Advertisment

IND vs AUS Highlights বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ী ভারত, ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে

India vs Australia ODI World Cup 2023 Highlights: কেএল রাহুল করেছেন অপরাজিত ৯৭ এবং বিরাট কোহলি করেছেন ৮৫ রান।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs AUS Live Score | World Cup 2023 Live Score | India vs Australia Score

ICC World Cup 2023, IND vs AUS Live Score বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত-অস্ট্রেলিয়া

ICC World Cup 2023,India vs Australia Highlights

Advertisment

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ী হল ভারত। ৬ উইকেটে এবং ৫২ বলে হারাল অস্ট্রেলিয়াকে। ৩৬ বছর আগে ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিল। ৮৭ সালে চিপক স্টে়ডিয়ামে এবারের মতই ভারত-ইঅস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ। সেই ম্যাচে হেরেছিল ভারত।

এদিন (রবিবার) টস জিতে প্ৰথমে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে অজিরা সম্ভবত ভাবতেই পারেনি তাঁদের জন্য গোটা ইনিংসজুড়ে এমন দুর্ভোগ অপেক্ষা করে রয়েছে। চিপকের পিচে ভারত যে স্পিন ত্রয়ীকে লেলিয়ে দেবে, তা প্রত্যাশিতই ছিল। তবে অজি শিবিরের গোলা-বারুদ শুরুতেই খতম হয়ে যায়। গোটা ইনিংসজুড়েই অজিদের স্পিনের জালে জড়িয়ে রাখেন অশ্বিন-জাদেজা-কুলদীপরা।

হাত খুলে খেলার সুযোগ পাননি ক্যাঙারু বাহিনীর একজনও। তৃতীয় ওভারেই বুমরার আচমকা বাউন্স থামিয়ে দিয়েছিল মিচ মার্শকে। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কোহলি যে ক্যাচ নিলেন, তা টুর্নামেন্টের অন্যতম সেরা। বুমরা-সিরাজের চমৎকার ওপেনিং স্পেলের পর অশ্বিন-কুলদীপের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। আর এর পর পুরোটাই হয়ে ওঠে স্লো পিচে আত্মসমর্পণের গল্প।

পুরো ৫০ ওভারও খেলতে পারেনি অজিরা। ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়। জাদেজা ৩ এবং কুলদীপ ২ উইকেট নিয়ে অজিদের টপ অর্ডার ধ্বংস করে দেন। জসপ্রীত বুমরাও ২ উইকেট শিকার করেন। অশ্বিন, হার্দিক, সিরাজ একটি করে উইকেট দখল করেছেন।

মার্শ আউট হওয়ার পর অজি শিবিরের হয়ে ওয়ার্নার এবং স্মিথ ৬৯ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ক্রিজে থাকলেও দুজনের কেউই সাবলীল খেলা খেলতে পারছিলেন না। অসহ্য স্পিনের নাগপাশ সহ্য না করতে পেরেই ওয়ার্নার কুলদীপের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। এরপর সময় যত গড়িয়েছে অস্ট্রেলিয়ার রান তোলার গতি ততই থেমে থেমে শেষে থমকেই গিয়েছে। স্মিথ এবং লাবুশানে দুজনেই চেষ্টা করছিলেন যথাসাধ্য। ৩৬ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন দুজনে।

ম্যাচের সম্ভবত সেরা ডেলিভারিতে জাদেজা ফিরিয়ে দেন স্মিথকে। স্রেফ স্পিনে পরাস্ত করে স্মিথকে প্যাভিলিয়নে ফেরান জাদেজা। স্যার জাদেজা ৩০তম ওভারে লাবুশেন এবং আলেক্স ক্যারিকে ফিরিয়ে অজিদের সম্মানজনক স্কোর করার স্বপ্নেও জল ঢেলে দেন। ক্যামেরন গ্রিনকে আউট করে ম্যাচে নিজের প্ৰথম উইকেট তুলে নেন অশ্বিনও।

অস্ট্রেলিয়ার ১৯৯ রান তাড়া করতে নেমে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতও। মাত্র ২ রানে ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই ঈশান কিষানকে তুলে নেন মিশেল স্টার্ক। জোশ হ্যাজেলউড তুলে নেন রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারকে। ২/৩ হয়ে গিয়ে ভারত তখন ঠকঠক করে কাঁপছে। সেই সময় বিরাট কোহলিই কার্যত ওপেন করতে নামলেন যেন! স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের বিপক্ষে লড়াইয়ে সঙ্গী পেলেন বহু যুদ্ধের ঘোড়া কেএল রাহুলকে। প্রথমে থিতু হলেন। পিচের চরিত্র বুঝলেন। তারপর ম্যাচ একপেশে করে দিলেন। ৫২ বল এবং ৬ উইকেট হাতে নিয়ে ভারত অজিদের হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের সূচনা করল। বিরাট কোহলি ৮৫ রান করে আউট হলেও দলের জয়ের পরিস্থিতি নিশ্চিত করে যান। কেএল রাহুল ৯৭ এবং হার্দিক পান্ডিয়া ১১ রানে অপরাজিত থেকে যান।

  • Oct 08, 2023 10:53 IST
    ভারতের বিশ্বকাপ সূচি

    একনজরে দেখে নেওয়া যাক, ভারতের বিশ্বকাপ অভিযানের পূর্ণাঙ্গ সূচি

    ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

    ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

    ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, অহমেদাবাদ

    ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে

    ভারত বনাম নিউ জিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

    ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

    ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

    ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু



  • Oct 08, 2023 10:50 IST
    বন্ধুদের অনুরোধ

    টিম ইন্ডিয়া এবার ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের ব্যাপারে ফেভারিট। আর প্রিয় দলকে মাঠে বসে সমর্থন করার জন্য অনুরোধের ঢেউ উঠেছে। সেই অনুরোধ পৌঁছে গিয়েছে স্বয়ং জাতীয় দলের ক্রিকেটারদের কাছেই। এতে বিরক্ত হয়ে কোহলি প্রিয় বন্ধু-আত্মীয় পরিজনদের ঘরে বসেই ম্যাচ উপভোগ করার পরামর্শ দিয়েছেন।



  • Oct 08, 2023 10:47 IST
    বিশ্বকাপের আসল বোধন আজকেই

    খাতায় কলমে বিশ্বকাপ বৃহস্পতিবার চালু হয়ে গেলেও ধর্মশালা, নতুন দিল্লি, হায়দরাবাদ, আহমেদাবাদে ফাঁকা স্টেডিয়ামে সমালোচনা কুড়িয়েছিল বিসিসিআই। তবে রবিবার থেকে 'আসল' বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। চেন্নাইয়ে ফুল হাউস স্টেডিয়ামেই খেলবেন রোহিত-প্যাট কামিন্সরা



  • Oct 08, 2023 10:44 IST
    টিকিটের হাহাকার

    বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে ৭২ ঘন্টা আগে। চার-চারটে ম্যাচ-ও হয়ে গিয়েছে। তবে এতদিন টিকিটের জন্য এরকম সর্বগ্রাসী হাহাকার ছিল না। রবিবার ছুটির দিন। তায় আবার ভারতের বিশ্বকাপে প্ৰথম ম্যাচ। চিপকে যা হওয়ার সেটাই হচ্ছে। একটা টিকিটের জন্য চলছে আকুল আবেদন। টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছিল আগেই। তবু শেষ মুহূর্তে চিপকের বাইরে দাঁড়িয়ে শয়ে শয়ে টিকিট বিহীন জনতা। স্টেডিয়ামে যাওয়ার আকুল বাসনা তাঁদের চোখে-মুখে।



  • Oct 08, 2023 10:37 IST
    সুপ্রভাত

    আমাদের লাইভ কভারেজে আপনাদের স্বাগত। চেন্নাইয়ের ম্যাচের সমস্ত খুঁটিনাটি খবর রাখতে নজর রাখুন আমাদের লাইভ আপডেটস-এ।



Cricket Australia Australia Indian Team ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Australia Cricket Team
Advertisment