IND vs BAN Asia Cup 2025: হাইভোল্টেজ ভারত-বাংলাদেশ ম্যাচ! কেমন থাকছে পিচ, আবহাওয়া?

IND vs BAN Asia Cup 2025: সুপার ফোর ম্যাচে কেমন থাকবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ এবং আবহাওয়া? বিস্তারিত রিপোর্ট, সম্ভাব্য একাদশ সম্পর্কে বিস্তারিত জানুন।

IND vs BAN Asia Cup 2025: সুপার ফোর ম্যাচে কেমন থাকবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ এবং আবহাওয়া? বিস্তারিত রিপোর্ট, সম্ভাব্য একাদশ সম্পর্কে বিস্তারিত জানুন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Asia Cup

Asia Cup: এশিয়া কাপের এক মুহূর্তের ছবি।

Asia Cup Cricket 2025: এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বিশেষ উত্তেজনা। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। IND vs BAN Asia Cup 2025, সুপার ফোর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। সবারই প্রশ্ন, পিচ কেমন আচরণ করবে? আবহাওয়া খেলায় কী প্রভাব ফেলবে? আসুন এক নজরে দেখে নেওয়া যাক।

Advertisment

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই কিছুটা ধীর। তবে এবার ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দেখা গেছে কিছুটা ভিন্ন ছবি। উইকেটে ভারী রোলার ব্যবহার হওয়ায় ব্যাটিং তুলনামূলক সহজ হয়েছিল। স্পিনাররা কিন্তু এখনও প্রধান অস্ত্র। গত তিন বছরে এখানে ২০০-র বেশি রান ওঠেনি। সন্ধ্যার পর থেকে শিশির এই পিচে বড় ফ্যাক্টর হতে পারে, যার ফলে দ্বিতীয় ইনিংসে বোলারদের সমস্যা হবে। ব্যাটসম্যানদের ধৈর্য ধরে খেলতে হবে এবং স্পিন সামলাতে হবে সতর্কতার সঙ্গে।

আরও পড়ুন- 'যে কোনও দলই ভারতকে হারাতে পারে,' ম্যাচের আগে তির্যক মন্তব্য বাংলাদেশ কোচ ফিল সিমন্সের

Advertisment

এবারের ম্যাচ সন্ধ্যার দিকে, তবুও আবহাওয়া খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সন্ধ্যায় তাপমাত্রা রয়েছে প্রায় ৩৩° সেলসিয়াস। আর্দ্রতা (Humidity) ৪৫ শতাংশের কাছাকাছি থাকবে। আবহাওয়ার কারণে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি বাড়বে, বিশেষ করে ফিল্ডিংয়ের সময়। 

আরও পড়ুন- এশিয়া কাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, ফাইনালে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান?

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ

  1. শুভমন গিল 

  2. অভিষেক শর্মা

  3. তিলক বর্মা

  4. সূর্যকুমার যাদব (অধিনায়ক)

  5. সঞ্জু স্যামসন (উইকেটকিপার)

  6. হার্দিক পান্ডিয়া

  7. শিবম দুবে

  8. অক্ষর প্যাটেল

  9. বরুণ চক্রবর্তী

  10. কুলদীপ যাদব

  11. জসপ্রীত বুমরাহ

আরও পড়ুন- বাংলাদেশের এই বোলারকে খেলতে হবে সাবধানে, আউট করেছেন বিরাট-অভিষেককে!

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  1. সাইফ হাসান

  2. তানজিদ হাসান তামিম

  3. লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার)

  4. তৌহিদ হৃদয়

  5. শামীম হোসেন

  6. জাকার আলি

  7. মাহেদি হাসান

  8. নাসুম আহমেদ

  9. তাসকিন আহমেদ

  10. শরিফুল ইসলাম

  11. মুস্তাফিজুর রহমান

আরও পড়ুন- ভারত বনাম বাংলাদেশ, এই ৫ বিতর্ক কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব!

ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়ে ভালো শুরু করেছে। বাংলাদেশও শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী মেজাজে নামবে। দু’দলের লড়াইয়ে স্পিনাররা হতে পারেন গেম-চেঞ্জার। শিশির ব্যাটসম্যানদের পক্ষে থাকবে, তাই টস জেতা দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে চাইবে। মোদ্দা কথা, সুপার ফোরের এই ম্যাচে দুবাই স্টেডিয়ামের ধীর পিচ ও গরম-আর্দ্র আবহাওয়াকে বড় ভূমিকায় দেখা যাবে। 

cricket Asia Cup 2025