IND vs BAN, Rishabh Pant, Litton Das: ভারত বনাম বাংলাদেশ প্ৰথম টেস্টের শুরুর সেশনেই বিতর্কের ঝড়। মাঠেই লেগে গেল ঋষভ পন্থ এবং লিটন দাসের। তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন দুই দলের দুই কিপার ব্যাটার ঋষভ পন্থ, লিটন দাস।
ব্যাট হাতে আগ্রাসী ক্রিকেটের জন্য ক্রিকেট বিশ্বে জনপ্রিয় ঋষভ পন্থ। বিশাল বিশাল ছক্কা, চার হাঁকাতে পারেন অবলীলায়। তবে চেন্নাই টেস্টে ক্রুদ্ধ হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন প্রতিপক্ষ দলের কিপারের সঙ্গে।
ভারত শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। চেন্নাইয়ের ফার্স্ট সেশনে সুইং সহায়ক পরিবেশে হাসান মাহমুদ ভারতীয় ব্যাটিংয়ে ধস নামান। স্কোরবোর্ডে ৩৪ রান তোলার ফাঁকেই ভারত হারায় রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে। সেই ধাক্কা সামলে ভারতকে টানছিলেন ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল।
১৬ তম ওভারের ঘটনা। সেই সময় একটা ওভার থ্রো সরাসরি ঋষভ পন্থকে আঘাত করে। তারপরেই লিটনের ওপর রেগে যেতে দেখা যায় পন্থকে। সরাসরি হিন্দিতে বলেন, "আরে ওঁকে দাও না, আমাকে কেন আঘাত করছ!" পাল্টা কথায় জবাব দেন লিটন-ও। দুজনকেই বেশ কিছুক্ষণ দেখা যায় তর্কাতর্কি করছেন। সেই ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Argument between liton das & rishabh pant.
— PantMP4. (@indianspirit070) September 19, 2024
Rishabh : "usko feko na bhai mujhe kyu mar rhe ho" pic.twitter.com/cozpFJmnX3
যাইহোক, প্ৰথম সেশনে ভারতকে বিপদ থেকে উদ্ধার করার ইঙ্গিত দিলেও দ্বিতীয় সেশনে শুরুতেই পন্থ আউট হয়ে যান। ৬৩২ দিন পর টেস্টে খেলতে নেমেছিলেন পন্থ। প্রত্যাবর্তনের টেস্টে পন্থ ৫২ বলে ৩৯ করে যান। সবলীল ভঙ্গিতে হাফডজন বাউন্ডারিও হাঁকিয়ে যান। তাঁর উইকেট-ও শিকার করেন হাসান মাহমুদ। সেই লিটনের হাতে ক্যাচ তুলেই বিদায় নেন।
চিপকের পিচে হালকা ঘাসের আস্তরণ রয়েছে। এমন পিচে হালকা মেঘলা পরিবেশে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ হয়ে যায় ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারেই। গুড লেন্থ থেকে হালকা অফস্ট্যাম্পের বাইরে বল মুভ করতেই স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন রোহিত শর্মা। ভারতীয় ক্যাপ্টেনের ক্যাচ পাকড়াও করেন বাংলাদেশি অধিনায়ক।
এর কিছুক্ষণ পরেই লেগ স্ট্যাম্পের বল ফ্লিক করতে গিয়ে কানায় লেগে কিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন শুভমান গিল, রানের খাতা খোলার আগেই। বিরাট কোহলির ইনিংস-ও দীর্ঘস্থায়ী হয়নি।
সফট হ্যান্ডে খেলতে গিয়ে বিদায় নিয়েছিলেন রোহিত, অন্যদিকে কোহলি অফস্ট্যাম্পের বল চেজ করতে গিয়ে হার্ড হ্যান্ডে নিজের বিপদ ডেকে আনেন। একপ্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও শেষ ইংল্যান্ড সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক যশস্বী জয়সওয়াল অন্যপ্রান্তে অবিচল থাকেন। দুজনের জুটিতে ভাঙন ধরার আগে হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান দুই তারকা