/indian-express-bangla/media/media_files/VxQ9TRnVNi6nhgsNnPed.jpg)
Team India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ সামলাতে হবে টিম ইন্ডিয়াকে (বিসিসিআই)
India vs Australia, Rohit Sharma Mohammed Shami to join: প্ৰথম টেস্টে নামার আগেই কিছুটা ছন্নছাড়া টিম ইন্ডিয়া। ম্যাচ সিমুলেশন ট্রেনিংয়ে অল্প বিস্তর চোটের শিকার হয়েছেন কেএল রাহুল থেকে সরফরাজ খান। বিরাট কোহলিকে রহস্যময় চোটের কারণে স্ক্যানও করতে হয়েছে। শনিবার আরও দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছেন
শুভমান গিল। স্লিপে ক্যাচ নেওয়ার সময় আঙুলে বড়সড় চোটের কবলে পড়েছেন তারকা। পারথ টেস্টে সম্ভবত নামা হচ্ছে না তাঁর। এদিকে, অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়া স্কোয়াডের সঙ্গে আসেননি রোহিত শর্মা, মহম্মদ শামির মত অভিজ্ঞ দুই তারকা।
এমন বিধ্বস্ত পরিস্থিতিতেই টিম ইন্ডিয়ার শক্তি বাড়াতে চলেছেন রোহিত শর্মা, মহম্মদ শামি দুজনেই। দৈনিক ভাস্কর-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুজনেই পারথ টেস্টের আগে সম্ভবত দলের শক্তি বাড়াতে হাজির হবেন অস্ট্রেলিয়ায়। দ্বিতীয়বার বাবা হয়েছেন হিটম্যান। রোহিত-রীতিকার সংসার আলো করে এসেছে প্ৰথম পুত্র সন্তান। সন্তান জন্মের আগে আসন্ন প্রসবা স্ত্রীর পাশে থাকতে প্ৰথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নির্বিঘ্নে সন্তানের মুখ দেখে রোহিতের এবার পারথে ফ্লাইটে উড়ে আসার ক্ষেত্রে সমস্যা নেই।
এদিকে মহম্মদ শামি আবার চোট সরিয়ে সদ্য প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে খেলতে নেমেছিলেন দীর্ঘ দিন পর। রিকভারি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে হাঁটু ফুলে যাওয়ায়। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন আটকে গিয়েছিল একই কারণে।
শেষমেশ রঞ্জিতে বাংলার জার্সিতে খেলতে নেমেই চমক দিয়েছেন মহম্মদ শামি। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট তুলে নিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁর বোলিং অস্ত্রে এখনও মরচে পড়েনি। তাঁর বোলিং দাপটেই বাংলা রোমাঞ্চকর ম্যাচে ১১ রানে পরাস্ত করেছে ভেঙ্কটেশ আইয়ারের মধ্যপ্রদেশকে।
দুরন্ত পারফরম্যান্সের পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল শামি জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন এবার কবে। ঘটনা হল, শামিকে অস্ট্রেলিয়ায় মেগা সফরের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। তবে তাঁকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করা হতে পারে বিসিসিআইয়ের তরফে।
প্রাথমিক পরিকল্পনা ছিল শামিকে শুরু হতে চলা বর্ডার গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট থেকে নামানো হবে। তবে এখন টিম ইন্ডিয়া চোট-আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ায় তড়িঘড়ি নাকি বাংলার স্পিডস্টারকে উড়িয়ে নিয়ে যাওয়ার প্ল্যানিং করা হয়েছে।
প্ৰথম টেস্ট শুরু হতে এখনও হাতে রয়েছে চার দিন। দুজনকেই সম্ভবত একই ফ্লাইটে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। রোহিত অস্ট্রেলিয়ায় জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি না সারলেও মুম্বইয়ে অনুশীলনের মধ্যেই রয়েছে। শামিও রঞ্জিতে খেলে নিজের ফিটনেস প্রমাণ করেছেন। দুই তারকার যদি ফিটনেস মনঃপুত হয় টিম ম্যানেজমেন্টের। তাহলে দুজনকেই সম্ভবত প্ৰথম টেস্ট থেকেই খেলতে দেখা যাবে।