Advertisment

Virat Kohli LBW: বাংলাদেশ নয়, নিজেই নিজেকে আউট করলেন কোহলি! চেন্নাই টেস্টে বিরাট-কীর্তিতে ভয়ানক বিতর্ক, দেখুন

Virat Kohli's DRS blunder: বাংলাদেশ ভারতের বোলিংয়ের সামনে মাত্র একটা সেশনেই উড়ে যায়। কোনও ব্যাটার-ই ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বুমরা-সিরাজদের সামনে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli DRS blunder, India vs Bangladesh, IND vs BAN

Virat Kohli against Bangladesh: কোহলি রিভিউ না নেওয়ায় ক্ষুব্ধ রোহিত (টুইটার)

Virat Kohli DRS in IND vs BAN: চেন্নাই টেস্টে প্রথম ইনিংসের মতই হতাশ করলেন বিরাট কোহলি। প্ৰথম ইনিংসে ৬ করে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে বিদায় নিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে ক্রিজে জমে গিয়েও ফিরতে হল তাঁকে।

Advertisment

অবশ্য বাংলাদেশ নয়, তিনি নিজেই নিজেকে আউট দিলেন। এ যেন মাথা-ঘেঁটে যাওয়া বিষয়-আশয়। গিলের সঙ্গে ক্রিজে জমে গিয়েছিলেন কিং কোহলি। ঠিক যখন বড় রানের সম্ভবনা জাগাচ্ছিলেন, সেই সময়েই মেহেদি হাসান মিরাজের বলে ফ্রন্টফুটে ডিফেন্স করতে গিয়ে লেগ বিফোর হয়ে যান তিনি।

ফুল লেংথের বল ফ্রন্ট ফুটে স্কোয়ার লেগ অঞ্চলে খেলতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটের মুখ একটু তাড়াতাড়িই বন্ধ করে দিয়েছিলেন। আম্পায়ার রিচার্ড কেটেলবরো আঙ্গুল তুলে দিলেও কোহলি রিভিউ নেননি। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা গিলের সঙ্গে সামান্য বাক্য বিনিময় করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

গিলকে কোহলি জিজ্ঞাসা করেন বলের লাইন সোজা ছিল কিনা। গিলের তরফে সদর্থক উত্তর পেয়েই মাঠ ছাড়েন তিনি। গিল তবুও কোহলিকে রিভিউ নেওয়ার আবেদন করেন। তবে জুনিয়র তারকার কথায় কর্ণপাত করেননি বিরাট।

তবে সকলকে অবাক করে দিয়ে রিপ্লেতে দেখা যায় কোহলির ব্যাটে বড়সড় স্পাইক ছিল। যা তিনি নিজেও বুঝতে পারেননি। সেই রিপ্লে দেখে রোহিতও ড্রেসিংরুমে হতাশ হওয়ার ভঙ্গি করেন। সেই সময় গিলকে দেখা যায় আম্পায়ারের দিকে তাকাতে। রিচার্ড কেটেলবরো মুচকি হেসে বিষয়টি লঘু করেন।

আরও পড়ুন: ড্রেসিংরুমেই অন্তরঙ্গ সিরাজ-আকাশ দীপ! চরম অবস্থায় ঘনিষ্ঠ মুহূর্ত, ফাঁস হতেই চমকে গেল ক্রিকেট মহল

ভারত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারালেও, চালকের আসনে রোহিতরা। ইতিমধ্যেই ৩০৮ রানের লিড নিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। ভারতের ৩৭৬ রানের জবাবে বুমরা সহ বাকি বোলারদের দাপটে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড সত্ত্বেও ভারত প্রতিপক্ষকে ফলো অন করার পথে হাঁটেনি। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ করে যান। দিনের শেষে ক্রিজে ব্যাট করছেন ঋষভ পন্থ এবং শুভমান গিল।

Indian Team Virat Kohli Bangladesh Cricket Team India Indian Cricket Team India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment