Shakib Al Hasan announces retirement: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান কানপুর টেস্টের আগেই টি২০ থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন। ২০০৭ থেকে চালু হওয়া প্রত্যেক সংস্করণের টি২০ বিশ্বকাপে অংশ নিয়েছেন তারকা অলরাউন্ডার।
২০২৪-এর সংস্করণে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কীর্তি গড়েছেন। তাঁর নামের পাশে ৫০ উইকেট। কানপুরে দ্বিতীয় টেস্টে নামার ২৪ ঘন্টা আগে সাংবাদিকদের নিজের টি২০ এবং ওয়ানডে ভবিষ্যৎও খোলসা করেছেন।
৩৭ বছরের তারকা হাসিনা সরকারের উচ্ছেদের পর আর বাংলাদেশে ফেরেননি। সরকার বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব নিশ্চুপ থেকে সমালোচনা কুড়িয়েছেন। এমনকি গত মাসে ঢাকায় ছাত্র মৃত্যুতেও তাঁর নামে এফআইআর দায়ের হয়েছে। অলরাউন্ডার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরে শেষ টেস্ট খেলতে চান তিনি।
মিরপুরে ২১ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে খেলতে নামছে টাইগার বাহিনী। সাকিব বলেছেন, "বিসিবিকে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশের কথা জানিয়ে দিয়েছি। ওঁরাও সম্মত হয়েছে। আমি যাতে বাংলাদেশে ফিরতে পারি, সেইজন্য ওঁরা সমস্ত রকম প্রচেষ্টা করে চলেছে।"
তবে দেশে ফিরলে যদি নিরাপত্তা সংক্রান্ত সমস্যা তৈরি হয়, তাহলে সাকিব জানাচ্ছেন কানপুর টেস্টই সাদা জার্সিতে তাঁর শেষ ম্যাচ হাতে চলেছে। "বাংলাদেশে যদি ফিরতে না পারি, তাহলে কানপুরে ভারতের বিরুদ্ধে টেস্টই আমার শেষ ম্যাচ।" কনফার্ম করে বলেছেন সাকিব। সাকিব আরও জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর কেরিয়ারের শেষ ওয়ানডে হতে চলেছে।
২০০৬-এ আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটে সাকিব আল হাসানের। একমাত্র ক্রিকেটার হিসেবে সমস্ত ফরম্যাট মিলিয়ে তাঁর নামের পাশে ৭০০ উইকেট এবং ১৪ হাজার রান রয়েছে। আন্তর্জাতিক টি২০-তে সাকিব তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ওয়ানডেতে যে দুই ক্রিকেটার ৭০০০ প্লাস রান এবং ৩০০ উইকেট দখল করেছেন, তাঁদের মধ্যে সাকিব অন্যতম।