Advertisment

KL Rahul injured while training: ভয়ঙ্কর চোটে মাঠ ছাড়লেন তারকা! প্ৰথম টেস্টের আগেই দুঃসংবাদে চুরমার টিম ইন্ডিয়া শিবির

Border Gavaskar Trophy: কেএল রাহুলকে ওপেন করানো হবে প্ৰথম টেস্টে। খেলবেন রোহিতের জায়গায়। ব্যক্তিগত কারণে থাকছেন না তিনি। কোচ গৌতম গম্ভীর নিয়েছেন বড়সড় সিদ্ধান্ত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, India vs New Zealand, ভারত বনাম নিউজিল্যান্ড

Team India: বর্ডার গাভাসকার ট্রফি রক্ষা করার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কাছে (বিসিসিআই)

India vs Australia: শুক্রবার সকালেই ভারতের জন্য দুঃসংবাদ বয়ে আনল পারথের ওয়াকা স্টেডিয়াম। প্ৰথম টেস্ট শুরু হতে বাকি মাত্র ৭ দিন। এমন অবস্থায় ম্যাচ সিমুলেশনের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হল কেএল রাহুলকে।

Advertisment

৩২ বছরের তারকা ক্রিকেটারকে রোহিতের জায়গায় যশস্বীর সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসাবে ভাবা হচ্ছে। আর ম্যাচ সিমুলেশনের সময় ওপেন করতে নেমেই বড়সড় ঝটকায় মুখে পড়লেন। রোহিত ওয়াকায় থাকছেন না। অজি মিডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, শর্ট ডেলিভারি কেএল রাহুলের ডান হাতের কনুইয়ে আছড়ে পড়ে। এরপরে ফিজিওর সাহায্য নিয়ে কিছুক্ষণের মধ্যেই নিজের ইনিংস পুনরায় চালু করেছিলেন। তবে শেষমেশ মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

সাম্প্রতিককালে খুব একটা ভালো ছন্দে নেই তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হোম টেস্ট সিরিজে রাহুলকে মিডল অর্ডারে খেলানো হয়েছিল। তবে বেঙ্গালুরুতে প্ৰথম টেস্টের পরেই রাহুল বাদ পড়েন। যদিও ভারতের ০-৩ হোয়াইটওয়াশ বিপর্যয় তাতে আটকায়নি।

এরপরে ভারতীয়-এ দলের হয়ে রাহুলকে অস্ট্রেলিয়া-এ বিরুদ্ধে সফরে পাঠানো হয়। ভারতের ব্যাক আপ ওপেনার অভিমন্যু ঈশ্বরণ-এর সঙ্গে তিনি ওপেন করতে নেমেছিলেন মেলবোর্নে। তবে এ দলের হয়ে খেলতে নেমেও হতাশ করেছেন তিনি। দুই ইনিংসে রাহুলের অবদান মাত্র ৪ এবং ১০। দ্বিতীয় ইনিংসে স্পিনার কোরি রচিকলির নিদল স্ট্যাম্প লক্ষ করে ধেয়ে আসা বল লিভ করে বোল্ড হয়েছিলেন হাস্যকরভাবে।

৫১ টেস্টে রাহুলের গড় ৩৩.৮৭। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর সংগ্রহে রয়েছে মাত্র ১৮৭ রান।

গম্ভীর কেএল রাহুলের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, "এটাই ওঁর কোয়ালিটি। ও টপ অর্ডারে ব্যাটিং করতে পারে। ৩ নম্বরে এমনকি ৬ নম্বরেও ব্যাট করতে পারে। প্রতিভা না থাকলে এত পজিশনে খেলায় সাবলীল হতে পারে না কেউ!"

"একদিনের ক্রিকেটে ও উইকেটকিপার হিসাবে দায়িত্ব পালন করেছে। বিশ্বে কটা দেশে এমন তারকা রয়েছে যে ওপেন করতে পারে, আবার ৬ নম্বরেও ব্যাটিং করতে পারে। আমার মনে হয় প্রয়োজন পড়লে ও আমাদের চাহিদা মত খেলতে সক্ষম। বিশেষ করে রোহিত যদি প্ৰথম টেস্ট খেলতে না পারে।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

 

Team-India KL Rahul Team India Indian Team Indian Cricket Team Team India India Cricket Team
Advertisment