বাদ কুলদীপ-শুভমান! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্ৰথম টেস্টেই ভারতের একাদশে চমকের পর চমক Sports: IND vs AUS: Team India likely playing XI in Nagpur test Suryakumar Yadav | Indian Express Bangla

বাদ কুলদীপ-শুভমান! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্ৰথম টেস্টেই ভারতের একাদশে চমকের পর চমক

প্রথম টেস্টেই ভারতীয় দলে চমকের পর চমক

বাদ কুলদীপ-শুভমান! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্ৰথম টেস্টেই ভারতের একাদশে চমকের পর চমক

India vs Australia Playing 11, Border Gavaskar Trophy 2023: বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ব্লকবাস্টার সিরিজ। টেস্টে দু-দল ১০৩ তম ম্যাচে মুখোমুখি হচ্ছে নাগপুরে। দুই দলের মুখোমুখি সাক্ষাতে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৪৩ ম্যাচে। ভারতের জয় ৩০টিতে। ২৮ টি ম্যাচ অমীমাংসিতভাবে খতম হয়েছে। টাই ম্যাচের সংখ্যা একটি।

ভারত প্ৰথম একাদশ কার্যত জলের মত স্পষ্ট। কেএল রাহুল ভাইস ক্যাপ্টেন। তিনিই ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন। তারপরে টপ অর্ডারে যথাক্রমে নামবেন চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। পাঁচ নম্বরে শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। সম্ভবত জামথা স্টেডিয়ামে টেস্টে রাহুল দ্রাবিড়ের আস্থা অর্জন করে অভিষেক ঘটাতে চলেছেন সূর্যকুমার যাদব।

ঋষভ পন্থের বদলে টেস্টে টিম ইন্ডিয়ার কিপার কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার জেরে কেএস ভরতকে টেক্কা দিতে চলেছেন ঈশান কিষান। উইকেটকিপার হিসাবে ভরতের যোগ্যতা সংশয়াতীত। তবে রঞ্জিতে ত্রিশতরান হাঁকানো সত্ত্বেও অস্ট্রেলিয়ার মত হাইভোল্টেজ ম্যাচে নামানোর আগে টিম ম্যানেজমেন্ট তাঁর ব্যাটিং দক্ষতায় এখনও পুরোপুরি নিঃসংশয় নয়।

স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদবকে রোহিতরা সুযোগ দেন, তা দেখার। অক্ষর প্যাটেল সম্ভবত টিম ম্যানেজমমেন্টের তরফে সবুজ সঙ্কেত পেতে চলেছেন। পেস বিভাগের নেতৃত্বে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসাবে উমেশ যাদব অথবা জয়দেব উনাদকাটকে বেছে নেওয়া হবে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমেশ যাদব

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব/ ম্যাট রেনশ, আলেক্স ক্যারি, প্যাট কামিন্স, আস্টন আগার, স্কট বোল্যান্ড, নাথান লিয়ন

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ind vs aus team india likely playing xi in nagpur test suryakumar yadav

Next Story
পন্থকে ঠাঁটিয়ে থাপ্পড় মারতে চান কপিল দেব! অসুস্থ ক্রিকেটারকে সরাসরি শাসানি কিংবদন্তির