IND vs AUS 4th Test: প্ৰথম সেশনে তিনটে উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে অজি বোলারদের হতাশা বাড়িয়ে ক্রিজে একদমই থিতু হয়ে গিয়েছিলেন পন্থ-জয়সওয়াল। তবে টি ব্রেকের পরেই ঘটল নাটকীয় পরিবর্তন। হাতে ৭ উইকেট রয়েছে। ধরে নিয়ে হাঁকাতে গিয়েছিলেন ঋষভ পন্থ।
পার্ট টাইম স্পিনার ট্র্যাভিস হেডকে বাইরে পাঠাতে গিয়ে সেই যে লং অনে আউট হলেন পন্থ, তারপর সেটাই যেন ট্রিগার চেপে দিয়ে গেল বাকি উইকেট পতনের। যে পতন আর রোধ করতে পারেনি ভারত। যশস্বী জয়সওয়াল বিতর্কিত সিদ্ধান্ত থেকে নেওয়া আউট বাদ দিলে বাকিরা সবাই আয়ারাম গয়ারাম।
তৃতীয় সেশনে ভারত চোখের পলকে ৭ উইকেট হারিয়ে স্মরণকালের মধ্যে শোচনীয় হার হজম করে বসে। ৩৩৯ রান চেজ করতে গিয়ে ভারত পঞ্চম দিন গুটিয়ে যায় ১৫৫ রানে। শুরুটা ভারত খারাপ করেনি।
প্ৰথম ঘন্টায় রোহিত-জয়সওয়াল জুটি সামলে দিয়েছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ডদের। তবে লাঞ্চের ঠিক আগেই রোহিত কামিন্সের ইনসুইংগারে ঠকে গিয়ে আউট হয়ে যান। একই ওভারে কামিন্স রোহিতের পাশাপাশি তুলে নেন কেএল রাহুলকেও।
ক্রিজে নেমে কোহলি রক্ষণাত্মক ভঙ্গিতে সতর্ক হয়ে খেলা শুরু করেছিলেন। বেশ জমে গিয়েছিলেন। তবে লাঞ্চের ঠিক কয়েক মিনিট আগেই কোহলি দ্বিতীয় স্পেলে আক্রমণে আসা মিচেল স্টার্ককে কভার ড্রাইভ হাঁকাতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে ফেরত যান। পরপর তিন উইকেট পতনের পর ক্রিজে নামা পন্থ এবং যশস্বী জয়সওয়াল নিজেদের একদম খোলসের মধ্যে ঢুকিয়ে নেন।
তখনই ঠিক হয়ে যায় ভারত জয় নয়, ম্যাচ বাঁচানোকেই টার্গেট করছে। দ্বিতীয় সেশনে দুজনে অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন। অস্ট্রেলিয়াও মূল বোলারদের আক্রমণ থেকে সরিয়ে হেড, লাবুশেনের মত অনিয়মিত বোলারদের হাতে বল তুলে দেয়।
তবে টি ব্রেকের ঠিক পরেই লাগামছাড়া হতে গিয়ে হেডকে উইকেট বিলিয়ে দিয়ে আসার পর জয়ের গন্ধ পেয়ে আবার মূল বোলারদের আক্রমণে নিয়ে আসেন কামিন্স। তারপরেই একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং।