Rohit Sharma And Virat Kohli retirement: রোহিত শর্মা ও বিরাট কোহলি কি শীঘ্রই অবসরের ঘোষণা করতে যাচ্ছেন? ভারতের সুপারস্টার ব্যাটসম্যানদের এবারের অস্ট্রেলিয়া সফর যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছে। সেটা মেলবোর্নেও অব্যাহত থাকল। এখন প্রশ্ন এরপরও কি তাঁদের সিডনিতে খেলানো হবে?
৫১ বছর ধরে রেডিও ধারাভাষ্যকারের কাজ করছেন জিম ম্যাক্সওয়েল। ৭৮ বছর বয়সি এই ধারাভাষ্যকার বলেন, 'আমি বলছি যে এটা কোনও সুখের সময় নয়, দুঃখের সময়।' একদিন আগেই ম্যাক্সওয়েল বলেছিলেন, কোহলি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আর, রোহিত 'সেই যন্ত্রণাটা পেরোচ্ছেন'।
একদিন পরে ম্যাক্সওয়েল বললেন, 'ভাগ্যক্রমে পার্থে একটা সেঞ্চুরি করেছে। তার বাইরে এই সিরিজে কোহলি কিছুই দিতে পারেনি। ও অতীতে যা করেছে, সেটা ভাঙিয়েই এখন খেতে হবে। রোহিতও অস্ট্রেলিয়া সফরে সেরাটা দিতে পারেনি। মনে হয়, ওঁর সাফল্যও এখন অতীত।'
এটা আর এখন 'যদি'-র ব্যাপার ন। 'কবে' বিরাট কোহলি আর রোহিত শর্মা অবসর নেবেন সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। আর ৫০ দিনের মধ্যে শুরু হবে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই সময় কী হবে, এই প্রশ্নটা এখন বড় হয়ে উঠেছে। আর, তাতেই প্রশ্ন উঠছে যে কোহলি-রোহিত অস্ট্রেলিয়ায় সিডনিতে পঞ্চম টেস্ট শেষেই টেস্ট ক্রিকেটে অবসরের ঘোষণা করবেন কি না?
রোহিত সোমবার শুরুটা কিন্তু, খারাপ করেননি। তাঁর পা কিন্তু, বেশ ধীরে নড়ছিল। তবে, তিনি ক্রিজে টিকেছিলেন, এটাই টিম ইন্ডিয়ার কাছে আশীর্বাদ হয়ে উঠেছিল। তার মধ্যেই টুকটাক রান নিচ্ছিলেন। মাঝক্রিজে হেঁটে গিয়ে যশস্বীর সঙ্গে কথা বলছিলেন। নন স্ট্রাইকার এন্ডে বিশ্রাম নিয়েছেন। ইনিংসের ১১তম ওভারে অতীতের ঝলক দেখিয়ে রোহিত মিড-অফের দিকে একটা দুর্দান্ত শটও মারেন। কিন্তু, সেই কামিন্সের বলেই রোহিত ব্যাট চালান।
বলটা রোহিতের ব্যাটের প্রান্তে খোঁচা লেগে গলিতে মিচেল মার্শের হাতে পড়ে। একই ওভারে ফিরে যান রোহিতের বদলে নামা কেএল রাহুলও। এরপরই নামেন বিরাট কোহলি।
এমসিজির অস্ট্রেলিয়ান দর্শকরা তখনও দুটো উইকেট পাওয়ার আনন্দ করে যাচ্ছেন। তার মধ্যেই 'কোহলি, কোহলি! চিৎকার করে উচ্ছ্বাস জুড়ে দেন ভারতীয় দর্শকরা।' কিন্তু, সেই কোহলিও বেশিক্ষণ টিকলেন না। আর, সেসব দেখেই রোহিত আর কোহলি- দুই কিংবদন্তি ব্যাটারের সমালোচনায় মুখর হলেন ধারাভাষ্যকার জিম ম্যাক্সওয়েল। যাতে প্রশ্ন উঠল, তাঁরা কি সিডনিতে আরও একটা পরীক্ষা দেবেন? নাকি মেলবোর্নেই টেস্ট কেরিয়ারে ইতি টানবেন?