IND vs BAN, Rohit Sharma DRS: নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হলেন মহম্মদ সিরাজ। স্কোরবোর্ডে ভারত ৩৭৬ রান তোলার পর বুমরার সঙ্গে নতুন বল হাতে আক্রমণ শুরু করেছিলেন সিরাজ। তবে ফার্স্ট সেশনে বাংলাদেশ ২৬/৩। বুনরা এবং আকাশ দীপ নিজেদের মধ্যে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তবে লাঞ্চের আগে উইকেট পেতে পারতেন মহম্মদ সিরাজ-ও।
রোহিতের ভুল ডিআরএস চালে উইকেট পাওয়া হল না তাঁর। কী হয়েছিল। চতুর্থ ওভারের পঞ্চম বলেই সিরাজের বল আছড়ে পড়েছিল বাংলাদেশের ওপেনার জাকির হাসানের প্যাডে। সিরাজের আগুনে ডেলিভারিতে গতিতে পরাস্ত হওয়া বাংলাদেশি ওপেনার নিজের ভারসাম্যও হারিয়ে ফেলেন।
যথারীতি সিরাজ আবেদন করলেও পত্রপাঠ নাকচ করে দেন আম্পায়ার রড টাকার। এমন অবস্থায় সিরাজ ডিআরএস নেওয়ার পক্ষপাতী ছিলেন। তাঁর বিশ্বাস ছিল বল ইন-লাইন পিচ করেই জাকির হাসানের প্যাডে ধেয়ে গিয়েছিল। তিনি দ্বারস্থ হয়েছিলেন ক্যাপ্টেন রোহিতের।
— Nihari Korma (@NihariVsKorma) September 20, 2024
অধিনায়ক অবশ্য ডিআরএস কনফার্ম করার আগে উইকেটকিপার পন্থের সাহায্য চান। পন্থ সরাসরি ডিআরএস নেওয়ার বিরুদ্ধে মত জানান। বলে দেন, "বেশি উচ্চতা ছিল? লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত সম্ভবত।" রোহিতকে স্ট্যাম্প মাইকে বলতে শোনা যায়, "এটা কি ওপরে যাচ্ছে? মনে হচ্ছে লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত।"
নির্ধারিত সময়ের মধ্যে সিরাজ-পন্থ-রোহিতের সেই রুদ্ধশ্বাস আলোচনার পরেই টিম ইন্ডিয়া ডিআরএস-এর জন্য আর আবেদন করেনি। এতেই হতাশ হয়ে পড়েন মহম্মদ সিরাজ। পরে হক-আইয়ে সিরাজ-ই ঠিক প্রমাণিত হন। দেখা যায় বল ইন লাইন পিচিং করেই প্যাডে লেগেছিল। ডিআরএসের জন্য আবেদন করলেই ভারতের খাতায় যুক্ত হত একটি উইকেট।
এতেই সিরাজের চোখে মুখে আরও হতাশা নেমে আসে। সম্ভাব্য শিকার হাতছাড়া হওয়ার পর রোহিতের গালে দেখা যায় ক্ষমা-সূচক হাসি। সিরাজকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালান পন্থ-ও।
সিরাজের বলে বেঁচে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি জাকির হাসান। কিছুক্ষণ পরেই আকাশদীপের বলে বোল্ড হয়ে যান তিনি। তবে সিরাজ-ও উইকেট নিয়ে প্ৰথম সেশন শেষ করতে পারতেন। এটাই আরও হতাশ করে তুলছে তাঁকে।