Advertisment

Tim Paine on Gautam Gambhir: ভারতের কোচ হওয়ার যোগ্য নন গম্ভীর! বোমা ফাটিয়ে হেড কোচকে আক্রমণ অস্ট্রেলিয়ার প্রাক্তন নেতার

Border Gavaskar Trophy: গম্ভীরকে ভয়ানক অপমানে ভরালেন অস্ট্রেলিয়ান সুপারস্টার। বর্ডার-গাভাসকার ট্রফির আগে ভারতকে দুমড়ে দিতেই কি গম্ভীরকে নিশানা প্রাক্তন অধিনায়কের?

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, Gautam Gambhir

Gautam Gambhir: অজিদের সমালোচনার শিকার গৌতম গম্ভীর (বিসিসিআই)

Tim Paine on Gautam Gambhir: গৌতম গম্ভীর ভারতীয় দলের জন্য উপযুক্ত নয়। বরং, রবি শাস্ত্রী অনেক ভালো। বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্যে গৌতম গম্ভীরের ওভাবে   প্রতিক্রিয়া দেখানোটা ঠিক হয়নি। পেনের দাবি, এই প্রতিক্রিয়াই প্রমাণ যে গম্ভীর চাপের মুখে শান্ত থাকতে পারেন না। এই ব্যাপারে তাঁর অক্ষমতা রীতিমতো উদ্বেগজনক। 

Advertisment

ভারত ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ-এ ২২ নভেম্বর থেকে মাঠে নামবে। পন্টিং ধারাভাষ্য দিতে গিয়ে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ব্যর্থতার প্রসঙ্গ তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন যে, তারকা ব্যাটার গত পাঁচ বছরে মাত্র দুটি সেঞ্চুরি করেছেন। জবাবে গম্ভীর, অস্ট্রেলিয়ার পথে রওনা হওয়ার আগে এক সাংবাদিক বৈঠকে, পন্টিংয়ের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, 'ভারতীয় ক্রিকেটের সঙ্গে পন্টিংয়ের আবার কীসের সম্পর্ক? ওঁর অস্ট্রেলিয়া সম্পর্কে কথা বলা উচিত।'

পন্টিংয়ের পাশে দাঁড়িয়ে পেন বলেছেন যে পন্টিং কেবল ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেছেন। তার বেশি কিছু নয়। এই ইস্যুতে গম্ভীরের নিন্দা করাই শুধু নয়। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর প্রশংসাও করেছেন পেন। তিনি জানান, শাস্ত্রীর নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ায় দুটি ঐতিহাসিক সিরিজ জিতেছে। শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি পেন। তিনি বলেছেন, 'আমার ব্যাপারটা ভালো লাগেনি। গম্ভীরকে একটা খুব সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। আমার মনে হয় ও রিকিকে এখনও ওঁর বিরুদ্ধে খেলা ক্রিকেটার হিসেবে দেখছে। কিন্তু, রিকি এখন একজন ধারাভাষ্যকার। ওঁকে মতামত দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়। আর, ওঁর মতামতটা ঠিকই। বিরাট ক্রমশ পিছিয়ে পড়ছে। এটা উদ্বেগের ব্যাপার। কিন্তু, আমার কাছে এখন রোহিত শর্মা বা বিরাট কোহলি না। আমি ভারতীয় দলের কোচের শান্ত থাকতে না পারার ক্ষমতা দেখে উদ্বিগ্ন।'

এই প্রসঙ্গে পেন জানিয়েছেন যে রবি শাস্ত্রী তাঁর আবেগের মাধ্যমে ভারতীয় দলের মধ্যে একটা শক্তি এনে দিয়েছিলেন। সেই দিক দিয়ে বিচার করলে, গম্ভীর ভারতীয় দলের জন্য সঠিক লোক নন। এই প্রসঙ্গে পেন বলেন, 'ভারত অস্ট্রেলিয়ায় তাদের শেষ দুটি সিরিজ জিতেছে শাস্ত্রীর জমানায়। শাস্ত্রী একটা দুর্দান্ত পরিবেশ তৈরি করেছিলেন। খেলোয়াড়রা উৎসাহ আর আবেগ নিয়ে খেলেছিলেন। শাস্ত্রী খেলোয়াড়দের কাছে তাঁর স্বপ্ন বিক্রি করেছিলেন। যাতে খেলোয়াড়রা উৎসাহিত হয়েছিলেন। কিন্ত, ভারতের বর্তমান কোচ নিজে একজন কাঁটার মত। তিনি যেন কেবলই প্রতিযোগী। আর, এটা মোটেই ভালো ব্যাপার না। গম্ভীর ভারতীয় দলের জন্য উপযুক্ত না। সেই কারণেই আমি উদ্বিগ্ন।'

Gautam Gambhir Ricky Ponting Cricket News Border-Gavaskar Trophy Indian Cricket Team Australia Cricket Team
Advertisment