WTC Point Table after Sydney Test: ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া, শোচনীয় স্বপ্নভঙ্গ কোহলি-বুমরাদের

AUS vs IND: লর্ডসের ডব্লিউটিসি ফাইনাল আবার অন্যদিক থেকেও রেকর্ড গড়তে চলেছে। ১১৩ বছর পর এই প্রথমবার ইংল্যান্ডে কোনও নিরপেক্ষ টেস্ট আয়োজিত হতে চলেছে।

AUS vs IND: লর্ডসের ডব্লিউটিসি ফাইনাল আবার অন্যদিক থেকেও রেকর্ড গড়তে চলেছে। ১১৩ বছর পর এই প্রথমবার ইংল্যান্ডে কোনও নিরপেক্ষ টেস্ট আয়োজিত হতে চলেছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia

India vs Australia: সিডনিতে দুরন্ত জয় অস্ট্রেলিয়ার (টুইটার)

World Test Championship Point Table Update: সিডনিতে হারের পর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার দৌড় থেকে বাদ পড়ল। আর, অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল। রবিবারই অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিডনি টেস্ট জিতেছে। আর, একইসঙ্গে ৩-১ ব্যবধানে হারিয়ে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ জিতে নিয়েছে।

Advertisment

এবার ডব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। গত ১০ বছরের মধ্যে এই প্রথমবার ভারত বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজে ৩-১ ব্যবধানে হারল। আর, এই জয়ের দৌলতে অস্ট্রেলিয়া পরপর দু'বার ডব্লিউটিসি ফাইনালে উঠল। তারা গতবারের ডব্লিউটিসি চ্যাম্পিয়ন।

ভারতও ইতিমধ্যে পরপর দু'বার ডব্লিউটিসি ফাইনালে উঠেছে। টিম ইন্ডিয়া ২০২১ এবং ২০২৩ সালে ডব্লিউটিসির ফাইনালে উঠেছিল। এবার উঠতে পারলে ভারতীয় দল টানা তিনবার ডব্লিউটিসি ফাইনালে ওঠার রেকর্ড করত। অস্ট্রেলিয়ার হাতে এখনও দুটি ম্যাচ বাকি আছে।

Advertisment

ওই দুটি ম্যাচ হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। রবিবার হারার ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্ট শতাংশ (PCT) ৫২.৭৭ থেকে কমে হল ৫০.০০। চলতি ডব্লিউটিসি চক্রে রবিবার ছিল ভারতের অষ্টম হার। আর, অস্ট্রেলিয়ার ১১তম জয়। এই জয়ের ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬১.৪৫ থেকে বেড়ে হল ৬৩.৭২।

আগের ডব্লিউটিসি ফাইনালে ২০২৩ সালে ভারতকে ওভালে হারিয়েছিল প্যাট কামিন্সের ছেলেরা। এবারের ডব্লিউটিসি ফাইনাল শুরু হবে ১১ জুলাই। চলবে, ১৫ জুলাই পর্যন্ত। আর, সেখানেই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসের ডব্লিউটিসি ফাইনাল আবার অন্যদিক থেকেও রেকর্ড গড়তে চলেছে।

১১৩ বছর পর এই প্রথমবার ইংল্যান্ডে কোনও নিরপেক্ষ টেস্ট আয়োজিত হতে চলেছে। এর আগে শেষবার ইংল্যান্ডে নিরপেক্ষ টেস্ট হয়েছিল ১৯১২ সালে। সেটা ছিল ত্রিদেশীয় টুর্নামেন্ট। এবার ভারতের ডব্লিউটিসি ফাইনালে ওঠার সম্ভাবনা প্রথম ধাক্কা খায় হোম সিরিজে নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

সেখানে ভারত ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে। তার তিন মাসের মধ্যেই ভারতের টেস্ট ম্যাচে পরাজয়ের সংখ্যা বেড়ে হল ৬। যার ফলেই টিম ইন্ডিয়া টানা ৩য় বার ডব্লিউটিসি ফাইনালে উঠতে ব্যর্থ হল।

Cricket Australia Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India WTC