IND vs BAN, Shubman Gill dismissal: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুভমান গিল আউট হতেই উল্লাসে ফেটে পড়লেন দর্শকরা। দেশের মাটিতে খেলা হচ্ছে। চেন্নাইয়ে প্রথম টেস্ট চলছে। তারপরও ইন্ডিয়া টিমের গিলের আউটে দর্শকদের এত উল্লাসের কারণ কী?
এনিয়ে যথারীতি ধন্দ তৈরি হয়। পরে জানা যায় যে দর্শকরা আসলে চাইছিলেন কোহলির ব্যাটিং দেখতে। কোহলির ভক্তসংখ্যা দেশজোড়া। তাই গিল আউট হতেই কোহলি মাঠে নামবেন। এটাতেই দর্শকদের সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল। সেই কারণেই তাঁরা গিলের আউটে উল্লাস দেখিয়েছেন।
রোহিত শর্মার আউটের পর ব্যাট করতে আসেন শুভমান গিল। কিন্তু, তিনি শূন্য রানেই ফিরে যান। অষ্টম ওভারে হাসান মেহমুদের বলে আউট হন গিল। লেগ সাইডে একটু নিচু হয়ে যাওয়া বল খেলতে গিয়েই গিল উইকেট হারান। কিন্তু, তিনি ফিরলে যে দর্শকরা এমন উৎসাহে ফেটে পড়বেন, সেটা বোধহয় ভারতীয় ব্যাটার কল্পনাতেও আনতে পারেননি।
তবে, যাঁর জন্য দর্শকদের এত উৎসাহ, সেই বিরাট কোহলিও বেশিক্ষণ মাঠে টেকেননি। বাইরের দিকে একটা বল খেলতে গিয়ে তিনিও হাসান মেহমুদের বলেই আউট হন। তার আগে ছয় বলে ছয় রান করেন কোহলি। কোহলির আউটের পর ৩৪ রানে তিন উইকেট পড়ে যাওয়ায় বেশ চাপের মুখে চলে যায় ভারত।
এই সময় যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ দলের হাল ধরেন। তাঁদের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভারতের মুখরক্ষা করে। আর, এই দুই ব্যাটারের সৌজন্যে ভারত ২৩ ওভারে ৩ উইকেটে পৌঁছে যায় ৮৮ রানে। ম্যাচের প্রথম সেশনেই তিন উইকেট নিয়ে আপাতত বাংলাদেশের দলে নায়ক হয়ে উঠেছেন হাসান মেহমুদ। অবশ্য হওয়ারই কথা। ভারতীয় দল শুধু নয়। বিশ্বের অন্যতম তিন সেরা ব্যাটার রোহিত শর্মা, শুভমান গিল ও কোহলিকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন।
এদিন ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শান্তর দলের সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল, তা ভারতের পরপর তিন উইকেট পড়ে যাওয়াতেই স্পষ্ট হয়ে যায়।
ভারত বনাম বাংলাদেশ, ১ম টেস্ট: ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
বাংলাদেশ একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ।