India vs Australia, Nitish Kumar Reddy: আগামী শুক্রবার থেকে পারথে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাসকার ট্রফি। আর প্ৰথম টেস্টেই সম্ভবত অভিষেক করতে দেখা যেতে পারে নীতিশ কুমার রেড্ডিকে। অপটাস স্টেডিয়ামের পিচে বাউন্স থাকবে বলেই আশা করা হচ্ছে। সেই কারণেই পেস বিভাগের গভীরতা বাড়ানোর জন্য নিয়ে আসা হচ্ছে নীতিশ রেড্ডিকে।
রোহিত শর্মার অনুপস্থিতিতে স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা দলকে নেতৃত্ব দেবেন পারথে। স্কোয়াডে রয়েছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপের মত তারকা। রঞ্জিতে বাংলার জার্সিতে প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে ফেরা মহম্মদ শামিকে রাখা হয়নি অস্ট্রেলিয়া সফররত স্কোয়াডে।
হার্দিক পান্ডিয়া টেস্ট না খেলায় দলের একমাত্র সিমার অলরাউন্ডার নীতিশ রেড্ডি। গত অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডে ছিলেন শার্দূল ঠাকুর। তবে প্রতিদ্বন্দ্বিতায় তিনি খানিকটা পিছিয়ে পড়েছেন। সাংবাদিক সম্মেলনে কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছিলেন, "শার্দূলের জায়গায় নীতিশ রেড্ডিকে নির্বাচনের অর্থ সামনের দিকে তাকানো। আমরা সেরা স্কোয়াড গড়েছি যাঁরা আমাদের ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আমরা সকলেই জানি নীতিশ রেড্ডি কতটা প্রতিভাবান। সুযোগ পেলে ও আমাদের হয়ে পারফর্ম করবে।"
অন্ধ্রপ্রদেশের এই ব্যাটিং অলরাউন্ডার ২১টি প্ৰথম শ্রেণির ম্যাচ খেলেছেন। একটা শতরান, দুটো হাফসেঞ্চুরির পাশাপাশি ৫৬ উইকেটও রয়েছে তাঁর নামের পাশে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত পারফরম্যান্সও মেলে ধরেছেন।