Advertisment

Brad Haddin on Indian batsmen: অস্ট্রেলিয়ার পিচে কচুকাটা হবে ভারত! সিরিজ শুরুর আগেই ভারতকে বেইজ্জত করা মন্তব্য হ্যাডিনের

Border Gavaskar Trophy: বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম টেস্টেই ভারত নামবে পারথের গতিময় পিচে। যেখানে চূড়ান্ত চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকবে ভারতীয় ব্যাটারদের জন্য।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Brad Haddin On Team India

Brad Haddin On Team India: টিম ইন্ডিয়াকে নিয়ে বড় মন্তব্য করলেন ব্র্যাড হ্যাডিন (পিটিআই)

Brad Haddin on Border Gavaskar Trophy: সাম্প্রতিককালে ভারতীয় ব্যাটিং একাধিকবার হোম অথবা এওয়ে কন্ডিশনে ভেঙে পড়েছে। বর্ডার গাভাসকার ট্রফিতে ভারতের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসাবে থাকছেন জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের মত ত্রয়ী স্পিডস্টারকে সামলানো। দলগতভাবে ভারত টানা পাঁচ টেস্ট জুড়ে ধারাবাহিকভাবে ব্যাটিং বিপর্যয় রোধ করতে পারে কিনা, সেটাই আপাতত দেখার।

Advertisment

তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্র্যাড হ্যাডিন মনে করছেন, অস্ট্রেলিয়ার পিচে ভারতীয়রা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারবেন না। এক পডকাস্টে তিনি বলেছেন, "মনে হয়না ভারতের ব্যাটাররা আমাদের দ্রুত গতির বোলারদের সামলাতে পারবে। জানি যশস্বী জয়সওয়াল বেশ ভালো ব্যাটার। তবে ও আগে কখনও অস্ট্রেলিয়ায় আসেনি। তাই ও এখানকার বাউন্স হ্যান্ডল করতে পারবে কিনা, সেই বিষয়ে নিশ্চিত নই। পারথে ওপেন করা ভীষণ কঠিন।"

ভারত মিডল অর্ডারে অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারাদের মত অভিজ্ঞ তারকাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা গত অস্ট্রেলিয়া সফরে ভারতের সাফল্যে বড় ভূমিকা নিয়েছিলেন। জসওয়াল তো বটেই অনেক নতুন ভারতীয় তারকাই এবার অস্ট্রেলিয়ার মাটিতে প্ৰথমবার টেস্ট খেলতে নামবেন।

হ্যাডিন আরও বলেছেন, "আমার মনে হয় ওঁদের একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলা দরকার ছিল। টেস্ট ম্যাচের সূচির মধ্যে নিশ্চিন্তে ওয়ার্ম আপ ম্যাচ খেলা যেত। সিনিয়র প্লেয়ারদের না হলেও জুনিয়রদের জন্য যারা আগে কখনও অস্ট্রেলিয়ার মাটিতে খেলেনি, তাঁদের জন্য প্রস্তুতি ম্যাচ সহায়ক হত।"

"বিশেষ করে সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলদের মত নতুন মুখদের জন্য অস্ট্রেলিয়ার কোনও রাজ্য দল অথবা এ দলের বিপক্ষে ওঁরা খেলতেই পারত। অস্ট্রেলিয়ার পিচে জুনিয়রদের ধাতস্থ হওয়ার মত সুযোগ দেওয়া দরকার ছিল।"

এদিকে বর্ডার গাভাসকার ট্রফি নিয়ে ভবিষ্যতবাণী করতে গিয়ে অজি তারকা ফিঞ্চ বলেছেন, "দুই দলের পেস আক্রমণ এত শক্তিশালী যে টপ অর্ডার কখনও না কখনও বিপদে পড়বেই। ছন্দ পেয়ে গেলেই দুই দলের টপ অর্ডারে ধস নামবেই। আমার মনে হয় দুই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন দুই কিপার ব্যাটার এলেক্স ক্যারি এবং ঋষভ পন্থ। দুজন উইকেটকিপারই বড় ভুমিকা নেবে। দ্রুত ম্যাচের মোড় ঘুরবে। এবং আমার মতে দুজন বড় দায়িত্ব নেবে।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment