Advertisment

Gautam Gambhir on KL Rahul: রোহিত না খেললে অস্ট্রেলিয়ায় ওপেনার টিম ইন্ডিয়ার বাতিল তারকা! সাংবাদিক সম্মেলনে ঝড় তুললেন গম্ভীর

Gautam Gambhir press conference ahead of Border Gavaskar Trophy: রোহিতের প্ৰথম টেস্টে নামা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে। তবে কেএল রাহুলকে ওপেনার হিসাবে খেলানোর পরিকল্পনা রয়েছে কোচ গম্ভীরের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gautam Gambhir, Team India

Gautam Gambhir press conference: অস্ট্রেলিয়ার রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে গম্ভীর (বিসিসিআই)

Gautam Gambhir to play KL Rahul as an opener: ব্যক্তিগত কারণে যদি রোহিত শর্মা প্ৰথম দুই টেস্টে খেলতে না পারেন, তাহলে কেএল রাহুলকে ওপেনার হিসাবে দেখা যেতে পারে। এমনটাই জানিয়ে দিলেন জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

Advertisment

বর্ডার গাভাসকার ট্রফির বল গড়ানোর জন্য আর মাত্র ১১ দিন বাকি রয়েছে। তবে এখনও স্পষ্ট নয় রোহিত পারথে প্ৰথম টেস্ট খেলতে পারবেন কিনা! সফরে রওনা হওয়ার আগে বিদায়ী সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর আস্থা রেখেছেন কেএল রাহুলের ওপর।।

মুম্বইয়ে গম্ভীর জানিয়েছেন, "দেখুন রোহিতের খেলা নিয়ে এই মুহূর্তে কোনও কনফার্মেশন নেই।পরিস্থিতি যেরকম এগোবে, সেরকম তথ্য জানিয়ে দেব আমরা। রোহিত সিরিজ খেলার জন্য এভেলেবল রয়েছে। সমস্ত তথ্য সিরিজ শুরুর আগে জানিয়ে দেওয়া হবে।"

গম্ভীর সরাসরি না জানলেও রোহিত সম্ভবত পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে নামতে পারবেন না সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য। রোহিত যদি কোনও কারণে পারথে নামতে না পারেন, তাহলে জসপ্রীত বুমরাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে। এননটাই জানিয়ে দিয়েছেন কোচ গম্ভীর। যাঁকে হেভিওয়েট সিরিজে ভাইস ক্যাপ্টেন হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে ক্যাপ্টেন রোহিত শুধু নন, টিম ইন্ডিয়া মিস করবে ওপেনার রোহিতকেও। সমাধান করে দিয়ে গম্ভীর জানাচ্ছেন, রোহিতের জায়গায় ওপেনার হিসাবে তাঁর আস্থা রয়েছে কেএল রাহুলের ওপর। ভারতীয় এ দলের হয়ে একদমই ছন্দে দেখা যায়নি কেএল রাহুলকে। স্কট বোল্যান্ডের সুইংয়ে পরাস্ত হয়েছিলেন তিনি।

গম্ভীর বলছেন, "স্কোয়াডে অভিমন্যু ঈশ্বরণ রয়েছে। কেএল রাহুল রয়েছে। রোহিত খেলতে না পারলে ম্যাচের আগে আমরা ওপেনার চূড়ান্ত করব। এমন নয় যে স্কোয়াডে কোনও অপশন নয়। একাধিক অপশন রয়েছে।"

ধরা হচ্ছিল প্ৰথম এগারোয় কেএল রাহুলের জায়গা পাওয়ার লড়াই মিডল অর্ডারে। এখন ব্যাক আপ ওপেনার হিসাবেও তাঁকে ভাবছেন গম্ভীর। বলেছেন, "এটাই ওঁর কোয়ালিটি। ও টপ অর্ডারে ব্যাটিং করতে পারে। ৩ নম্বরে এমনকি ৬ নম্বরেও ব্যাট করতে পারে। প্রতিভা না থাকলে এত পজিশনে খেলায় সাবলীল হতে পারে না কেউ!"

কেএল রাহুলের এই বহুমুখী প্রতিভার জন্য যে কোনও ফরম্যাটে খেলতে পারে। "একদিনের ক্রিকেটে ও উইকেটকিপার হিসাবে দায়িত্ব পালন করেছে। বিশ্বে কটা দেশে এমন তারকা রয়েছে যে ওপেন করতে পারে, আবার ৬ নম্বরেও ব্যাটিং করতে পারে। আমার মনে হয় প্রয়োজন পড়লে ও আমাদের চাহিদা মত খেলতে সক্ষম। বিশেষ করে রোহিত যদি প্ৰথম টেস্ট খেলতে না পারে।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

KL Rahul Team-India Indian Team Border-Gavaskar Trophy Gautam Gambhir Team India Indian Cricket Team India Cricket Team Team India
Advertisment