Advertisment

ঘুটঘুটে অন্ধকারেই হয়ত হবে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি২০! লজ্জায় মুখ পুড়ে গেল জয় শাহদের

বেনজির ঘটনা ভারতের ক্রিকেটে

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah

জয় শাহ এবং টিম ইন্ডিয়া (টুইটার)

বিশ্বকাপ সদ্য আয়োজন করেছে ভারত। অভাব-অভিযোগ নিয়েই কোনওরকমে টুর্নামেন্ট উতরে দিয়েছে বিসিসিআই। আয়োজনে ব্যর্থতা ছিল, টিকিট কেলেঙ্কারির অভিযোগেও বিদ্ধ হয়েছিল বিসিসিআই। তবে সেই সব অভিযোগ নিয়েই টুর্নামেন্ট শেষ হয়েছে বিতর্কের মাত্রা বাড়ার আগেই।

Advertisment

আর বিশ্বকাপ শেষ হতে না হতেই ফের যে একবার প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠে যাবে, কে ভাবতে পেরেছিল। বিশ্বকাপ ফাইনালের মাত্র তিন দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজে নেমে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া যে সিরিজে আপাতত ২-১'এ এগিয়ে রয়েছে। গুয়াহাটিতে ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড় না উঠলে তৃতীয় ম্যাচেই হয়ত সিরিজ পকেটে পুড়ে ফেলত ভারত। রায়পুরে চতুর্থ ম্যাচে তাই সিরিজ জয়ের লক্ষ্যেই নামছে ভারত। ঘটনা হল, রায়পুরে ম্যাচ আয়োজন নিয়ে আপাতত বিশ বাও জল। ছত্তিশগড়ের এই স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিবহন সংস্থার কাছে ছত্তিশগড় ক্রিকেট সংস্থার বকেয়া অর্থের পরিমাণ ৩.১৬ কোটি টাকা। ২০০৯ সালের পর বকেয়া অর্থ না মেটানোর কোনও উদ্যোগ নেয়নি মধ্যপ্রদেশ ক্রিকেট স্টেডিয়াম।

হঠাৎ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ায় অথৈ জলে পড়েছে রাজ্য ক্রিকেট সংস্থা। অনুরোধের পর বিদ্যুৎ পরিবহন কারী সংস্থা স্টেডিয়ামের অল্প কিছু অংশে বিদ্যুৎ পুনসংযোগ করলেও তাতে ফ্লাডলাইটের কাজ সম্ভব নয়। দর্শকদের গ্যালারি এবং বক্সে আলোর ব্যবস্থা করা সম্ভব তাতে।।কিন্তু ফ্লাডলাইট চালানো সম্ভব হয়। আপাতত জেনারেটরের মাধ্যমে ফ্লাডলাইট জ্বালানোর।চেষ্টা করা হচ্ছে। তবে ম্যাচ চলাকালীন যান্ত্রিক ত্রুটির পুরো সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন অন্ধকার নেমে আসতে পারে স্টেডিয়ামে।

এর আগে একইভাবে হাফ ম্যারাথন চলাকালীন বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল। ২০১৮-তেও রায়পুর ক্রিকেট স্টেডিয়ামে বিদ্যুৎ কেটে দেওয়া হয়। তারপর বহুদিন পর এই আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। ছত্তিশগড়ের বীর সাভারকর স্টেডিয়াম নতুনভাবে সাজিয়ে তোলার পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় পিডব্লিউডি-কে। অতিরিক্ত খরচ বহন করার দায়িত্ব পায় রাজ্য ক্রীড়া দফতর।

বকেয়া বিদ্যুতের জন্য এর আগে একাধিকবার বিদ্যুৎ সংস্থার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয় পিডব্লিউডিকে। তবে সেই বিল মেটানো হয়নি। রাজ্য ক্রীড়া দফতর এবং পিডব্লিউডি একে অন্যকে প্রকাশ্যে দোষারোপ করেই চলেছে।

ঘটনা হল, এই স্টেডিয়ামে বিদ্যুৎ।নিয়ে বহু পুরোনো কিস্সা রয়েছে। তারপরেও কেন রায়পুরে ম্যাচ ফেলা হল, সবকিছু খতিয়ে না দেখেই। তা নিয়েই এবার ফের আলোচনার কেন্দ্রে বিসিসিআই।

Cricket Australia Australia Indian Team BCCI Madhya Pradesh Indian Cricket Team Australia Cricket Team
Advertisment