Mahmudullah t20I retirement after IND vs BAN series: ভারতের কাছে শোচনীয় হারের ধাক্কা আর হজম হল না। চলতি টি২০ সিরিজের প্রথম ম্যাচের পরেই অবসরের বার্তা দিলেন বাংলাদেশের বর্ষীয়ান ব্যাটার মাহমুদুল্লাহ। বাংলাদেশের পঞ্চপান্ডবের অন্যতম তারকা ছিলেন। মাশরাফি, সাকিব, তামিম আগেই ক্রিকেট থেকে সরে গিয়েছেন। এবার চলে গেলেন মাহমুদউল্লাহ-ও। রইলেন একমাত্র মুশফিকুর রহিম।
দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই মাহমুদুল্লাহ জানিয়ে দিলেন, আগামী শনিবার হায়দরাবাদে তৃতীয় টেস্টই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। ৩৯ বছরের টাইগার তারকা বিদায়ী বার্তায় বলেছেন, "এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। এটা আগে থেকেই ঠিক করা ছিল। এই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়ে ওয়ানডেতে মনোনিবেশ করার এটাই সঠিক সময়।"
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলে দিয়েছেন তিনি। ৩৯ বছরের তারকা বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি টেস্ট, ২৩২ ওয়ানডে এবং ১৩৯ টি২০ খেলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত গত টি২০ বিশ্বকাপে মাহমুদুল্লাহ তীব্রভাবে সমালোচিত হন। আফগানিস্তানের বিপক্ষে ১৯ বলে ৪৪ রান করলেই শেষ চারের জায়গা পাকা করে ফেলতে পারত টাইগাররা। তবে সমীকরণ মেলানো জয়ের চেষ্টা না করে নিরাপদ জয়ের পথে হাঁটতে চেয়েছিলেন। শেষমেশ বাংলাদেশ হেরে ছিটকে যায়।
তারপরেই মাহমুদউল্লাহর জাতীয় জায়গা নিয়ে অনেক আলোচনা হয়। তবে সকলকে অবাক করে দিয়ে ভারতের বিপক্ষেও টি২০ সিরিজে বর্ষীয়ান তারকাকে রাখা হয়েছিল। অবশ্য এখন সরে দাঁড়ালেন তিনি।