Advertisment

IND vs AUS Highlights Score, 5th Test: সিডনিতে ভারতকে ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়া, সিরিজ ৩-১ ব্যবধানে জয়ী

India vs Australia 5th Test Match Highlights Cricket Score Online Today Match: ভারত প্রথম ইনিংসে ১৮৫, দ্বিতীয় ইনিংসে ১৫৭। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৮১, দ্বিতীয় ইনিংসে ২৭ ওভার ৪ উইকেটে ১৬২ রান তুলে নেয়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia Live Score

India vs Australia Highlights Score: পঞ্চম টেস্টে ভারত-অস্ট্রেলিয়া (গ্রাফিক্স- সন্দীপন দে)

Australia vs India, 5th Test Score card Updates from Sydney Cricket Ground, Sydney: সিডনি টেস্টে ভারতকে ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। একইসঙ্গে ৫ টেস্টের বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ জিতল ৩-১ ব্যবধানে। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ১৮৫ রান, দ্বিতীয় ইনিংসে ১৫৭। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৮১, দ্বিতীয় ইনিংসে ২৭ ওভার ৪ উইকেটে ১৬২ রান তুলে নেয়।

Advertisment

রবিবার সিডনিতে দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ড ছয় উইকেট নিয়ে ভারতকে ১৫৭ রানে থামিয়ে দেন। জবাবে ভারতের প্রসিধ কৃষ্ণ নেন ৩ উইকেট। জসপ্রীত বুমরা চোট পেয়েছিলেন। তারপরও ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৪ রানের লিড পেয়েছিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে ঋষভ পন্থ ৩৩ বলে ৬১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। 

ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

অস্ট্রেলিয়া একাদশ: স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।

  • Jan 05, 2025 08:57 IST
    IND vs AUS 5th Test Day 3: সিডনি টেস্ট জিতল অস্ট্রেলিয়া

    অস্ট্রেলিয়া ৬ উইকেটে সিডনি টেস্ট জিতে নিল।



  • Jan 05, 2025 08:55 IST
    IND vs AUS 5th Test Day 3: একনজরে ৫ম টেস্ট ফিরে দেখা

    সিডনি টেস্টে জয়ের মুখে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তারা ৪র্থ উইকেট হারিয়েছে। শেষে ফিরেছেন উসমান খাজা। দ্বিতীয় ইনিংসে উসমান খাজা ৪৫ বলে ৪টি চার-সহ ৪১ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে তিনি ঋষভ পন্থের হাতে ধরা পড়েন। ৯ বলে ৪ রান করেছেন স্টিভ স্মিথ। প্রসিধ কৃষ্ণার বলে তাঁর ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। ২০ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন লাবুসেন। প্রসিধ কৃষ্ণার বলে তাঁর ক্যাচ ধরেছেন যশস্বী জয়সওয়াল। ১৭ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন ওপেনার স্যাম কনস্টাস। প্রসিধ কৃষ্ণার বলে তাঁর ক্যাচ ধরেছেন ওয়াশিংটন সুন্দর। এর আগে ১৫৭ রানে থামে ভারত। রবিবার ম্যাচের তৃতীয় দিনে প্রায় পরপর আউট হন ভারতীয় টেলএন্ডার ব্যাটাররা। 

    দলের ৪২ রানের মাথায় সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের ১ম উইকেটের পতন ঘটে। আউট হন কেএল রাহুল। তিনি ২০ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে রাহুল বোল্ড হন। কেএল রাহুলের মতই স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়ে ফিরেছেন অপর ওপেনার যশস্বী জয়সওয়ালও। ৩৫ বলে ৪টি চার-সহ যশস্বী ২২ রান করেছেন। দলের ৪৭ রানের মাথায় তিনি আউট হন। বোল্যান্ডের বলে ফিরে যান কোহলিও। ১২ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন বিরাট কোহলি। স্কট বোল্যান্ডের বলে স্টিভ স্মিথ তাঁর ক্যাচ ধরেন। দলের ৫৯ রানের মাথায় কোহলি ফেরেন। এরপর ভারতের ৭৮ রানের মাথায় ফিরে যান শুভমান গিল। বিউ ওয়েবস্টারের বলে তাঁর ক্যাচ নিয়েছেন অ্যালেক্স কেরি। ২টি চার-সহ ১৫ বলে গিল ১৩ রান করেছেন। ৩৩ বলে ৬টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৬১ রান করেছেন ঋষভ পন্থ। প্যাট কামিন্সের বলে তিনি অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন। 

    স্কট বোল্যান্ডের বলে প্যাট কামিন্সের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। ২১ বলে ৫ রান করেছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় দিনের শেষে নৈশপ্রহরী ছিলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জাদেজা ৩৯ বলে ১টি চার-সহ ৮ রান করেছিলেন। ওয়াশিংটন সুন্দর ১৭ বলে করেছিলেন ৬ রান। তৃতীয় দিনে রবিবার ৪৫ বলে ২টি চার-সহ ১৩ রান করেন নৈশপ্রহরী জাদেজা। প্যাট কামিন্সের বলে তিনি অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন। অপর নৈশপ্রহরী সুন্দরও এরপর আউট হন। প্যাট কামিন্সের বলে তিনি বোল্ড হন। ৪৩ বলে ১টি চার-সহ ১২ রান করেন সুন্দর। ১১ বলে ৪ রান করেন মহম্মদ সিরাজ। স্কট বোল্যান্ডের বলে তাঁর ক্যাচ ধরেন উসমান খাজা। বুমরাকে বিনা রানে ফিরিয়ে দেন স্কট বোল্যান্ড।

    এর আগে ভারতের ১৮৫ রানের জবাবে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ১৮১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। নৈশপ্রহরী কনস্টাস ৩৮ বলে ৩টি চার-সহ ২৩ রান করেছিলেন। সিরাজের বলে তিনি যশস্বীর হাতে ধরা পড়েন। হেড ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছিলেন। তিনি সিরাজের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন। এদিনের শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরা ফিরিয়ে দেন মারনাস লাবুসেনকে। ৮ বলে ২ রান করেছেন লাবুসেন। বুমরার বলে তিনি ঋষভ পন্থের হাতে ধরা পড়েন। ৫৭ বলে ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৩ রান করেন স্টিভ স্মিথ। প্রসিধ কৃষ্ণার বলে তিনি কেএল রাহুলের হাতে ধরা পড়েন।

    অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরি ৩৬ বলে ৪টি চার-সহ ২১ রান করেন। তিনি প্রসিধ কৃষ্ণার বলে বোল্ড হন। প্যাট কামিন্সকে ফেরান নীতীশকুমার রেড্ডি। ১টি চার-সহ ২০ বলে ১০ রান করেছিলেন কামিন্স। নীতীশের বলে তিনি কোহলির হাতে ধরা পড়েন। ৪ বলে ১ রান করে আউট হন মিচেল স্টার্ক। ১০৫ বলে ৫টি চার-সহ ৫৭ রান করেছেন ওয়েবস্টার। কৃষ্ণার বলে তিনি যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন। নীতীশের বলে তিনি কেএল রাহুলের হাতে ধরা পড়েন। ৯ বলে দুটি ৪-সহ ৯ রান করে সিরাজের বলে বোল্ড হন স্কট বোল্যান্ড। এর আগে প্রথম দিনে মাত্র ৯ রানে ১ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তিনি ১০ বলে করেছেন ২ রান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ১৮১ রানে।

    এর আগে সিডনি টেস্টের প্রথম দিনে শুরুতেই দুই ওপেনারকে হারায় ভারত। কেএল রাহুল ১৪ বলে ৪ রান করেছিলেন। মিচেল স্টার্কের বলে তিনি স্যাম কনস্টাসের হাতে ধরা পড়েন। যশস্বী জয়সওয়াল ২৬ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন। তিনি স্কট বোল্যান্ডের বলে বিউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন। প্রথম দিনে মধ্যাহ্নভোজের ঠিক আগে নাথান লিয়নের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন শুভমান গিল। তিনি ২টি চার-সহ ৬৪ বলে ২০ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে বিউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি। ৬৯ বলে করেছেন ১৭ রান।

    ঋষভ পন্থ ৯৮ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে তাঁর ক্যাচ ধরেছেন প্যাট কামিন্স। স্কট বোল্যান্ডের বলে বিনা রানেই স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন নীতীশকুমার রেড্ডি। মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়েছেন রবীন্দ্র জাদেজা। ৯৫ বলে ৩টি চার-সহ তিনি ২৬ রান করেছেন। ওয়াশিংটন সুন্দর ৩০ বলে ৩টি চার-সহ ১৪ রান করেছেন। প্যাট কামিন্সের বলে তাঁর ক্যাচ ধরেছেন অ্যালেক্স কেরি। মিচেল স্টার্কের বলে স্যাম কনস্টাসের হাতে ধরা পড়েছেন প্রসিধ কৃষ্ণ। তিনি ১০ বলে ৩ রান করেছেন। জসপ্রীত বুমরা ১৭ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ২২ রান। মহম্মদ সিরাজ ৩ রানে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৫ রানে।

    সিডনি ক্রিকেট মাঠে পঞ্চম টেস্টে রোহিত শর্মার পরিবর্তে ভারতের অধিনায়কত্ব করছেন জসপ্রীত বুমরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বুমরা। মেলবোর্নে হারের পর ভারত একাদশে দুটি পরিবর্তন করেছে। শুভমান গিল অধিনায়ক রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়েছেন। আর, প্রসিধ কৃষ্ণ আহত আকাশ দীপের জায়গায় দলে ঢুকেছেন।

    ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

    অস্ট্রেলিয়া একাদশ: স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।



  • Advertisment
  • Jan 05, 2025 08:07 IST
    IND vs AUS 5th Test Day 3: অস্ট্রেলিয়ার ৪র্থ উইকেটের পতন, ফিরলেন খাজা

    উসমান খাজা ৪৫ বলে ৪টি চার-সহ ৪১ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে তিনি ঋষভ পন্থের হাতে ধরা পড়েন।



  • Jan 05, 2025 07:17 IST
    IND vs AUS 5th Test Day 3: মধ্যাহ্নভোজের আগে অস্ট্রেলিয়া ৭১/৩

    ১৬২ রান তাড়া করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৭১/৩। ক্রিজে অপরাজিত আছেন উসমান খাজা ও ট্র্যাভিস হেড। তিনটি উইকেটই নিয়েছেন প্রসিধ কৃষ্ণ। এর আগে, রবিবার সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫ম টেস্টের ৩য় ইনিংসে স্কট বোল্যান্ড ৬ উইকেট নিয়ে ভারতকে ১৫৭ রানে থামিয়ে দেন। সিরিজ ৩-১ করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৬২ রান।

    আহত জসপ্রীত বুমরা। তাঁকে ছাড়াই ভারত প্রথম ইনিংসে চার রানের লিড নিয়েছে পেসারদের দৌলতে। ভারত দ্বিতীয় ইনিংসে নতুন বলের মুখোমুখি হয়ে আগ্রাসী ক্রিকেট খেলেছে। বাউন্সি পিচেও ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৪৫ রান। ঋষভ পন্থ ৩৩ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। কিন্তু, স্কট বোল্যান্ড ভারতের টপ-অর্ডারকে ধসিয়ে দেন।

     



  • Jan 05, 2025 06:46 IST
    IND vs AUS 5th Test Day 3: ২য় ইনিংসে অস্ট্রেলিয়ার ৩য় উইকেটের পতন, ফিরলেন স্টিভ স্মিথ

    দ্বিতীয় ইনিংসে ৯ বলে ৪ রান করেছেন স্টিভ স্মিথ। প্রসিধ কৃষ্ণার বলে তাঁর ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল।



  • Jan 05, 2025 06:38 IST
    IND vs AUS 5th Test Day 3: ২য় ইনিংসে অস্ট্রেলিয়ার ২য় উইকেটের পতন, ফিরলেন লাবুসেন

    দ্বিতীয় ইনিংসে ২০ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন লাবুসেন। প্রসিধ কৃষ্ণার বলে তাঁর ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল।



  • Jan 05, 2025 06:16 IST
    IND vs AUS 5th Test Day 3: ২য় ইনিংসে অস্ট্রেলিয়ার ১ম উইকেটের পতন, ফিরলেন কনস্টাস

    দ্বিতীয় ইনিংসে ১৭ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন কনস্টাস। প্রসিধ কৃষ্ণার বলে তাঁর ক্যাচ ধরেন ওয়াশিংটন সুন্দর।



  • Jan 05, 2025 05:56 IST
    IND vs AUS 5th Test Day 3: ভারতের দ্বিতীয় ইনিংস থামল ১৫৭ রানে

    বুমরাকে বিনা রানে ফিরিয়ে দিয়েছেন স্কট বোল্যান্ড।



  • Jan 05, 2025 05:42 IST
    IND vs AUS 5th Test Day 3: ভারতের ৯ম উইকেটের পতন, ফিরলেন মহম্মদ সিরাজ

    ১১ বলে ৪ রান করেছেন মহম্মদ সিরাজ। স্কট বোল্যান্ডের বলে তাঁর ক্যাচ ধরেছেন উসমান খাজা।



  • Jan 05, 2025 05:35 IST
    IND vs AUS 5th Test Day 3: ভারতের ৮ম উইকেটের পতন, অপর নৈশপ্রহরী সুন্দরও আউট

    ৪৩ বলে ১টি চার-সহ ১২ রান করেছেন অপর নৈশপ্রহরী সুন্দর। প্যাট কামিন্সের বলে তিনি বোল্ড হয়েছেন।



  • Jan 05, 2025 05:27 IST
    IND vs AUS 5th Test Day 3: ভারতের ৭ম উইকেটের পতন, জাদেজা আউট

    ৪৫ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন নৈশপ্রহরী জাদেজা। প্যাট কামিন্সের বলে তিনি অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন।



  • Jan 04, 2025 12:40 IST
    IND vs AUS 5th Test Day 2: ২য় দিনের শেষে ভারত ২য় ইনিংসে ৩২ ওভার ৬ উইকেটে ১৪১

    নৈশপ্রহরী থাকলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জাদেজা ৩৯ বলে ১টি চার-সহ ৮ রান করেছেন। ওয়াশিংটন সুন্দর ১৭ বলে করেছেন ৬ রান।



  • Jan 04, 2025 12:22 IST
    IND vs AUS 5th Test Day 2: ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন, স্কট বোল্যান্ড ফেরালেন নীতীশকে

    স্কট বোল্যান্ডের বলে প্যাট কামিন্সের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। ২১ বলে ৫ রান করেছেন এই অলরাউন্ডার।



  • Jan 04, 2025 12:08 IST
    IND vs AUS 5th Test Day 2: ভারতের ৫ম উইকেটের পতন

    ৩৩ বলে ৬টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৬১ রান করেছেন ঋষভ পন্থ। প্যাট কামিন্সের বলে তিনি অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন।



  • Jan 04, 2025 11:44 IST
    IND vs AUS 5th Test Day 2: অর্ধশতক পূর্ণ করলেন ঋষভ পন্থ

    মারকাটারি ব্যাটিং করে অর্ধশতক পূর্ণ করলেন ঋষভ পন্থ। তিনি ২৯ বলে ৫৪ রান করেছেন। তিনি ৬টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। 



  • Jan 04, 2025 11:18 IST
    IND vs AUS 5th Test Day 2: এবার ফিরলেন গিল, ২য় ইনিংসে ভারতের ৪র্থ উইকেটের পতন

    দ্বিতীয় ইনিংসে ভারতের ৪র্থ উইকেটের পতন ঘটল। ফিরে গেলেন শুভমান গিল। বিউ ওয়েবস্টারের বলে তাঁর ক্যাচ নিয়েছেন অ্যালেক্স কেরি। ২টি চার-সহ ১৫ বলে গিল ১৩ রান করেছেন।



  • Jan 04, 2025 11:07 IST
    IND vs AUS 5th Test Day 2: ফিরলেন কোহলি, দ্বিতীয় ইনিংসে ভারতের ৩য় উইকেটের পতন

    আবারও বোল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারতের তৃতীয় উইকেট নিলেন অজি বোলার। এবার তিনি আউট করলেন বিরাট কোহলিকে। ১২ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন কোহলি। স্কট বোল্যান্ডের বলে স্টিভ স্মিথ তাঁর ক্যাচ ধরেন। এর আগে কেএল রাহুলের মতই বোল্যান্ডের বলে বোল্ড হয়ে ফিরেছেন ভারতীয় দলের অন্যতম ওপেনার যশস্বী জয়সওয়াল। ৩৫ বলে ৪টি চার-সহ যশস্বী ২২ রান করেছেন। দলের ৪৭ রানের মাথায় তিনি ফিরেছেন। যশস্বীর আগে ভারতের ৪২ রানের মাথায় ফিরেছেন ওপেনার কেএল রাহুল। তিনি ২০ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়েছেন রাহুল। 



  • Jan 04, 2025 10:45 IST
    IND vs AUS 5th Test Day 2: ফিরলেন যশস্বীও, দ্বিতীয় ইনিংসে ভারতের ২য় উইকেটের পতন

    কেএল রাহুলের মতই বোল্যান্ডের বলে বোল্ড হয়ে ফিরলেন যশস্বী। ৩৫ বলে ৪টি চার-সহ যশস্বী ২২ রান করেছেন। দলের ৪৭ রানের মাথায় তিনি ফিরলেন। এর আগে ভারতের ৪২ রানের মাথায় ফিরেছেন ওপেনার কেএল রাহুল। তিনি ২০ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়েছেন রাহুল।



  • Jan 04, 2025 10:35 IST
    IND vs AUS 5th Test Day 2: ২য় ইনিংসে ভারতের ১ম উইকেটের পতন, ফিরেছেন কেএল রাহুল

    ২য় ইনিংসে ভারতের ১ম উইকেটের পতন ঘটল দলের ৪২ রানের মাথায়। আউট হলেন কেএল রাহুল। তিনি ২০ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়েছেন রাহুল। 



  • Jan 04, 2025 10:13 IST
    IND vs AUS 5th Test Day 2: সিডনি টেস্টের দ্বিতীয় দিনেও প্রচুর দর্শক

    সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও সিডনি টেস্ট নিয়ে দর্শকদের উৎসাহের খামতি নেই। ৫ম টেস্টের দ্বিতীয় দিনে সিডনি ক্রিকেট মাঠে (এসসিজি) দর্শকসংখ্যা ৪১,৮৪২। 



  • Jan 04, 2025 10:10 IST
    IND vs AUS 5th Test Day 2: ভারতের হয়ে ব্যাটিং করছেন দুই ওপেনার জয়সওয়াল ও রাহুল

    ভারতের হয়ে ব্যাটিং করছেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। যশস্বী এখনও পর্যন্ত প্রায় একদিনের ক্রিকেটের মেজাজে ব্যাট করছেন। ১৭ বলে ৪টি চার-সহ করেছেন ১৮ রান। আর রাহুল ৭ বলে ১টি চার-সহ করেছেন ৪ রান। টিম ইন্ডিয়া ৪ ওভারে বিনা উইকেটে ২৪। অস্ট্রেলিয়ার চেয়ে আপাতত ২৮ রানে এগিয়ে।



  • Jan 04, 2025 09:39 IST
    IND vs AUS 5th Test Day 2: অস্ট্রেলিয়া ১ম ইনিংসে থামল ১৮১ রানে, ৩টি করে উইকেট সিরাজ, কৃষ্ণার

    ভারতের প্রথম ইনিংসের রানের চেয়ে ৪ রান আগেই থমকে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।  ৯ বলে দুটি ৪-সহ ৯ রান করে সিরাজের বলে বোল্ড হন ১০ম ব্যাটার স্কট বোল্যান্ড। ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ১৮৫ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১০ উইকেটে তুলেছে ১৮১। 



  • Jan 04, 2025 09:17 IST
    IND vs AUS 5th Test Day 2: বিউ ওয়েবস্টারও ফিরলেন, অস্ট্রেলিয়ার ৯ম উইকেটের পতন

    ফের উইকেট নিলেন প্রসিধ কৃষ্ণা। অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নিলেন তিনি। কৃষ্ণা আউট করলেন বিউ ওয়েবস্টারকে। ১০৫ বলে ৫টি চার-সহ ৫৭ রান করেছেন ওয়েবস্টার। কৃষ্ণার বলে তিনি যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন। 



  • Jan 04, 2025 09:11 IST
    IND vs AUS 5th Test Day 2: নীতীশ এবার ফেরালেন স্টার্ককে, অস্ট্রেলিয়ার ৮ম উইকেটের পতন

    ফের উইকেট পেলেন অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি। আউট করলেন অস্ট্রেলিয়া দলের পেসার মিচেল স্টার্ককে। ৪ বলে ১ রান করেছিলেন স্টার্ক। নীতীশের বলে তিনি কেএল রাহুলের হাতে ধরা পড়েন। এর আগে তিনি প্যাট কামিন্সকে ফেরান। ১টি চার-সহ ২০ বলে ১০ রান করেছিলেন কামিন্স। নীতীশের বলে তিনি কোহলির হাতে ধরা পড়েন।



  • Jan 04, 2025 09:02 IST
    IND vs AUS 5th Test Day 2: অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সকে ফেরালেন নীতীশ

    অবশেষে উইকেট পেলেন অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি। তিনি প্যাট কামিন্সকে ফেরালেন। ১টি চার-সহ ২০ বলে ১০ রান করেছিলেন কামিন্স। নীতীশের বলে তিনি কোহলির হাতে ধরা পড়েন।



  • Jan 04, 2025 08:51 IST
    IND vs AUS 5th Test Day 2: অভিষেকেই অর্ধশতক ওয়েবস্টারের

    ঘরোয়া টুর্নামেন্টে তাসমানিয়ার হয়ে একের পর এক ইনিংসে ব্যাটে-বলে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন। সিডনি টেস্টে অভিষেক হয়েছে সেই বিউ ওয়েবস্টারের। ৯২ বলে ৫টি চার-সহ ৫২ রান করে তাঁকে জাতীয় দলে বাছাইয়ের মর্যাদা রাখলেন অজি ক্রিকেটার বিউ ওয়েবস্টার। নীতীশকুমার রেড্ডির বলে তিন রান নিয়ে ওয়েবস্টার তাঁর অর্ধশতক পূর্ণ করলেন।  



  • Jan 04, 2025 08:34 IST
    IND vs AUS 5th Test Day 2: ফের কৃষ্ণার আঘাত, অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ উইকেটের পতন

    অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরি ৩৬ বলে ৪টি চার-সহ ২১ রান করেছেন। তিনি প্রসিধ কৃষ্ণার বলে বোল্ড হন। ক্রিজ সামলাচ্ছেন বিউ ওয়েবস্টার ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।



  • Jan 04, 2025 07:54 IST
    IND vs AUS 5th Test Day 2: নীতীশ বিশেষ সুবিধা করতে পারেননি

    অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডিকেও বল দিয়েছিলে সিডনি টেস্টের অধিনায়ক জসপ্রীত বুমরা। কিন্তু, বিশেষ লাভ হয়নি। নীতীশ মাত্র ৩ ওভারে ১৬ রান দিয়েছেন। রানের গড় ৫.৩৩। রবীন্দ্র জাদেজা দিয়েছেন ১ ওভারে ৪ রান। প্রসিধ কৃষ্ণা ইতিমধ্যে তাঁর রান দেওয়ার গতি কমিয়ে এনেছেন। ৭ ওভারে ১টি উইকেট, ২টি মেডেন-সহ দিয়েছেন ২৫ রান।



  • Jan 04, 2025 07:10 IST
    IND vs AUS 5th Test Day 2: মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ১০১

    বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের দ্বিতীয় দিন শনিবার অস্ট্রেলিয়া মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ২৯ ওভারে ৫ উইকেটে তুলল ১০১ রান। ক্রিজ সামলাচ্ছেন বিউ ওয়েবস্টার, উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স কেরি। এর মধ্যে ওয়েবস্টার ৪৯ বলে ৩টি চার-সহ করেছেন ২৮ রান। আর, কেরি ৯ বলে ১টি চার-সহ করেছেন ৪ রান। তিনি স্টিভ স্মিথ আউট হওয়ার পরে নেমেছেন।



  • Jan 04, 2025 07:03 IST
    IND vs AUS 5th Test Day 2: অস্ট্রেলিয়ার ৫ম উইকেটের পতন, ফিরলেন স্মিথ

    বর্ডার-গাভাসকার সিরিজে উইকেট নেওয়ার খাতা খুললেন প্রসিধ কৃষ্ণা। তাঁর বলে আউট হয়েছেন স্টিভ স্মিথ। ৫৭ বলে ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৩ রান করেছেন স্মিথ। কৃষ্ণার বলে তিনি কেএল রাহুলের হাতে ধরা পড়েন।



  • Jan 04, 2025 06:54 IST
    IND vs AUS 5th Test Day 2: বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা স্মিথ-ওয়েবস্টারের

    প্রায় কাছাকাছি সময় অস্ট্রেলিয়া ৩ উইকেট হারানোর পর এখন ক্রিজ সামলাচ্ছেন স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টার। তাঁরা বড় পার্টনারশিপ গড় তোলার চেষ্টা করছেন। স্টিভ স্মিথ ৫৬ বলে ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেছেন ৩৩ রান। আর, ওয়েবস্টার ৪৭ বলে ৩টি চারের সাহায্যে করেছেন ২৭ রান। এই ম্যাচেই অলরাউন্ডার ওয়েবস্টারের অভিষেক হয়েছে।



  • Jan 04, 2025 06:19 IST
    IND vs AUS 5th Test Day 2: ভালোই রান দিচ্ছেন প্রসিধ কৃষ্ণা

    ভালোই রান দিচ্ছেন প্রসিধ কৃষ্ণা। তিনি ৩ ওভারে ১৪ রান দিয়েছেন। গড়ে ৪-এর বেশি রান দিয়েছেন তিনি। চলতি সিরিজে এই ম্যাচেই কৃষ্ণা প্রথম সুযোগ পেয়েছেন। আকাশদীপের পিঠে চোট থাকায় তাঁকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গাতেই দলে কৃষ্ণা ঢুকেছে। কিন্তু, ব্যাটিংয়ে তিনি কিছুই করতে পারেননি। আর, এখনও পর্যন্ত বোলিংয়েও দাগ কাটতে পারেননি কৃষ্ণা।  



  • Jan 04, 2025 05:51 IST
    IND vs AUS 5th Test Day 2: অস্ট্রেলিয়ার ৪র্থ উইকেটের পতন, কনস্টাস-হেডকে বিদায় সিরাজের

    প্রায় পরপর অস্ট্রেলিয়া তাদের দুটো উইকেট হারাল। নৈশপ্রহরী স্যাম কনস্টাস ৩৮ বলে ৩টি চার-সহ ২৩ রান করেছিলেন। সিরাজের বলে তিনি যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন। তাঁর জায়গায় নেমেছিলেন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছিলেন। মহম্মদ সিরাজের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন হেড।



  • Jan 04, 2025 05:19 IST
    IND vs AUS 5th Test Day 2: অস্ট্রেলিয়ার ২য় উইকেটের পতন

    অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন হল। জসপ্রীত বুমরা ফেরালেন মারনাস লাবুসেনকে। ৮ বলে ২ রান করেছেন লাবুসেন। জসপ্রীত বুমরার বলে তিনি ঋষভ পন্থের হাতে ধরা পড়েছেন। ক্রিজ সামলাচ্ছেন স্যাম কনস্টাস ও স্টিভ স্মিথ। 



  • Jan 04, 2025 05:08 IST
    IND vs AUS 5th Test Day 2: শুরু হল খেলা

    অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজ সামলাচ্ছেন নৈশপ্রহরী স্যাম কনস্টাস। উসমান খাজার জায়গায় মাঠে নেমেছেন মারনাস লাবুসেন। দ্বিতীয় দিনে প্রথম বল খেলা শুরু করেছেন লাবুসেন। ভারতের হয়ে দ্বিতীয় দিনে বল ওপেন করেছেন জসপ্রীত বুমরা। তাঁর সঙ্গী পেসার হিসেবে রয়েছেন মহম্মদ সিরাজ।



  • Jan 04, 2025 05:05 IST
    IND vs AUS 5th Test Day 2: পিচ সম্পর্কে জানালেন জাস্টিন ল্যাঙ্গার

    পিচ সম্পর্কে ক্রিকেট বিশেষজ্ঞ জাস্টিন ল্যাঙ্গার বলেন, 'বুমরা বেশ সাহসের সঙ্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আমি সিডনির ক্রিকেট মাঠে অতীতে কখনও এত ঘাস দেখিনি। এর সবদিকেই বল সিম হচ্ছিল। প্রচুর বাউন্স ছিল। আমি কখনও অ্যালেক্স কেরির মাথার ওপর দিয়ে বেশি বল যেতে দেখিনি। এই অসাধারণ দৃশ্যগুলো দেখলাম। আমি মনে করি মেলবোর্নে শেষ দিনের জেতার আনন্দে এমন পিচ বানানো হয়েছে। দেখা যাক অজিরা এখানে কেমন ব্যাট করে!'



  • Jan 04, 2025 05:01 IST
    IND vs AUS 5th Test Day 2: বুমরা-কনস্টাস দ্বন্দ্ব সম্পর্কে সত্যিটা ফাঁস করেছেন পন্থ

    বুমরা ও কনস্টাসের এই কথোপকথন সম্পর্কে ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি ওঁরা একটু চিট-চ্যাট করছিল। ওরা (অস্ট্রেলিয়া) কিছু সময় নষ্ট করতে চাইছিল। কী কথা হয়েছে, তা শুনিনি। তবে, মনে হয় কনস্টাস ইচ্ছাকৃতভাবে এই বিতর্ক বাধিয়েছে। যাতে আমরা অন্তত একটা ওভার ওদের কম বল করি।' 



  • Jan 04, 2025 04:52 IST
    IND vs AUS 5th Test Day 2: জমে উঠতে পারে বুমরা-কনস্টাস দ্বন্দ্ব!

    প্রথম দিনের শেষ ওভারে স্যাম কনস্টাস ও জসপ্রীত বুমরা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন। ফলে, এই ম্যাচে বেশ উত্তাপ ছড়িয়েছে। দিনের শেষ বলে উসমান খাজাকে আউট করে বুমরা শেষ হাসি হেসেছিলেন। গোটা ভারতীয় দল মাঠ থেকে ফেরার আগে ১৯ বছর বয়সি স্যাম কনস্টাসের দিকে তাকিয়েছিল।



  • Jan 04, 2025 04:50 IST
    IND vs AUS 5th Test Day 2: ভারত-অস্ট্রেলিয়া ৫ম টেস্টের দ্বিতীয় দিনে, স্বাগত!

    সিডনি ক্রিকেট মাঠে ভারত-অস্ট্রেলিয়া ৫ম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে আমাদের লাইভ কভারেজে স্বাগত। ভারত প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে গিয়েছে। জবাবে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৯ রান করেছে। সমস্ত লাইভ আপডেটের জন্য সাথে থাকুন।

     



  • Jan 03, 2025 12:48 IST
    IND vs AUS 5th Test Day 1: সিডনিতে প্রথম দিনে ভারত ১ম ইনিংসে ১৮৫, অস্ট্রেলিয়া ৯/১

    ভারতের ১৮৫ রানের জবাবে মাত্র ৯ রানে ১ উইকেট হারাল অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার। তিনি ১০ বলে করেছেন ২ রান।

    এর আগে সিডনি টেস্টের প্রথম দিনে শুরুতেই দুই ওপেনারকে হারায় ভারত। কেএল রাহুল ১৪ বলে ৪ রান করেছিলেন। মিচেল স্টার্কের বলে তিনি স্যাম কনস্টাসের হাতে ধরা পড়েন। যশস্বী জয়সওয়াল ২৬ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন। তিনি স্কট বোল্যান্ডের বলে বিউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন। মধ্যাহ্নভোজের ঠিক আগে নাথান লিয়নের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন শুভমান গিল। তিনি ২টি চার-সহ ৬৪ বলে ২০ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে বিউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি। ৬৯ বলে করেছেন ১৭ রান।

    ঋষভ পন্থ ৯৮ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে তাঁর ক্যাচ ধরেছেন প্যাট কামিন্স। স্কট বোল্যান্ডের বলে বিনা রানেই স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন নীতীশকুমার রেড্ডি। মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়েছেন রবীন্দ্র জাদেজা। ৯৫ বলে ৩টি চার-সহ তিনি ২৬ রান করেছেন। ওয়াশিংটন সুন্দর ৩০ বলে ৩টি চার-সহ ১৪ রান করেছেন। প্যাট কামিন্সের বলে তাঁর ক্যাচ ধরেছেন অ্যালেক্স কেরি। মিচেল স্টার্কের বলে স্যাম কনস্টাসের হাতে ধরা পড়েছেন প্রসিধ কৃষ্ণ। তিনি ১০ বলে ৩ রান করেছেন। জসপ্রীত বুমরা ১৭ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ২২ রান। মহম্মদ সিরাজ ৩ রানে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৫ রানে।



  • Jan 03, 2025 12:38 IST
    IND vs AUS 5th Test Day 1: অস্ট্রেলিয়ার ১ম উইকেটের পতন, খাজাকে ফেরালেন বুমরা

    জসপ্রীত বুমরার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তিনি ১০ বলে করেছেন ২ রান।



  • Jan 03, 2025 12:19 IST
    IND vs AUS 5th Test Day 1: ভারতের প্রথম ইনিংস থামল ১৮৫ রানে

    দুর্দান্ত লড়াই করেছেন জসপ্রীত বুমরা। তিনি ১৭ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ২২ রান। তিনি প্যাট কামিন্সের বলে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন। ২০ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড।



  • Jan 03, 2025 11:50 IST
    IND vs AUS 5th Test Day 1: ভারতের ৯ম উইকেটের পতন, ফিরলেন প্রসিধ কৃষ্ণ

    মিচেল স্টার্কের বলে স্যাম কনস্টাসের হাতে ধরা পড়েন কৃষ্ণ। তিনি ১০ বলে ৩ রান করেছেন। 



  • Jan 03, 2025 11:30 IST
    IND vs AUS 5th Test Day 1: ভারতের ৮ম উইকেটের পতন, ফিরলেন ওয়াশিংটন সুন্দর

    ওয়াশিংটন সুন্দর ৩০ বলে ৩টি চার-সহ ১৪ রান করেছেন। প্যাট কামিন্সের বলে তাঁর ক্যাচ ধরেছেন অ্যালেক্স কেরি।  



  • Jan 03, 2025 11:08 IST
    IND vs AUS 5th Test Day 1: ভারতের ৭ম উইকেটের পতন

    মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়েছেন রবীন্দ্র জাদেজা। ৯৫ বলে ৩টি চার-সহ তিনি ২৬ রান করেছেন। ওয়াশিংটন সুন্দর ১৪ বল খেলেও এখনও কোনও রান করতে পারেননি। তাঁকে সঙ্গ দিতে নেমেছে প্রসিধ কৃষ্ণ। চলতি সিরিজে এই প্রথম খেলার সুযোগ পেলেন কৃষ্ণ।  



  • Jan 03, 2025 10:56 IST
    IND vs AUS 5th Test Day 1: পানীয় বিরতি পর্যন্ত ভারত ৬১ ওভারে ৬ উইকেটে ১২৫

    পানীয় বিরতি পর্যন্ত টিম ইন্ডিয়া ৬১ ওভারে ৬ উইকেটে করেছে ১২৫ রান। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজা ৮৫ বলে ১টি চার-সহ করেছেন ১৭ রান। আর, ওয়াশিংটন সুন্দর ১৩ বল খেলে এখনও কোনও রান করতে পারেননি।



  • Jan 03, 2025 10:40 IST
    IND vs AUS 5th Test Day 1: পরপর ৫ম এবং ৬ষ্ঠ উইকেট হারাল ভারত

    ঋষভ পন্থ ৯৮ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন। স্কট বোল্যান্ডের বলে তাঁর ক্যাচ ধরেছেন প্যাট কামিন্স। আবার স্কট বোল্যান্ডের বলেই বিনা রানে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন নীতীশকুমার রেড্ডি। 



  • Jan 03, 2025 09:52 IST
    IND vs AUS 5th Test Day 1: চা বিরতি পর্যন্ত ভারত ৫০ ওভারে ৪ উইকেটে ১০৭

    ঋষভ পন্থ ৮০ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩২ রান। রবীন্দ্র জাদেজা ৫০ বলে ১টি চার-সহ করেছেন ১১ রান। 



  • Jan 03, 2025 09:14 IST
    IND vs AUS 5th Test Day 1: হ্যাজলউড নেই, বুঝতেই দিচ্ছেন না বোল্যান্ড

    জোশ হ্যাজলউডের মত অন্যতম সেরা বোলার দলে নেই। বুঝতেই দিচ্ছেন না স্কট বোল্যান্ড। মিচেল স্টার্কের চেয়েও তিনি সিডনিতে ধারাল বোলিং করছেন। ১২ ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। ৬টি মেডেন নিয়েছেন। পাশাপাশি নিয়েছেন ২টি উইকেট। ওভারপ্রতি গড়ে রান দিয়েছেন ১.২৫। আর, মিচেল স্টার্ক সেখানে ১২ ওভারে ১ উইকেট এবং ৪টি মেডেন নিলেও দিয়েছেন ৩২ রান। তবে শুক্রবার অজি বোলারদের মধ্যে রান কমানোর ব্যাপারে সবাইকে টেক্কা দিয়ে গিয়েছেন অভিষেক হওয়া বিউ ওয়েবস্টার। তিনি ৭ ওভারে ৪টি মেডেন নিয়ে মাত্র ৩ রান দিয়েছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ০.৪৩। মানে ১ রানের চেয়েও কম।  



  • Jan 03, 2025 08:22 IST
    IND vs AUS 5th Test Day 1: ফিরলেন কোহলিও

    ৩২ ওভারের মাথায় দলীয় ৭২ রানে ভারতের ৪র্থ উইকেটের পতন ঘটল। স্কট বোল্যান্ডের বলে বিউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। ৬৯ বলে করেছেন ১৭ রান। 



Cricket Australia Australia Team India Team-India Border-Gavaskar Trophy Indian Team Team India Indian Cricket Team India Cricket Team Australia Cricket Team
Advertisment