IND vs BAN, Hasan Mahmud: বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ভারতের ব্যাটিং বিপর্যয়ের মাধ্যমে শুরু হল। প্ৰথম দিন শুরুর সেশনে ৮৮ রান তোলার ফাঁকেই ভারত ৩ উইকেট হারিয়েছে। আর ভারতের ব্যাটিংয়ে নাস্তানাবুদ করলেন ২৪ বছর বয়সী বাংলাদেশি সিমার হাসান মাহমুদ।
প্রথম সেশনেই তাঁর শিকার রোহিত শর্মা (৯), শুভমান গিল এবং বিরাট কোহলি (৬)। গিল আবার রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। হাসান মাহমুদের দাপটে ভারত একসময় ৩৪/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে চতুর্থ উইকেটে ঋষ। পন্থ এবং যশস্বী জয়সওয়াল ৫৪ রানের পার্টনারশিপে দলের ব্যাটিং বিপর্যয়ে স্থিরতা এনেছেন।
— Cricket Cricket (@cricket543210) September 19, 2024
চিপকের পিচে হালকা ঘাসের আস্তরণ রয়েছে। এমন পিচে হালকা মেঘলা পরিবেশে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ হয়ে যায় ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারেই। গুড লেন্থ থেকে হালকা অফস্ট্যাম্পের বাইরে বল মুভ করতেই স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন রোহিত শর্মা।
ভারতীয় ক্যাপ্টেনের ক্যাচ পাকড়াও করেন বাংলাদেশি অধিনায়ক। এর কিছুক্ষণ পরেই লেগ স্ট্যাম্পের বল ফ্লিক করতে গিয়ে কানায় লেগে কিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন শুভমান গিল, রানের খাতা খোলার আগেই। বিরাট কোহলির ইনিংস-ও দীর্ঘস্থায়ী হয়নি। সফট হ্যান্ডে খেলতে গিয়ে বিদায় নিয়েছিলেন রোহিত, অন্যদিকে কোহলি অফস্ট্যাম্পের বল চেজ করতে গিয়ে হার্ড হ্যান্ডে নিজের বিপদ ডেকে আনেন।
একপ্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও শেষ ইংল্যান্ড সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক যশস্বী জয়সওয়াল অন্যপ্রান্তে অবিচল থাকেন। তিনি এবং ঋষভ পন্থ আপাতত ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিচ্ছেন।