India vs Bangladesh 1st T20I: টেস্ট সিরিজে ধরাশায়ী হওয়ার পর বাংলাদেশের ব্যাটাররা টি২০ সিরিজের প্রথম ম্যাচেও নাস্তানাবুদ হওয়ায় দলের ব্যাটারদের ওপর ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, বাংলাদেশের ব্যাটাররা টি২০ ফরম্যাটে কীভাবে ১৮০ রান তুলতে হয়, সেটুকুও শেখেনি। টি২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ তার দুর্বল ব্যাটিংয়ের কারণেই হেরেছে। রবিবার বাংলাদেশ ১০ উইকেটে ১২৭ রান তুললেও শুরুটা কিন্তু একেবারে খারাপ করেনি। ছয় ওভারে দুই উইকেটে তাদের রান ছিল ৩৯।
তবে, শেষ পর্যন্ত বড় রান করতে না পারায় ভারত ১১ ওভার ৫ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সিরিজে আপাতত টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে। এভাবে বড় রান করার রাস্তা থেকে তাঁর দলের পিছলে যাওয়ার কারণ হিসেবে শান্ত মনে করেন, বাংলাদেশের পিচগুলো টি২০ ফরম্যাটে বড় রান করার উপযুক্ত নয়।
সেটাই সামগ্রিকভাবে দলের ব্যাটিংকে প্রভাবিত করেছে। এই ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমাদের সামর্থ্য আছে। কিন্তু, দক্ষতায় উন্নতির দরকার। আমরা গত ১০ বছর ধরে এভাবেই ব্যাটিং করে আসছি। মাঝে মধ্যে আমরা ভালো করেছি বটে। কিন্তু, টানা ভালো খেলতে গেলে আমাদের কিছু জিনিস বদলাতে হবে। আমরা দেশে ফিরে সেগুলোর দিকে নজর দেব।'
এই ব্যাপারে শান্ত বলেন, 'আমরা ঘরের মাঠে হামেশাই ১৪০-১৫০ তুলি। তবে, আমাদের ব্যাটাররা জানে না কীভাবে টি২০-তে ১৮০ তুলতে হয়। তবে, আমি শুধু উইকেটকে দায়ী করব না। আমাদের দক্ষতা এবং মানসিকতাও এই ব্যর্থতার জন্য অনেকটাই দায়ী। আমি বলব না যে আমরা খারাপ খেলেছি। আমরা যা খেলেছি, তার চেয়ে ভালো খেলতে পারি। আমি মনে করি, আমরা এর চেয়ে ভালো দল। কিন্তু, আমরা এই ফরম্যাটে দীর্ঘদিন ভালো খেলতে পারিনি। তবে, আমি বিশ্বাস করি না যে আমরা এত খারাপ দল।'
এই ম্যাচে বাংলাদেশ ব্যাটারদের শট নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। লিটন দাসের মতো ব্যাটাররা সাধারণ বলে আউট হয়েছেন। এই ব্যাপারে শান্ত বলেন, 'আমি কোনও নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যাপারে কিছু বলব না। আমার মনে হয় ব্যাটিং ইউনিট আজ ভালো খেলতে পারেনি। আমরা যেভাবে আমাদের স্কোরিং বাড়াব ভেবেছিলাম, তাতে আগ্রাসন থাকার কথা। কিন্তু, মাঝে আমাদের কী যে হয়ে গেল! আমরা ব্যাপারটা দেখব। এটা তাড়াহুড়ো করে সম্ভব না।'
বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, তাঁর দলকে পাওয়ার প্লে-তে আরও ভালো খেলতে হবে। শেষ আট ইনিংসে বাংলাদেশ মাত্র ৬৯ রান করেছে। শান্তর কথায়, 'পাওয়ারপ্লে নিঃসন্দেহে চিন্তার বিষয়। আমরা যে পদ্ধতির কথা ভাবছি, সেটা সফল হতে গেলে, বাংলাদেশকে ভালো করে ব্যাট করতেই হবে। আমাদের প্রথম ছয় ওভারে উইকেট ধরে রাখতে হবে। তাতে ভালো রান করতে হবে। না হলে যাঁরা পরের দিকে নামবে, তাদের জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। পাশাপাশি, যাঁরা পাওয়ার প্লেতে ব্যাট করবে, তাঁদেরও আরও দায়িত্ব নিতে হবে।'
ভারতের গতিদানব মায়াঙ্ক যাদবকে নিয়েও মুখ খুলেছেন শান্ত। তিনি বলেছেন, 'আমাদের নেটেও এরকম কিছু ফাস্ট বোলার আছে। আমরা ওকে নিয়ে খুব একটা চিন্তিত নই। তবে, ও একজন ভালো বোলার।'