/indian-express-bangla/media/media_files/pE5jPMu9RxGHL0GmmJtW.jpg)
IND vs BAN: ভারতের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত (টুইটার)
IND vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-র নেতৃত্বে দুই টেস্টেই বাংলাদেশ পিছিয়ে পড়ে হারিয়ে দিয়েছে শক্তিতে অনেক এগিয়ে থাকা পাকিস্তানকে। নিজেদের দৃঢ়তা এবং লড়াকু মনোভাব জাহির করেছেন টাইগার তারকারা।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেনে নিচ্ছেন, ভারত সিরজ কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে তাঁদের। কীভাবে ভারতের বিরুদ্ধে খেলার স্ট্র্যাটেজি কষছে বাংলাদেশ শিবির? ভারতে রওনা দেওয়ার আগে বাংলাদেশের প্রচারমাধ্যমে টাইগার অধিনায়ক বলে দিয়েছেন, "জেতার ক্ষেত্রে পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য সেই পদ্ধতি অনুসরণ করা। নিজেদের কাজ সফলভাবে করতে পারলে ফলাফল এমনিই অনুসরণ করবে।"
এরপরেই নাজমুল শান্ত আরও সংযোজন করেছে, "পাকিস্তানে ভালো একটা সিরিজ খেলার পর দলের, দেশের সমর্থকদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। প্রত্যেক সিরিজই আমাদের কাছে সুযোগ। আমরা দুটো টেস্টই জেতার জন্য খেলব। যদি ক্রমতালিকা দেখ, তাহলে ওঁরা আমাদের থেকে অনেক এগিয়ে।"
"আমরা সাম্প্রতিককালে ভালো ফর্মে রয়েছি। দারুণ সিরিজ খেলেছি। আসন্ন সিরিজে আমাদের লক্ষ্য থাকছে পাঁচ দিন ধরে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখা। শেষ দিনের শেষ সেশনে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। যদি আমরা পাঁচ দিনই ভালো খেলি, তাহলে সুযোগ থাকছে দু-দলেরই জয়ী হওয়ার সুযোগ থাকবে।"
বাংলাদেশ ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত। তবে চেন্নাইয়ে যে পিচে খেলা হবে, সেই পিচ লাল মাটির। টেস্টে বল গড়াতে এখনও পাঁচ দিন বাকি রয়েছে। আপাতত পিচে ঘাসের আচ্ছাদন রয়েছে। যাতে পিচ তাড়াতাড়ি ভঙ্গুর না হয়ে পড়ে।
২০১৯-এ সফরকারী বাংলাদেশের বিরুদ্ধে স্পিন সহায়ক নয়, বরং পেস ফ্রেন্ডলি পিচ প্রস্তুত করা হয়েছিল। সেই সিরিজে বাংলাদেশের ৪০ উইকেটের মধ্যে মাত্র পাঁচটি উইকেট পেয়েছিলেন ভারতীয় স্পিনাররা। এবার টিম ইন্ডিয়া একই কৌশল অবলম্বন করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
Read the full article in ENGLISH