Gautam Gambhir press conference ahead of border gavaskar trophy: কয়েকদিন আগেই রোহিত-কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিকি পন্টিং। তারই পাল্টা এবার ধেয়ে এল গম্ভীরের মুখে। অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে অজি কিংবদন্তিকে ঝাপটা দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ।
অজি সফরে রওনা হওয়ার প্রাক্কালে বিদায়ী প্রেস কনফারেন্স-এ গম্ভীর বলে দিয়েছেন, "ভারতীয় ক্রিকেটকে রিকির এত বলার কী আছে! অস্ট্রেলিয়া নিয়ে ও ভাবুক। বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনেই ক্রিকেটকে এখনও আগের মতই প্যাশনেট। আরও অর্জন করতে চায় ওঁরা। সাফল্যের জন্য ওঁরা এখনও উদগ্রীব। বছরের পর বছর ধরে দেশের হয়ে দারুণ পারফর্ম করে চলেছে ওঁরা।"
"এমনকি দলের বাকিরাও দারুণ পারফর্ম করে চলেছে। দলগতভাবে আমরা আরও উন্নতি করব। বিরাট, রোহিতকে নিয়ে আমার উদ্বেগের কোনও জায়গাই নেই।"
কোহলিকে নিয়ে কী বলেছিলেন পন্টিং
কোহলির ফর্ম নিয়ে উদ্বিগ্ন পন্টিং বলেছিলেন, "আমি বিরাটকে নিয়ে একটা স্ট্যাটাস দেখলাম। সেখানে বলা হয়েছে যে ও গত পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন। এটা আমার কাছে সঠিক তথ্য বলে মনে হয়নি। তবে যদি তথ্যটা সত্যি হয়, তবে আমি বলব যে এটা উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এমন টপ-অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে এমন কেউ নেই, যে পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে। অন্য কেউ হলে সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যেত না।"
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে কোহলি ৬ ইনিংসে মাত্র ৯৩ রান করেছেন। গড় ছিল ১৫.৫০। ভারত এই সিরিজে কিউইদের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। চলতি বছরের শুরু থেকে, কোহলির গড় ছয়টি টেস্টে মাত্র ২২.৭২।
তাঁর অভিষেক হয়েছিল ২০১১ সালে। তারপর থেকে কোহলির পারফরম্যান্স কখনও এতটা খারাপ হয়নি। আর, এই খারাপ পারফরম্যান্সের জন্য তিনি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও পিছলে গিয়েছেন। সেরা ২০-র তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন। যা, গত ১০ বছরের মধ্যে প্রথমবার ঘটল।
গম্ভীর অবশ্য পন্টিংয়ের এই উদ্বেগ ফুঁ মেরে উড়িয়ে দিয়েছেন। বর্ডার গাভাসকার ট্রফির পাঁচ টেস্ট শুরুর আগে টিম ইন্ডিয়া কোচ বলেছেন, "বিরাট, রোহিতকে নিয়ে একটুও উদ্বিগ্ন নই। ওঁরা মানসিকভাবে ভীষণ শক্তপোক্ত মানুষ। দেশের হয়ে বছরের পর বছর ভালো খেলে এসেছে। আগামীদিনেও সেটা জারি থাকবে। আমার দায়িত্ব হল, ওঁদের সাফল্যের খিদে যেন ঠিকঠাক বজায় থাকে এবং কঠোর পরিশ্রম চালিয়ে যায়, সেটা সুনিশ্চিত করা"
READ THE FULL ARTICLE IN ENGLISH
Gautam Gambhir takes a dig at Ricky Ponting: কোহলি-রোহিতকে নিয়ে কথা বলার ও কে! পন্টিংকে ছিঁড়েখুঁড়ে একশা করলেন কোচ গম্ভীর
Gautam Gambhir press conference: সোমবারই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকার ট্রফি খেলতে। তার আগে রিকি পন্টিংকে একহাত নিলেন গম্ভীর। দিলেন বড় পরামর্শ।
Follow Us
Gautam Gambhir press conference ahead of border gavaskar trophy: কয়েকদিন আগেই রোহিত-কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিকি পন্টিং। তারই পাল্টা এবার ধেয়ে এল গম্ভীরের মুখে। অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে অজি কিংবদন্তিকে ঝাপটা দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ।
অজি সফরে রওনা হওয়ার প্রাক্কালে বিদায়ী প্রেস কনফারেন্স-এ গম্ভীর বলে দিয়েছেন, "ভারতীয় ক্রিকেটকে রিকির এত বলার কী আছে! অস্ট্রেলিয়া নিয়ে ও ভাবুক। বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনেই ক্রিকেটকে এখনও আগের মতই প্যাশনেট। আরও অর্জন করতে চায় ওঁরা। সাফল্যের জন্য ওঁরা এখনও উদগ্রীব। বছরের পর বছর ধরে দেশের হয়ে দারুণ পারফর্ম করে চলেছে ওঁরা।"
"এমনকি দলের বাকিরাও দারুণ পারফর্ম করে চলেছে। দলগতভাবে আমরা আরও উন্নতি করব। বিরাট, রোহিতকে নিয়ে আমার উদ্বেগের কোনও জায়গাই নেই।"
কোহলিকে নিয়ে কী বলেছিলেন পন্টিং
কোহলির ফর্ম নিয়ে উদ্বিগ্ন পন্টিং বলেছিলেন, "আমি বিরাটকে নিয়ে একটা স্ট্যাটাস দেখলাম। সেখানে বলা হয়েছে যে ও গত পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন। এটা আমার কাছে সঠিক তথ্য বলে মনে হয়নি। তবে যদি তথ্যটা সত্যি হয়, তবে আমি বলব যে এটা উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এমন টপ-অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে এমন কেউ নেই, যে পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে। অন্য কেউ হলে সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যেত না।"
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে কোহলি ৬ ইনিংসে মাত্র ৯৩ রান করেছেন। গড় ছিল ১৫.৫০। ভারত এই সিরিজে কিউইদের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। চলতি বছরের শুরু থেকে, কোহলির গড় ছয়টি টেস্টে মাত্র ২২.৭২।
তাঁর অভিষেক হয়েছিল ২০১১ সালে। তারপর থেকে কোহলির পারফরম্যান্স কখনও এতটা খারাপ হয়নি। আর, এই খারাপ পারফরম্যান্সের জন্য তিনি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও পিছলে গিয়েছেন। সেরা ২০-র তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন। যা, গত ১০ বছরের মধ্যে প্রথমবার ঘটল।
গম্ভীর অবশ্য পন্টিংয়ের এই উদ্বেগ ফুঁ মেরে উড়িয়ে দিয়েছেন। বর্ডার গাভাসকার ট্রফির পাঁচ টেস্ট শুরুর আগে টিম ইন্ডিয়া কোচ বলেছেন, "বিরাট, রোহিতকে নিয়ে একটুও উদ্বিগ্ন নই। ওঁরা মানসিকভাবে ভীষণ শক্তপোক্ত মানুষ। দেশের হয়ে বছরের পর বছর ভালো খেলে এসেছে। আগামীদিনেও সেটা জারি থাকবে। আমার দায়িত্ব হল, ওঁদের সাফল্যের খিদে যেন ঠিকঠাক বজায় থাকে এবং কঠোর পরিশ্রম চালিয়ে যায়, সেটা সুনিশ্চিত করা"
READ THE FULL ARTICLE IN ENGLISH