Advertisment

Team India predicted playing 11 against Bangladesh: বাংলাদেশের হাওয়া ফেলতে সেরার সেরা ১১ নামাচ্ছে ভারত! মাঠে নামার আগেই কাঁপুনি শুরু টাইগারদের

IND vs BAN 1st t20I predicted Playing XI: আইপিএল খেলা তারকাদের নিয়ে টি২০-র স্কোয়াড সাজিয়েছে ভারত। তবে সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছেন শিভম দুবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

Team India playing XI prediction against Bangladesh: শক্তিশালী প্ৰথম একাদশ সাজাচ্ছে টিম ইন্ডিয়া (টুইটার)

IND vs BAN 1st t20I predicted Playing XI:  সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে নামছে রবিবার। গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। ভারতের টি২০ স্কোয়াডে নেই সদ্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে ওঠা কোনও তারকাই। অন্যদিকে, টেস্টে ভারতের কাছে পর্যুদস্ত হওয়া বহু তারকাই থাকছেন বাংলাদেশ স্কোয়াডে।

Advertisment

এমনিতে বাংলাদেশের সীমিত ওভারে শক্তিশালী দলগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামর্থ্য রাখে। ভারত আবার টি২০ ওয়ার্ল্ড কাপ জেতার পরবর্তী পর্যায়ে রূপান্তর পর্বের মধ্যে রয়েছে। শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়েতে সীমিত ওভারের ফরম্যাটেই নতুন আঙ্গিকের ভারতীয় দলের ধাক্কা খাওয়ার নজির বেশি পুরোনো নয়।

Predicted XI’s

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, শিভম দুবে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা

যে তারকার দিকে নজর থাকবে: সীমিত ওভারের ফরম্যাটে জাতীয় দলে সঞ্জু স্যামসনের জায়গা পাওয়া নিয়ে তর্ক-বিতর্ক শেষ হওয়ার নয়। তবে চূড়ান্ত প্রতিভাবান হওয়া স্বত্ত্বেও ধারাবাহিকতার চূড়ান্ত অভাবে এখনও ছন্নছাড়া তিনি। শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের অনুপস্থিতিতে সঞ্জু আরও একবার নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে।

বাংলাদেশ সম্ভাব্য প্ৰথম একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব

যে তারকার দিকে নজর থাকবে: ভারতে এসে হয়ত দেশীয় সমর্থকদের কাছে টেস্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন লিটন। তবে সীমিত ওভারের ফরম্যাটে বরাবর ভারতের বিপক্ষে ভালো ফলাফল করেছেন লিটন। বাংলাদেশের বোলিং শক্তি যথেষ্ট সম্ভ্রম উদ্রেককারী। ব্যাটিং স্রেফ স্ফুলিংগের অভাব রয়েছে। সেই খামতি ঢেকে দিতে পারেন লিটন কুমার দাস।

ভারত বনাম বাংলাদেশ টি২০-তে মুখোমুখি সাক্ষাৎ: ১৩টি ম্যাচে

ভারতের জয়: ১২টিতে, বাংলাদেশের জয়: ১টিতে

ভারত বনাম বাংলাদেশ পিচ রিপোর্ট

গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে নতুন পিচে হবে প্ৰথম টি২০ ম্যাচ। ধরে নেওয়া হচ্ছে ব্যাটিং সহায়ক পিচেই হবে ম্যাচ। তবে শিশিরের ফ্যাক্টরের কারণে টসে জয়ী দল প্ৰথমে বোলিং করতে চাইবে।

ভারত বনাম বাংলাদেশ আবহাওয়া রিপোর্ট:

এমনিতে বর্ষাকাল হলেও রবিবার গোয়ালিয়রের বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, রোদ ঝলমলে পরিবেশ থাকবে। রাতে গরম আবহাওয়া থাকবে।

ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিংহ, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment