Advertisment

অস্ট্রেলিয়ায় ইতিহাস ভারতের, এ শুধু টুইটের দিন

সোমবার সিডনিতে বিরাট কোহলি যে মাইলফলক লিখলেন তা সোনার হরফে বাঁধানো থাকবে আজীবন। এই জয়গাথা বর্ণিত হবে যুগ যুগ ধরে। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা আর ধরে রাখতে পারলেন না আবেগ। বলার মঞ্চ হিসেবে বেছে নিলেন টুইটারকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

অস্ট্রেলিয়ায় ইতিহাস ভারতের, এ শুধু টুইটের দিন (ছবি-টুইটার/বিসিসিআই)

অস্ট্রেলিয়ায় ইতিহাস ভারতের, এ শুধু টুইটের দিন। সোমবার সিডনিতে বিরাট কোহলি যে মাইলফলক লিখলেন তা সোনার হরফে বাঁধানো থাকবে আজীবন। এই জয়গাথা বর্ণিত হবে যুগ যুগ ধরে। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা আর ধরে রাখতে পারলেন না আবেগ। বলার মঞ্চ হিসেবে বেছে নিলেন টুইটারকে। রাখলেন তাঁদের বক্তব্য়। শুভেচ্ছাবার্তায় ভেসে গেলেন কোহলি অ্যান্ড কোং।

Advertisment

আরও পড়ুন: সিডনিতে বিরুষ্কার ‘ভিকট্রি ওয়াক’, বিরাট বললেন গর্ব করার মতো এই জয়

ভারতের প্রাক্তন তারকাদের মধ্যে শচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগরা যেমন টুইট করে কোহলিদের শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক তেমনই অস্ট্রেলিয়ার মিচেল জনসন, গ্লেন ম্যাকগ্রা ও মিচেল ক্লার্করাও টুইটারে ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের প্রশংসা করেছেন।

Virat Kohli
Advertisment