India vs Australia, Shubman Gill injury: ম্যাচ সিমুলেশনের সময় প্ৰথম দিনেই তিন তারকা হালকা চোটের শিকার হয়েছিলেন। কেএল রাহুল, বিরাট কোহলি, সরফরাজ খানকে ঘিরে উঠে গিয়েছিল জল্পনা।
দ্বিতীয় দিনে গুরুতর চোটের কবলে এবার শুভমান গিল। আঙুলে ভালোমত চোট পেয়েছেন তিনি। কোহলি-সরফরাজ-রাহুলকে নিয়ে দুশ্চিন্তা ততটা না থাকলেও গিল সম্ভবত প্ৰথম টেস্টে নামতে পারছেন না। এমনিতেই প্ৰথম টেস্টে নেই সদ্য পিতা হওয়া রোহিত শর্মা। এবার পারথ টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমান গিল।
রিপোর্ট বলছে, পারথে ম্যাচ সিমুলেশনের সময় স্লিপে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে বসেন তিনি। প্ৰথম টেস্ট শুরু হচ্ছে আগামী সপ্তাহে, ২২ তারিখে। সেই টেস্টের আগে সময়মত ফিট হয়ে ওঠাই চ্যালেঞ্জ তারকা ক্রিকেটারের সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত মাসে বেঙ্গালুরুতে ঘাড়ের নমনীয়তা হারিয়ে ফেলায় খেলতে পারেননি।
বাকি দুই টেস্টে গিল খেললেও ভারতের হোয়াইটওয়াশ হওয়া আটকাতে পারেননি। তিনি যদিও বাকি ৪ ইনিংসে ১৪৪ করেছিলেন, মুম্বইয়ে ৯০ রানের ইনিংস সমেত।
শুক্রবার কেএল রাহুল আবার ব্যাট করার সময় বাউন্স সামলাতে না পেরে হাতে চোট পান। ফিজিওর শুশ্রূষা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে মাঠ ছাড়তে হয় তাঁকে। রাহুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টের পরেই বাদ পড়েছিলেন। মিডল অর্ডারে জায়গা হারিয়েছেন সরফরাজ খানের কাছে।
অস্ট্রেলিয়া সফরে প্ৰথম টেস্টে রোহিতের জায়গায় তাঁকে ওপেনার হিসাবে ভাবা হচ্ছে। কোচ গম্ভীর প্রায় নিশ্চিত করার বলেই দিয়েছেন, কেএল রাহুল বহুমুখী প্রতিভা। যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন।
এদিকে, কোহলিরও শুক্রবার হাতে রহস্যময় চোটের স্ক্যান করতে হয়েছে। সবমিলিয়ে, পারথ টেস্টের আগেই কিছুটা ছন্নছাড়া টিম ইন্ডিয়া, এতে সন্দেহ নেই।
READ THE FULL ARTICLE IN ENGLISH