Advertisment

বাদ পড়ছেন পন্থ, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ODI-তে নজরকাড়া একাদশ সাজাচ্ছে ভারত! দেখুন একনজরে

বাংলাদেশ সিরিজে পূর্ণ শক্তির ভারতীয় দল গিয়েছে ঢাকায়

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হার হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কিউই সফরের ব্যর্থতা ভুলে ভারত আপাতত ফোকাস করছে বাংলাদেশ সিরিজে। ওয়ানডে বিশ্বকাপের এক বছরও বাকি নেই। সেদিকে নজর রেখেই ভারত দলের কম্বিনেশন ঠিক করার কাজ শুরু করবে বাংলাদেশ সিরিজ থেকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেএল রাহুল সকলেই বাংলাদেশ সিরিজে থাকছেন। কীভাবে ভারত প্ৰথম একাদশ সাজাবে, সেদিকে নজর থাকবে-

Advertisment

ঋষভ পন্থকে নিয়ে ভারতের চিন্তা রয়েছে। গোটা বছরে সীমিত ওভারের ক্রিকেটে শোচনীয় ব্যর্থ তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। নিউজিল্যান্ড সিরিজে পন্থ ১২.৫০ গড়ে করেছেন মাত্র ২৫ রান। কেএল রাহুলও থাকছেন টপ অর্ডারে। এমন অবস্থায় ভারত পন্থকে কীভাবে ব্যবহার করে, সেদিকে নজর থাকবে। তবে টিম ম্যানেজমেন্ট চাইলে পন্থের জায়গায় ঈশান কিষানকে খেলাতে পারেন।

আরও পড়ুন: রবিবারই শুরু ভারত-বাংলাদেশ হাড্ডাহাড্ডি সিরিজ! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ

চোট আঘাতের সমস্যাও থাকছে ভারতের স্কোয়াডে। স্কোয়াডে রাখা হলেও ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইয়াশ দয়ালরা। শামির জায়গায় স্কোয়াডে নিয়ে নেওয়া হয়েছে কিউই সফরে নজরকাড়া উমরান মালিককে। ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে থাকা শাহবাজ আহমেদ জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজার বদলি হিসাবে। চোটের সমস্যায় রয়েছে বাংলাদেশও। তারকা ওপেনার তামিম ইকবালের সার্ভিস পাবে না পদ্মাপাড়ের দেশ।

ভারত সম্ভাব্য প্ৰথম একাদশ:

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (ভাইস ক্যাপ্টেন, উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ

আরও পড়ুন: খাবার নেই, খিদে পেটেই যেতে হল বাংলাদেশ! ঢাকায় নেমেই বিষ্ফোরক অভিযোগ চাহারের

বাংলাদেশ সম্ভাব্য প্রথম একাদশ: আনামুল হক, লিটন দাস (ক্যাপ্টেন), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহিম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ, ঈশান কিষান, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, উমরান মালিক, মহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন

আরও পড়ুন: অন্ডকোষ আঁকড়ে কুৎসিত অঙ্গভঙ্গি বিশ্বকাপে! কদর্য রাজনীতিতে ভয়াবহ বিতর্ক কাতারের মাঠে

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, তামিম ইকবাল, আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান

Bangladesh Cricket Indian Cricket Team
Advertisment