IND vs AUS Day 4, 3rd Test Highlights Score Updates:মোট ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের সামনে ২৭৫ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছে। কিন্তু, ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল মিলে ৮ রান করার পরই ম্যাচ মন্দ আলো এবং বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত অমীমাংসিত ঘোষণা করা হয়। এর ফলে সিরিজের ফলাফল ১-১ রইল।
এর আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬ রানে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। ওপেনার খাজাকে তিনি ৭ বলে ২টি চার-সহ ৮ রান করার পরই ফিরিয়ে দেন। এরপর বুমরার বলেই মাত্র ১ রানে আউট হন মারনাস লাবুসেন। বুমরার সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন আকাশদীপও। তিনি ফিরিয়েছেন নাথান ম্যাকসুইনিকে। ২৫ বলে ৪ রান করেছেন ম্যাকসুইনি। তিনি পন্থের হাতে ধরা পড়েন। আকাশদীপ ফিরিয়েছেন মিচেল মার্শকেও। ১৩ বলে ২ রান করে মার্শ বিদায় নিয়েছেন। স্মিথ ৫ বলে ৪ রান করে সিরাজের বলে পন্থের হাতে ধরা পড়েন। সিরাজ ফেরান হেডকেও। ১৯ বলে ২টি চার-সহ ১৭ রান করে হেড ধরা পড়েন পন্থের হাতে। বুমরার বলে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। ১০ বলে ২টি চার, ২টি ছয়-সহ ২২ রান করে কামিন্স কেএল রাহুলের হাতে ধরা পড়েন।
আবহাওয়ার দুর্বিপাকে গাব্বায় ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। এই ম্যাচে প্রথম ইনিংসে ভারতকে ২৬০ রানে থামিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চেয়ে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৮৫ রানে পিছিয়ে খেলা শেষ করে। অস্ট্রেলিয়া মঙ্গলবার ভারতকে ফলো অন করানোর চেষ্টা করেছিল। কিন্তু, ভারত মঙ্গলবার আকাশদীপের সৌজন্যে ২৪৬ রানের সীমা অতিক্রম করায় অস্ট্রেলিয়াকে বুধবার ফের ব্যাট করতে নামতেই হয়েছে।
মঙ্গলবার ভারতের যখন ৯ম উইকেটের পতন ঘটে তখন দলের রান ছিল ২১৩। বুমরা কেবল ১০ রান করেছেন। ফলে, আকাশদীপকে বাদ দিয়ে সেই রান দাঁড়িয়েছে ২২৩। এই পরিস্থিতিতেই আকাশদীপের চওড়া ব্যাট ভারতকে ফলোঅনের সীমানা পার করিয়েছে। তারপরই উল্লাসে ফেটে পড়ে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম। অস্ট্রেলিয়ার গুরুত্বপূুর্ণ বোলার জশ হ্যাজলউড চোট পাওয়ায় মঙ্গলবার থেকে খেলতে পারেননি।
-
Dec 18, 2024 11:26 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: আবহাওয়ার দুর্বিপাকে অবশেষে গাব্বা টেস্ট ড্র
অমীমাংসিত গাব্বা টেস্ট। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৪৪৫ রান। দ্বিতীয় ইনিংসে ৮৯/৭ করে ডিক্লেয়ার ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া চেয়েছিল ভারতকে হারাতে। জয়ের জন্য মরিয়া অস্ট্রেলিয়া ভারতের সামনে ২৭৫ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল। কিন্তু, আবহাওয়ার দুর্বিপাকে আর সেটা সম্ভব হল না। ভারত প্রথম ইনিংসে তুলেছে ২৬০ রান। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ৮ রান তোলার পরই আলো কমে যায়। খেলা বন্ধ হয়ে যায়। তারপরই চা বিরতি চলে আসে। এরপর শুরু হয় ভারী বৃষ্টি। ফলে খেলা ফের চালু করা আর সম্ভব হয়নি।
-
Dec 18, 2024 10:25 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: প্রত্যাশামতোই অস্ট্রেলিয়ার ২য় ইনিংস ডিক্লেয়ার, ভারী বৃষ্টিতে খেলায় বিরতি
জয়ের ছকে ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের সামনে ২৭৫ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছে। কিন্তু, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ৮ রান তোলার পরই মন্দ আলোয় খেলা বন্ধ হয়ে যায়। তারপরই চা চলে আসে চা বিরতির সময়। এরপর ভারী বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ রয়েছে।
-
Dec 18, 2024 09:55 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: অস্ট্রেলিয়ার এখনও জয়ের ছক, লিড বাড়িয়ে হারাতে চাইছে ভারতকে
যে করেই হোক গাব্বা টেস্ট জয়ের চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া। এজন্য লিড বাড়িয়ে ভারতকে তাড়াতাড়ি ধসিয়ে দিতে মরিয়া প্যাট কামিন্সরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৮ ওভারে ৭ উইকেটে তুলেছে ৮৯ রান। কিন্তু, সবমিলিয়ে ভারতের থেকে এখন ২৭৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। এই রানটাই বাড়িয়ে ৩৫০ করে ভারতকে ব্যাট করানোর ফন্দি এঁটেছে কামিন্সরা। তাঁদের বোলাররা ভারতীয় ব্যাটাররা ওই রানের মধ্যেই ধসিয়ে দিতে পারবেন বলেই কামিন্সদের বিশ্বাস।
-
Dec 18, 2024 09:51 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: বুমরার তৃতীয় উইকেট শিকারএবার প্যাট কামিন্সকেও ফেরালেন জসপ্রীত বুমরা। ১০ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ২২ রান করা কামিন্স কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এর আগেই বুমরা ওপেনার উসমান খাজা ও মারনাস লাবুসেনের উইকেট নিয়েছিলেন। এর ফলে দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারে ৭ উইকেটে অস্ট্রেলিয়া তুলল ৮৯ রান। সবমিলিয়ে ভারতের থেকে এখন ২৭৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
-
Dec 18, 2024 09:30 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: স্মিথের পর হেডকেও ফেরালেন সিরাজ
বুমরা-আকাশদীপ জোড়া উইকেট নেওয়ার পর অজিদের দুর্গে হানা দিলেন সিরাজ। তিনিও নিলেন জোড়া উইকেট। ফেরালেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দুই অজি ব্যাটার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডকে। স্মিথ দ্বিতীয় ইনিংসে ৫ বলে ১টি চার-সহ ৪ রান করে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন। মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। হেড ১৯ বলে ২টি চার-সহ ১৭ রান করে ধরা পড়েন পন্থের হাতে।
-
Dec 18, 2024 09:11 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: সিরাজ ফেরালেন স্মিথকে
বুমরা-আকাশদীপ জোড়া উইকেট নেওয়ার পর অজিদের দুর্গে হানা দিলেন সিরাজ। ফেরালেন স্টিভ স্মিথকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্মিথ দ্বিতীয় ইনিংসে ৫ বলে ১টি চার-সহ ৪ রান করে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন। মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
-
Dec 18, 2024 09:03 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: এবার কামাল আকাশদীপের, নিলেন জোড়া উইকেট
বুমরার দেখাদেখি কামাল করতে শুরু করেছেন বাংলার আকাশদীপ। প্রথমে তিনি ফিরিয়েছেন নাথান ম্যাকসুইনিকে। অজি ওপেনার ২৫ বলে ৪ রান করেছেন। তারপর ফেরালেন মিচেল মার্শকে। ১৩ বলে ২ রান করে মার্শ বিদায় নেন। এর আগে মারনাস লাবুসেনকেও ফিরিয়ে দিলেন জসপ্রীত বুমরা। ৯ বলে ১ রান করে লাবুসেন ঋষভ পন্থের হাতে ধরা পড়েছেন। এর আগে বুমরা ফিরিয়ে দেন ওপেনার উসমান খাজাকে। ৭ বলে ২টি চার-সহ খাজা ৮ রান করেছেন।
-
Dec 18, 2024 08:41 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: ফের আঘাত বুমরার, ফিরলেন লাবুসেনও
এবার মারনাস লাবুসেনকেও ফিরিয়ে দিলেন জসপ্রীত বুমরা। ৯ বলে ১ রান করে লাবুসেন ঋষভ পন্থের হাতে ধরা পড়েছেন। এর আগে বুমরা ফিরিয়ে দেন ওপেনার উসমান খাজাকে। ৭ বলে ২টি চার-সহ খাজা ৮ রান করেছেন।
-
Dec 18, 2024 08:30 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: অস্ট্রেলিয়ার জয়ের ছকে ছোবল বুমরার, ফিরলেন খাজা
বিশেষজ্ঞরা যখন ধরে নিচ্ছেন এই ম্যাচ ড্র হতে চলেছে, তখনও জয়ের ছকে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। তারা সামান্য ব্যবধান বাড়িয়ে এদিনই টিম ইন্ডিয়াকে অল আউট করতে মরিয়া। আর, সেই সময়ই অজিদের মোক্ষম আঘাত হানলেন জসপ্রীত বুমরা। ফিরিয়ে দিলেন ওপেনার উসমান খাজা। ৭ বলে ২টি চার-সহ খাজা ৮ রান করেছেন।
-
Dec 18, 2024 08:02 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: আবহাওয়ার উন্নতি, দর্শকরা ফিরছেন আসনে
দর্শকরা আবার নিরাপদ আশ্রয় ছেড়ে নিজেদের আসনে ফিরে যাচ্ছেন। মার্ক নিকোলাস ইঙ্গিত দিয়েছেন, মধ্যাহ্নভোজের বিরতির পরই খেলা ফের চালু হতে পারে। বড় কভার ইতিমধ্যেই সরানো হয়েছে। শুধু পিচের নীল কভারটি এখনও আছে। মধ্যাহ্নভোজের বিরতি কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত আম্পায়াররা নেবেন।
-
Dec 18, 2024 07:07 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বা টেস্ট ড্র হলে কী হবে?
গাব্বা টেস্ট ড্র হলে ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য বাকি দুটো ম্যাচ জিততেই হবে। সেক্ষেত্রে ৬০.৫২ সিপিটি পেয়ে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১৩৮। আর এর বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের ফলাফল দাঁড়াবে ৩-১। এই সিরিজ যদি ২-২ হয়, তবে, ভারতের পয়েন্ট দাঁড়াবে ১২৬। পিসিটি হবে ৫৭.০১। অস্ট্রেলিয়া, এমন পরিস্থিতিতে, সিরিজের শেষে ১৩০ পয়েন্টে থাকবে। যার ফলে, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে দিতে পারে।
-
Dec 18, 2024 06:21 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: বজ্রপাতের আশঙ্কায় ক্রিকেটের নিয়ম
প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার সাইমন টাফেল ক্রিকেটবিধি ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, যখন বজ্রপাতের আশঙ্কা থাকে, আম্পায়ার তেমন কিছু দেখলে ৩০ সেকেন্ডের মধ্যে খেলা বন্ধ করে দেন। একেও ৩০/৩০ নিয়ম বলে।
Lightning in the area means we're off the ground.
— 7Cricket (@7Cricket) December 18, 2024
Simon Taufel explains the process from here #AUSvIND pic.twitter.com/1TYFGeMLCt -
Dec 18, 2024 06:08 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বায় বজ্রপাতের আশঙ্কা
আম্পায়াররা মাঠে উপস্থিত ভারতীয় খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলেছেন। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মাঠের বাইরে ডাগআউটে বসে থাকা ভারতীয় খেলোয়াড়দেরও ড্রেসিংরুমে ফিরে যেতে বলা হয়েছে। রক্ষীরা গ্যালারিতে হাজির দর্শকদের আচ্ছাদনের নীচে চলে যেতে বলেছে। সেই নির্দেশ শুনে দর্শকরা বাউন্ডারি লাইনের কাছে গ্যালারির সিটগুলো ছেড়ে দিয়েছেন। ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সেই কারণেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
-
Dec 18, 2024 05:55 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: হেডকে রাগিয়ে দিয়েছেন আকাশদীপ
এই সেই মুহূর্ত
Don't think Travis Head loved that 😂#AUSvIND pic.twitter.com/XzR6kIJZu5
— cricket.com.au (@cricketcomau) December 18, 2024 -
Dec 18, 2024 05:51 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: ভারত থামল ২৬০-এ, হ্যাজলউডের অভাবে হেডকে ব্যবহার কামিন্সের
হ্যাজলউড না থাকায় পঞ্চম বোলারের ঘাটতি পূরণ করতে ট্রাভিস হেডকে দিয়ে বল করালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের প্রথম ইনিংসের শেষ জুটি বুমরা ও আকাশদীপ যতটা সম্ভব ব্যাট করা চালিয়ে যেতে চাইছিলেন। কিন্তু, হেডই থামালেন টিম ইন্ডিয়াকে। গাব্বায় প্রথম ইনিংসে ভারত থামল ২৬০ রানে। অস্ট্রেলিয়ার চেয়ে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে পিছিয়ে ১৮৫ রানে। ভারতের লক্ষ্য টেস্ট ড্র। আর, এখনও জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অজিরা। আকাশদীপকে বল করে দিনটা শুরু করেছিলেন কামিন্স। আকাশদীপ তাঁর বলে রানও নিয়েছেন। এরপরই ৫ম বোলারের ঘাটতি মেটাতে কামিন্স বল করতে এনেছিলেন ট্রাভিস হেডকে। তাঁর বলেই আউট হলেন আকাশদীপ। ৪৪ বলে ৩১ রান করেছেন বাংলার পেসার। ইনিংসে আছে ২টি চার এবং ১টি ছয়।
-
Dec 18, 2024 05:30 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: হ্যাজলউডকে নিয়ে খারাপ খবর
চোটের জন্য পেসার জশ হ্যাজলউড টেস্ট সিরিজের বাকি অংশে না-ও থাকতে পারেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে। গাব্বায় তৃতীয় টেস্টের চতুর্থ দিনে হ্যাজলউড চোটের জন্য খেলার মাঝপথেই বিরতি নেন। পরে তাঁর স্ক্যান হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, 'জশ হ্যাজেলউডের ডান দিকের কাফ পেশিতে স্ট্রেন রয়েছে। তাই তিনি ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। মঙ্গলবার সকালে ওয়ার্মআপের সময় তিনি চোট পেয়েছিলেন। এক ওভারের বেশি বল করতে পারেননি। টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোতেও তিনি খেলতে না-ও পারেন। যথাসময়ে স্কোয়াডে ফিরবেন।'
-
Dec 18, 2024 05:23 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: নমস্কার, গাব্বায় তৃতীয় টেস্টের ৫ম দিনে স্বাগত
চতুর্থ দিনের নাটকীয় সমাপ্তির পর, ভারত বুধবার বর্ডার-গাভাসকার ট্রফিতে গাব্বা টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি স্নায়বিক সংঘর্ষে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের শেষ জুটি জসপ্রীত বুমরা এবং আকাশ দীপের সঙ্গে প্যাট কামিন্সের দলের লড়াই ছিল এক প্রশংসনীয় প্রতিরোধের চেষ্টা। ৪৫ বলে বুমরা-আকাশদীপ অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছেন। ভারতকে ফলো অন থেকে রক্ষা করেছেন। কামিন্সকে বাউন্ডারি হাঁকানোর পর মিড-উইকেটে একটি ছক্কা হাঁকান বাংলার আকাশদীপ। করেন ২৭ রান। এরপরই ফলো অন বাঁচায় ভারতীয় ড্রেসিংরুম উল্লাসে ফেটে পড়েছিল।
-
Dec 17, 2024 13:33 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বায় ৪র্থ দিনের সমাপ্তি, ভারত প্রথম ইনিংসে ২৫২/৯
গাব্বা টেস্টের চতুর্থ দিনে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রান তুলল ভারত। নৈশপ্রহরী থাকলেন জসপ্রীত বুমরা ও বাংলার আকাশদীপ। রবীন্দ্র জাদেজা চলে যাওয়ার পর ৯ উইকেট হারাতেই যখন মনে হচ্ছিল, টিম ইন্ডিয়ার লড়াই শেষ, সেই সময় দলের ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন আকাশদীপ ও জসপ্রীত বুমরা। চলতি টেস্টের প্রথম ইনিংসে আকাশদীপ ১টি উইকেট পেয়েছেন। আর, বুমরাও ৬টি উইকেট সংগ্রহ করেছেন। দু'জনে মিলেই ১০ম উইকেটে টেনে নিয়ে গেলেন ভারতের স্কোর। আকাশদীপ ২টি চার এবং ১টি ছয়-সহ ৩১ বলে ২৭ রান করে অপরাজিত রয়েছেন। আর, বুমরা এখনও পর্যন্ত ২৭ বলে ১০ রান করেছেন। তিনি ১টি ছয়ও মেরেছেন।
-
Dec 17, 2024 12:45 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: ফিরলেন জাদেজাও
পারলেন না রবীন্দ্র জাদেজা। দীর্ঘক্ষণ লড়াই করেছেন। কখনও কেএল রাহুলকে সঙ্গী করে। কখনও আবার নীতীশকুমার রেড্ডির সঙ্গে পার্টনারশিপ গড়ে। কিন্ত, শেষ পর্যন্ত ১২৩ বলে ৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৭৭ রান করেই থেমে গেল তাঁর ইনিংস। সেঞ্চুরি হল না। প্যাট কামিন্সের বলে তাঁর ক্যাচ ধরেছেন মিচেল মার্শ। তাঁর আগেই আউট হয়ে যান মহম্মদ সিরাজ। ফলে, ২১৩ রান ভারতের ৯ উইকেটের পতন ঘটে।
-
Dec 17, 2024 11:55 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: জাদেজার চেষ্টায় ২০০ পার করল ভারত
কেএল রাহুল ভারতকে ১০০ রানের সীমা অতিক্রম করতে সাহায্য করেছেন। তারপর রবীন্দ্র জাদেজার চেষ্টায় ২০০ রানের সীমা অতিক্রম করল ভারত। ফের বৃষ্টিতে খেলা সাময়িক বন্ধ হওয়ার আগে ভারত ৬২.২ ওভারে ৭ উইকেটে তুলেছে ২০১ রান। রবীন্দ্র জাদেজা ১০৯ বলে ৬৫ রান করেছেন। মেরেছেন ৬টি চার। মহম্মদ সিরাজ ৭ বলে ১ রান করে ক্রিজ আছেন। এর আগে নীতীশকুমার রেড্ডি ৬১ বলে ১টি চার-সহ ১৬ রান করেন। তিনি প্যাট কামিন্সের বলে বোল্ড হয়েছেন।
-
Dec 17, 2024 10:46 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: স্মিথের প্রশংসায় বর্ডার
গাব্বায় কেএল রাহুলকে দুর্ধর্ষ ক্যাচে আউট করায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথের প্রশংসায় মুখর হলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডার। গাব্বা টেস্টের প্রথম ইনিংসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এই ক্যাচ। আগের দিনই স্মিথ রাহুলের ৩৩ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলে দিয়েছিলেন। মঙ্গলবার তিনি ৮৪ রানের মাথায় রাহুলের ওই দুরন্ত ক্যাচটি ধরেন। তাঁর এই অসাধারণ ক্যাচ ধরায় মুগ্ধ স্বয়ং বর্ডার। চলতি সিরিজটি বর্ডার এবং গাভাসকারের নামে। সেই বর্ডার নিজে স্মিথের প্রশংসা করায় স্বভাবতই তা সকলের নজর কেড়েছে।
-
Dec 17, 2024 10:02 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: লড়াকু অর্ধশতক রবীন্দ্র জাদেজার
বল হাতে উইকেট পাননি। কিন্তু, অভিজ্ঞতাকে সঙ্গী করে ব্যাটিংয়ে ভারতকে টানছেন রবীন্দ্র জাদেজা। সঙ্গী, অস্ট্রেলিয়া সফরে দলের ধারাবাহিক সফল নীতীশকুমার রেড্ডি। আর, তাঁদের ওপর ভরসা করেই গাব্বার তৃতীয় টেস্ট ম্যাচে ভারত লড়াইয়ে ফেরার চেষ্টা চালাচ্ছে। কেএল রাহুল ১৩৯ বলে ৮৪ করেছিলেন। তাঁর সঙ্গে জুটি বেধেছিলেন জাদেজা। রাহুল আউট হওয়ার পরও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ৮৮ বলে ৬টি চার-সহ ৫২ করেছেন এই ভারতীয় ব্যাটার।
-
Dec 17, 2024 08:36 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: রাহুলের অবর্তমানে হাল ধরার চেষ্টায় জাদেজা
কেএল রাহুলের সঙ্গে মিলে তিনি গাব্বা টেস্টের প্রথম ইনিংসে জুটি গড়েছেন। ভারতীয় দলের প্রথমসারির ব্যাটাররা যখন ১, ৩, ৪, ৯-এ উইকেট ছুড়ে দিয়ে গিয়েছেন, সেই সময় কেএল রাহুলের সঙ্গে তাঁর জুটি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে ব্যক্তিগত ৮৪ এবং দলের ১৪১ রানের মাথায় আউট হয়েছেন। ১৩৯ বলে ৮টি চার-সহ ৮৪ রান করেছেন রাহুল। নাথান লিয়নের বলে তিনি স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন। মধ্যাহ্নভোজ পর্যন্ত ভারত ৪৯ ওভার ৬ উইকেটে ১৬৭। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা। ৭৭ বলে ৪টি চার-সহ করেছেন ৪১। নীতীশকুমার রেড্ডি ২০ বলে ১টি চার-সহ আপাতত ৭ রান করেছেন।
-
Dec 17, 2024 08:01 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: সেঞ্চুরি আর হল না রাহুলের
পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি বড় রান পেয়েছিলেন। কিন্তু, সেঞ্চুরি পাননি। গাব্বায় তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও তিনি বড় রান পেলেন। কিন্তু, পার্থের মত গাব্বাতেও সেঞ্চুরিটা করা হয়ে উঠল না কেএল রাহুলের। ব্রিসবেনে প্রথম ইনিংসে তিনি ১৩৯ বলে ৮টি চার-সহ ৮৪ রান করেছেন। নাথান লিয়নের বলে তিনি স্টিভ স্মিথের হাতে ধরা পড়েছেন। এর আগে একবার বেঁচে ফিরলেও রাহুলই টিম ইন্ডিয়াকে টুকটুক করে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সোমবার থেকে খেলছিলেন ভারতীয় দলের এই ওপেনার। তিনি আউট হওয়ায় টিম ইন্ডিয়া গাব্বার প্রথম ইনিংসে নিশ্চিতরূপে বড় ধাক্কা খেল।
-
Dec 17, 2024 07:07 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: কী হয়েছে হ্যাজলউডের?
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বোলার জশ হ্যাজলউড আহত। তিনি সকালে অনুশীলনের সময় পেশীর সমস্যায় পড়েছেন। এই অবস্থায় অনিয়মিত বোলার মিচেল মার্শ এবং এখনও পর্যন্ত চলতি সিরিজে তেমন দাগ কাটতে না পারা বোলার নাথান লিয়নের সঙ্গে দীর্ঘক্ষণ বোলিং করতে হবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে।
Josh Hazlewood is off for scans after reporting 'calf awareness' in this morning's warm up #AUSvIND pic.twitter.com/Gkr5qLQcFV
— 7Cricket (@7Cricket) December 17, 2024 -
Dec 17, 2024 06:49 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: বৃষ্টির বিরতি, আহত হ্যাজলউড
বৃষ্টিতে মঙ্গলবার প্রথমবারের জন্য থামল গাব্বা টেস্ট। ভারতীয় দল ১০৫/৫। কেএল রাহুল ১০৯ বলে ৭টি চার-সহ ৬৮ রান, রবীন্দ্র জাদেজা ১৮ বলে ৬ রান করে ক্রিজে রয়েছেন। তার মধ্যেই ভারতের কাছে সুখবর যে জশ হ্যাজলউড আহত। এই অবস্থায় অনিয়মিত বোলার মিচেল মার্শ এবং এখনও পর্যন্ত চলতি সিরিজে তেমন দাগ কাটতে না পারা বোলার নাথান লিয়নের সঙ্গে দীর্ঘক্ষণ বোলিং করতে হবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে।
-
Dec 17, 2024 06:30 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: অবশেষে ১০০ রান করল টিম ইন্ডিয়া
ব্রিসবেনের গাব্বায় অবশেষে ১০০ রানে পৌঁছল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া বিশাল ৪৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েছিলেন ভারতের প্রথমদিকের ব্যাটাররা। সোমবারটা কার্যত বৃষ্টিই বাঁচিয়ে দিয়েছে টিম ইন্ডিয়াকে। না-হলে বৃষ্টির মধ্যে সামান্যই খেলা হয়েছে। তাতেই ভারতের চার উইকেট পড়ে গিয়েছি। নৈশপ্রহরী ছিলেন কেএল রাহুল ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, গত কয়েকটি ম্যাচের মত গাব্বার প্রথম ইনিংসেও কার্যত দায়িত্বজ্ঞানহীনের মত মঙ্গলবার আউট হলেন রোহিত। এরপর ভারতের ইনিংস নিয়ে যখন আশঙ্কা তৈরি হয়েছিল, সেই সময় দলের হাল ধরেছেন কেএল রাহুল। তিনি রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
-
Dec 17, 2024 06:25 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: টুকটুক করে এগোচ্ছেন, রাহুলই ভারতের ভরসা
গাব্বায় ভারতের এখন বড় জুটি দরকার। কেএল রাহুল টুকটুক করে এগোচ্ছেন। তবে, তাতেই শেষ নয়। তাঁর সঙ্গে অন্য খেলোয়াড়দের বড় জুটি গড়তে হবে। রাহুলের সঙ্গে এখন রয়েছেন রবীন্দ্র জাদেজা। বোলার হিসেবে গাব্বা টেস্টে জাদেজা কিছুই করতে পারেননি। প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি। তবে, তিনি ব্যাটটাও ভালোই করেন। রাহুলের সঙ্গে তিনি যদি গোটা দিনটা ক্রিজে কাটিয়ে দিতে পারেন, তবে ভারত ড্র-এর দিকে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে।
-
Dec 17, 2024 06:02 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: রোহিত আউট, হাফ সেঞ্চুরি রাহুলের
রোহিত শর্মা আউট হলেও ভারতের খুশির খবর যে চলতি ম্যাচে গাব্বায় প্রথম ইনিংসে প্রথম ভারতীয় হিসেবে অর্ধশতক পূর্ণ করলেন কেএল রাহুল। তিনি ৮৫ বলে ৬টি চার-সহ ৫২ রান করেছেন। তার আগে আউট হয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক ২টি চার-সহ ২৭ বলে ১০ রান করেছেন। প্যাট কামিন্সের বলে রোহিতের ক্যাচ নেন অ্যালেক্স কেরি।
-
Dec 17, 2024 05:24 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: পারফরম্যান্স নিয়ে চিন্তিত টিম ইন্ডিয়া
জসপ্রীত বুমরা গাব্বায় দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু, বাকি ভারতীয় বোলাররা তাঁর মত কিছু করে দেখাতে পারেননি। যার ফলে অস্ট্রেলিয়া ভারতের সামনে বড় রানের লক্ষ্য খাড়া করেছে। তার ওপর ভারতীয় টপ অর্ডারের ব্যাটাররাও রীতিমতো হতাশ হয়ে ভেঙে পড়েছেন। এর জেরে চরম সমস্যায় টিম ইন্ডিয়া। ভারতের এই দুরবস্থা স্পষ্ট করে দিচ্ছে যে ক্রিকেটটা ১১ জনের খেলা। ব্যক্তিবিশেষের পারফরম্যান্সের ওপর ভর দিয়ে জেতা সবসময় সম্ভব নয়। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
-
Dec 17, 2024 05:20 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ দিনে সবাইকে স্বাগত, আবহাওয়ার পূর্বাভাস
ব্রিসবেন ম্যাচের প্রথম দিনের প্রায় গোটাটাই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। তৃতীয় দিনেও বারবার বৃষ্টির জন্য গাব্বায় খেলা বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার চতুর্থ দিনেও বিরাট সুখবর শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। তাঁরা জানাচ্ছেন মঙ্গলবার ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় ৩ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে গাব্বায়। আর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৮০%।
-
Dec 16, 2024 13:20 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বায় ৩য় দিনের শেষে ভারত ৫১/৪
গাব্বায় তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর দাঁড়াল ৫১/৪। নৈশপ্রহরী থাকলেন অধিনায়ক রোহিত শর্মা ও কেএল রাহুল। রোহিত ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি। রাহুল ৪টি চার-সহ ৬৪ বলে ৩৩। সোমবার সকাল থেকে বৃষ্টিতে ভুগছে গাব্বা টেস্ট। বলতে গেলে বৃষ্টির ফাঁকে খেলা হয়েছে। সোমবারই ৪৪৫ রানে অস্ট্রেলিয়াকে থামায় টিম ইন্ডিয়া। কিন্তু, ব্যাটিং করতে গিয়ে বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়ার লাইনআপ। মাত্র ২২ রানে ৩ উইকেট হারায় রোহিতের বাহিনী। ব্যক্তিগত ৪ রানে যশস্বী জয়সওয়াল ও ১ রানে শুভমন গিলকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। ১৬ বলে ৩ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন বিরাট কোহলি। প্যাট কামিন্সের বলে পন্থ অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন। করেছিলেন ১২ বলে ৯ রান। এর ফলে, ৪৪ রানে ৪ উইকেট হারায় টিম ইন্ডিয়া।
-
Dec 16, 2024 11:32 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: বৃষ্টি কমতে না কমতেই ফের বৃষ্টি
সোমবার সকাল থেকে বৃষ্টিতে ভুগছে গাব্বা টেস্ট। বলতে গেলে বৃষ্টির ফাঁকে খেলা হচ্ছে। বৃষ্টি কমতেই তোলা হচ্ছে পিচ কভার। শুরু হচ্ছে ম্যাচ। আবার যে কার সেই। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাচ্ছে। খেলোয়াড়রা প্যাভিলিয়নে ফিরছেন। পিচকে পিচকভার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এভাবেই চলছে। এই কিছুক্ষণ আগেই যেমন বৃষ্টি একটু ধরে আসায় সকলে আশার আলো দেখছিলেন। পিচকভার সরানো হয়েছিল। কখন খেলা শুরু হবে, সেই সময়ও স্থির হয়েছিল। কিন্তু, তারপর ফের বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় নতুন করে কভার দিয়ে ঢাকা হল ব্রিসবেনের পিচ।
-
Dec 16, 2024 11:13 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: ভারতীয় বোলিং নিয়ে ত্রুটি মানলেন মর্কেল
ভারতীয় বোলিংয়ের ত্রুটি মানলেন কোচ মর্নি মর্কেল। তিনি বলেছেন, 'ট্রাভিস হেড দুর্দান্ত ফর্মে আছে। সেই কৃতিত্বটা তাঁকে দিতেই হবে। তবে, আমাদের বোলিং ৫০ থেকে ৮০ ওভারের মধ্যে প্রচুর রান দিচ্ছে। এই জায়গাটা ঠিকঠাক করতে আমাদের চেষ্টা চালাতে হবে। বল পুরোনো হলেই ওঁরা আমাদের চাপে ফেলে দিচ্ছে। এই সমস্যা কীভাবে মেটানো যায়, সেটাও দেখতে হবে।'
-
Dec 16, 2024 10:19 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: পন্থের বিদায়ে চাপ বাড়ল টিম ইন্ডিয়ার ওপর
রান তেমন একটা করতে পারেননি। তবে, উইকেটে টিকেছিলেন। টেস্ট ক্রিকেটে যেটা সবচেয়ে আগে দরকার। কিন্তু, শেষ পর্যন্ত সেই ঋষভ পন্থের বিদায়ে ভারতের ওপর চাপ কয়েকগুণ বাড়ল। প্যাট কামিন্সের বলে পন্থ অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন। করেছিলেন ১২ বলে ৯ রান। তিনি আউট হওয়ায় ৪৪ রানে ৪ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।
-
Dec 16, 2024 09:58 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বায় বৃষ্টি যেন রীতিমতো লুকোচুরি খেলছে
এই বৃষ্টি হচ্ছে তো, আবার সব ঠিকঠাক। সোমবার সকাল থেকে গাব্বার আবহাওয়া যেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে লুকোচুরি খেলছে। আর, সেই বৃষ্টিই আপাতত বাঁচাচ্ছে টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়াকে ৪৪৫ রানে থামানোর পর সোমবার প্রথম ইনিংসের শুরুতেই বড় বিপর্যয়ের মুখে ভারত। মিচেল স্টার্ক জোর ধাক্কা দিয়েছেন টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে। ২ বল খেলে ব্যক্তিগত ৪ রানের মাথায় স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে দেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি ১টি চার মেরেছেন। এরপর তাঁর বদলি হিসেবে নেমে শুভমন গিল মাত্র ৩ বল খেলে ১ রান করে ফিরে যান। স্টার্কের বলে গিলের ক্যাচ নেন মিচেল মার্শ। গিল ফিরতেই ১৬ বলে ৩ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের আগে ভারতের রান দাঁড়ায় ২২/৩। বৃষ্টির ফাঁকে ফাঁকে খেলা শুরু হলে ব্যাটিং করছেন কেএল রাহুল ও ঋষভ পন্থ। কেএল রাহুল ৪৭ বলে ২টি চার-সহ ২১ রান করেছেন। ঋষভ পন্থ ১১ বলে করেছেন ৯ রান। ১৩ ওভারে ৩ উইকেটে ভারতের রান ৩৯।
-
Dec 16, 2024 08:05 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: মধ্যাহ্নভোজের আগে ভারত ২২/৩
অস্ট্রেলিয়াকে ৪৪৫ রানে থামানোর পর সোমবার প্রথম ইনিংসের শুরুতেই বড় বিপর্যয়ের মুখে ভারত। মিচেল স্টার্ক জোর ধাক্কা দিয়েছেন টিম ইন্ডিয়াকে। ২ বল খেলে ব্যক্তিগত ৪ রানের মাথায় স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে দেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি ১টি চার মেরেছেন। এরপর তাঁর বদলি হিসেবে নেমে শুভমন গিল মাত্র ৩ বল খেলে ১ রান করে ফিরে যান। স্টার্কের বলে গিলের ক্যাচ নেন মিচেল মার্শ। গিল ফিরতেই ১৬ বলে ৩ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের আগে ভারতের রান দাঁড়ায় ২২/৩।
-
Dec 16, 2024 08:00 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বার আকাশে সূর্যের লুকোচুরি, কখনও বৃষ্টি কখনও ঝলমলে আকাশ
-
Dec 16, 2024 07:31 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: ভারতকে শুরুতেই পরপর ধাক্কা স্টার্কের, ফিরলেন যশস্বী-গিল
অস্ট্রেলিয়াকে ৪৪৫ রানে থামানোর পর সোমবার ইনিংসের শুরুতেই মিচেল স্টার্কের থেকে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ২ বল খেলে ব্যক্তিগত ৪ রানের মাথায় মিচেল স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে দেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি ১টি চার মেরেছিলেন। এরপর তাঁর বদলি হিসেবে নেমে শুভমন গিল মাত্র ৩ বল খেলে ১ রান করে ফিরে যান। স্টার্কের বলে গিলের ক্যাচ নেন মিচেল মার্শ।
-
Dec 16, 2024 07:03 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: মাইলফলক ছুঁলেন বুমরা
সোমবার নতুন মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ম্যাচে ৫০টি টেস্ট উইকেট নিলেন। বুমরার গড় ১৭.৮২।
-
Dec 16, 2024 06:56 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: ৪৪৫-এ থামল অস্ট্রেলিয়া, কিন্তু ফের বৃষ্টিতে থমকাল ম্যাচ
গাব্বা টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪৪৫ রানে থামাল ভারত। আগেই থামানো যেত বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা পেসার সহায়ক পিচে স্পিনার রবীন্দ্র জাদেজাকে দিয়ে টানা বল করিয়ে যাচ্ছিলেন। যার ফলে অ্যালেক্স কেরি ও মিচেল স্টার্ক বেশ কিছুটা রান তুলে নেন। তার মধ্যেই জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে তাঁর ৬ষ্ঠ উইকেটটি নেন। বুমরার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিচেল স্টার্ক। ৩০ বলে ১টি ছয় এবং ১টি চার-সহ স্টার্ক করেছেন ১৮ রান। এরপর জাদেজাকে সরিয়ে সিরাজকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বল দিতেই বোল্ড হন নাথান লিয়ন। তিনি ৩০ বলে ২ রান করেছেন। অ্যালেক্স কেরির উইকেট তুলে নেন আকাশদীপ। বাংলার বোলারের সিরিজে এটাই ১ম উইকেট। ৮৮ বলে ৭টি চার এবং ২টি ছয়-সহ ৭০ রান করেছেন অ্যালেক্স কেরি। তিনি আকাশদীপের বলে শুভমান গিলকে ক্যাচ দেন। অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষ হওয়ার পর ফের বৃষ্টি শুরু হয়। যার ফলে, ম্যাচ থমকায়।
-
Dec 16, 2024 06:19 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: বৃষ্টিতে থমকাল খেলা, ফের শুরু
সোমবারের পরিস্থিতিটা যেন অনেকটাই শনিবারের মত। বিজিটি ট্রফির তৃতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে বৃষ্টি হচ্ছিল গাব্বায়। পরে বৃষ্টি থামতে দ্রুত শুরু হয় খেলা। কিন্তু, প্রায় ঘণ্টাখানেক খেলা চলার পর বৃষ্টিতে তা বন্ধ রাখতে হল। প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য কিছুটা চলার পর পরিত্যক্ত হয়েছিল। রবিবার, গতকাল বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনভর খেলা হয়েছে। কিন্তু, সোমবার সকাল থেকে বৃষ্টি চলছিল গাব্বায়। নিকাশি ব্যবস্থা ভালো থাকায় দ্রুত খেলা শুরু করা সম্ভব হয়েছে। কিন্তু, বৃষ্টিতে থমকায় ম্যাচ। ফের তা শুরু হয়েছে।
-
Dec 16, 2024 06:14 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: তৃতীয় দিনেও সমালোচিত রোহিতের কৌশল
সকালে বৃষ্টি হচ্ছিল গাব্বায়। আবহাওয়ায় আর্দ্রতা আছে। তার পরও আজ সকালে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা দুই সিমারের বদলে একজন স্পিনার ও একজন সিমারকে নিয়ে আক্রমণে নামেন। আর, যথারীতি জাদেজাকে বেধড়ক পেটালেন স্টার্ক এবং অ্যালেক্স কেরি। জাদেজা এখনও পর্যন্ত ২১ ওভারে ৯৩ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। বাধ্য হয়ে তাঁকে সরিয়ে আকাশদীপকে আক্রমণে আনলেন রোহিত শর্মা। রবিবারই বুমরা ৫ উইকেট নেন। উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শের উইকেট তিনি তুলে নেন। সোমবার বুমরার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিচেল স্টার্ক। ৩০ বলে ১টি ছয় এবং ১টি চার-সহ স্টার্ক করেছেন ১৮ রান।
-
Dec 16, 2024 05:53 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: প্রথম ইনিংসে বুমরার আপাতত ৬ উইকেট
রবিবারই বুমরা ৫ উইকেট নেন। উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শের উইকেট তিনি তুলে নেন। সোমবার বুমরার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মিচেল স্টার্ক। ৩০ বলে ১টি ছয় এবং ১টি চার-সহ স্টার্ক করেছেন ১৮ রান।
-
Dec 16, 2024 05:39 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: অ্যালেক্স কেরি অর্ধশতক পূর্ণ করেছেন
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরি অর্ধশতক পূর্ণ করেছেন। তিনি ৫৪ বলে ৫২ রান করেছেন। মেরেছেন ৬টি চার এবং ১টি ছয়। মিচেল স্টার্ক ২৪ বলে ১৪ রান করেছেন। তিনি ১টি ছয় মেরেছেন। ভারতের সামনে বিশাল রানের লক্ষ্যমাত্রা খাড়া করে ইনিংসে ডিক্লেয়ার করার পথে হাঁটছে অস্ট্রেলিয়া।
-
Dec 16, 2024 05:34 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: অস্ট্রেলিয়া ১০৩ ওভারে ৭ উইকেটে ৪১১
অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজ সামলাচ্ছেন অ্যালেক্স কেরি ও মিচেল স্টার্ক। ভারতের হয়ে বোলিং আক্রমণ চালাচ্ছেন জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা।
-
Dec 16, 2024 05:25 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: খেলা শুরু হয়েছে সময়ের মধ্যেই
খেলা শুরু হল নির্দিষ্ট সময়ের মধ্যেই। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল। যার ফলে, প্রথম দিনের মত ম্যাচ ভণ্ডুল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। কিন্তু, বর্তমানে পরিস্থিতি বদলেছে। গাব্বায় নিকাশি ব্যবস্থা ভালো। ফলে, দ্রুত শুরু হবে তৃতীয় দিনের ম্যাচ। এই ম্যাচে টস জিতে ভারত প্রথমে বোলিং নিয়েছে। আর, অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১০১ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে।
-
Dec 16, 2024 05:19 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বায় বৃষ্টি থেমেছে, মাঠকর্মীরা কভার সরাচ্ছেন
গাব্বায় শেষ পর্যন্ত বৃষ্টি থেমেছে। মাঠকর্মীরা কভার সরিয়েছেন। খেলোয়াড়রাও ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন।
-
Dec 16, 2024 05:06 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: গাব্বায় তৃতীয় দিনে স্বাগত
আজ ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিন। ব্রিসবেনের গাব্বায় ম্যাচ হচ্ছে। প্রথম ম্যাচ হয়েছিল পার্থে। সেখানে ভারত ২৯৫ রানে জিতেছিল। দ্বিতীয় ম্যাচ হয়েছিল এডিলেড ওভালে। সেখানে ভারত ১০ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। এবার গাব্বায় চলছে তৃতীয় ম্যাচ। এই ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য বেশিক্ষণ চলতে পারেনি। দ্বিতীয় দিনে ভারতের সামনে বিরাট রানের ইনিংস খাড়া করেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১০১ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে।
-
Dec 15, 2024 13:45 ISTIndia vs Australia LIVE Cricket Score, 3rd Test: ১০১ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তুলল অস্ট্রেলিয়া
ব্রিসবেনে সিরিজের তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১০১ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তুলল অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি রান করেছেন ট্রাভিস হেড। তিনি ১৬০ বলে ১৮টি চার-সহ ১৫২ রান তুলেছেন। স্টিভ স্মিথ ১৯০ বলে ১২টি চার-সহ ১০১ রান করেছেন। জসপ্রীত বুমরা নিয়েছেন ৫ উইকেট। তিনি উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড ও মিচেল মার্শের উইকেট নিয়েছেন। মারনাস লাবুসেন নিয়েছেন নীতীশকুমার রেড্ডির উইকেট। মহম্মদ সিরাজ নিয়েছেন প্যাট কামিন্সের উইকেট।