Advertisment

Virat Kohli-Mushfiqur Rahim: কোহলি-মুশফিকুরের পুরোনো 'শত্রুতা' ফিরল কমেন্ট্রি বক্সে! মাঠে নয়, মাঠের বাইরেই ঝড় দুই মহারথীর

Virat Kohli sledging with Mushfiqur Rahim: বারবারই মাঠে মুশফিকুরের সঙ্গে লেগে গিয়েছে কোহলি। সেই প্রসঙ্গেরই এবার কমেন্ট্রি বক্সে অবতারণা করলেন তামিম ইকবাল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ, virat kohli, mushfiqur rahim, বিরাট কোহলি, মুশফিকুর রহিম

IND vs BAN: মুশফিকুরের দাবি বিরাট তাঁকে বারবারই স্লেজিং করেন (টুইটার)

Mushfiqur Rahim vs Virat Kohli, IND vs BAN: কোহলির সঙ্গে মুশফিকুর রহিমের স্লেজিং ইতিহাস হঠাৎ আলোচনায় উঠে এল চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে। মুশফিকুর রহিম যখন ক্রিজে ব্যাট করছিলেন। সেই সময় হঠাৎ করেই তামিম ইকবাল কমেন্ট্রি করার সময় বলে ওঠেন, কিছু উত্তেজক ঘটনার অপেক্ষায় রয়েছেন তিনি।

Advertisment

কোহলির সঙ্গে তাঁর স্লেজিংয়ের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন তামিম। সেই সময় তামিমের সঙ্গেই কমেন্ট্রি করছিলেন রবি শাস্ত্রী। তিনি বাংলাদেশের প্রাক্তন ওপেনারকে অপদস্থ করার এমন সুযোগ হাতছাড়া করতে চাননি।

সেই কথোপকথন

তামিম ইকবাল: মুশফিকুর রহিম ব্যাট করছে। বিরাট কোহলি ফার্স্ট স্লিপে রয়েছে। চোখ রাখো ওঁদের ওপর। ওঁদের কিন্তু ভালোমত ইতিহাস রয়েছে।

রবি শাস্ত্রী: কীসের ইতিহাস?

তামিম ইকবাল: আরে, তুমি তো জানো রবি। তুমি তো ভালো করেই জানো, কোন ইতিহাসের কথা আমি বলছি।

আরও পড়ুন: সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলো-অন করাল না ভারত! কেন, ক্যাপ্টেন রোহিতের তুখোড় স্ট্র্যাটেজি জেনে নিন

ঘটনা হল, মুশফিকুর রহিম একবার বিরাটকে স্লেজিং করা নিয়ে মুখ খুলেছিলেন। বলে দেন, "আমি যখনই ব্যাট করতে নামি, বিরাট আমাকে স্লেজিং করে। কারণ ও বরাবর প্রতিদ্বন্দ্বিতা ভালবাসে। কোনও ম্যাচ হারতে চায়না। ওঁর সঙ্গে আমার এই দ্বৈরথ বেশ লাগে আমার। ভারতের মুখোমুখি হলে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকি আমি।"

যাইহোক, ভারত চেন্নাই টেস্টে এখন চালকের আসনে। ব্যাটিং বিপর্যয়কে সঙ্গী করেই ভারত প্ৰথম ইনিংসে ৩৭৬ তুলে দিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের শতরান এবং রবীন্দ্র জাদেজার ৮৮ রানে ভর করে। জবাবে বাংলাদেশ ভারতের বোলিং শক্তির কাছে স্রেফ পিষে গিয়েছে। পুরো ৫০ ওভার ব্যাট করার আগেই ১৪৯-এ অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। বুমরা, সিরাজ, আকাশ দীপদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ।

বুমরা চার উইকেট শিকার করেছে লেন। দুটো করে উইকেট নিয়েছেন আকাশ দীপ, সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। ২২৭ রানে প্ৰথম ইনিংসে লিড নিলেও ভারত ফলো অন করায়নি বাংলাদেশকে। ভারত দ্বিতীয় ইনিংসে ৮১ রান যোগ করার ফাঁকেই হারিয়েছে ৩ উইকেট। ক্রিজে ব্যাট করছেন ঋষভ পন্থ এবং শুভমান গিল।

Virat Kohli Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment