ড কাপের ফাইনালেও চেজ করা দল জয় পেয়েছে।



  • Nov 19, 2023 14:02 IST
    ফাইনালের আগে কোহলিকে কী উপহার শচিনের?

    "তুমি আমাদের গর্বিত করেছো!"



  • Nov 19, 2023 13:55 IST
    টসের মুহূর্ত

    ফাইনাল ম্যাচের টসের সময়কার ছবি।



  • Nov 19, 2023 13:51 IST
    টসে জিতে প্যাট কামিন্স বললেন...

    'আমরা প্ৰথমে বোলিং করব। দেখে মনে হচ্ছে শুকনো উইকেট। পরের দিকে শিশির পড়তে পারে। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি। তারপর আমরা কোনও ভুল করিনি। দারুণ মঞ্চ প্রস্তুত। ভারতীয়দের বিপক্ষে অনেক খেলেছি আমরা। সেমির একাদশই থাকছে ফাইনালে।'



  • Nov 19, 2023 13:50 IST
    টসের সময় কী বললেন রোহিত শর্মা?

    'আমি টসে জিতলে প্ৰথমে ব্যাটিং করতাম। বড় ম্যাচে স্কোরবোর্ডে রান তুলে রাখার চেষ্টা করতাম। এখানে প্রত্যেকবার খেলতে পারাটা দারুণ অভিজ্ঞতার হয়ে থেকেছে। প্রচুর দর্শক গ্যালারিতে হাজির থাকেন। ক্রিকেটের এই বড় ইভেন্টে আমাদের শান্ত থাকতে হবে। ফাইনালে অধিনায়কত্ব করতে পারাটা স্বপ্নের ছিল। জানি আমাদের সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের আপাতত ভালো খেলে ফিনিশিং লাইন পেরোতে হবে। মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এটা আমরা শেষ ১০ ম্যাচ ধরেই ধারাবাহিকতার সঙ্গে করে এসেছি। একই দল নামাচ্ছি আমরা।'



  • Nov 19, 2023 13:48 IST
    ভারতের প্রথম একাদশ

    রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ



Cricket Australia Cricket World Cup Australia ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team Australia Cricket Team
Advertisment