Advertisment

BCCI Team India t20 squad announcement: ফের বাদ ঈশান, বাংলাদেশকে পিষতে ঝাঁঝালো স্কোয়াড ঘোষণা ভারতের! পরপর চমক দিল BCCI

BCCI announces Team India t20 squad against Bangladesh: ৬ অক্টোবর গোয়ালিয়র থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ। ভারত শনিবার শক্তিশালী দল ঘোষণা করল আসন্ন সিরিজের জন্য।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND, BAN, ভারত, বাংলাদেশ

Team India t20 Squad against Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে টি২০ স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই (টুইটার)

Team India t20 squad against Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড ঘোষণা করে দেওয়া হল শনিবার রাতেই। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ।

Advertisment

চোট সারিয়ে ফিট হয়ে ওঠা মায়াঙ্ক যাদবকে রাখা হয়েছে স্কোয়াডে। তিন বছর পর জাতীয় দলে ফেরানো হয়েছে কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীকেও। আইপিএলে দুরন্ত খেলার সুবাদেই নাইট তারকার পুনরায় জাতীয় দলে জায়গা হল। চার মাসের বেশি সময় কোনও প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট খেলেননি মায়াঙ্ক যাদব। তাঁকে খেলার জন্য ফিটনেস ক্লিয়ারেন্স দিয়েছেন স্বয়ং এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ।

মায়াঙ্ক যাদবের কোচ দেবেন্দর শর্মা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছিলেন, "সমস্ত কৃতিত্ব লক্ষ্মণ স্যারের প্রাপ্য। এনসিএতে যাওয়ার প্ৰথম দিন থেকেই উনি মায়াঙ্ককে নিয়ে বরাবর বেশি যত্নশীল থেকেছেন। লক্ষ্মণ স্যারের কড়া নির্দেশ ছিল ওঁর কোর স্ট্রেন্থ বাড়াতে হবে প্ৰথমে। তারপরেই একমাত্র ও বোলিং শুরু করতে পারবে।"

লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মায়াঙ্কের মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন। বল করেছিলেন মাত্র ১২.১ ওভার। তবে নিয়মিতভাবে ১৫৫ প্লাস গতিতে বল করে টুর্নামেন্টকে অন্য মাত্রা এনে দিয়েছিলেন। তারপরেই পেটের পেশিতে চোটের কবলে পড়েন।

মায়াঙ্ক যাদবের কোচ দেবেন্দর জানিয়েছেন, আপাতত ভিভিএস লক্ষ্মণ স্রেফ টি২০-তে খেলার ছাড়পত্র দিয়েছেন। "হ্যাঁ, মায়াঙ্ককে অস্ট্রেলিয়ায় খেলানোর একটা প্রলোভন ছিল। তবে আমি যতদূর জানি, ওঁকে প্ৰথমে টি২০-তে পরখ করে দেখা হবে। তারপর ওঁকে বলা হয়েছে দিল্লির হয়ে রঞ্জিতে অংশ নিতে। চার দিন ম্যাচ খেলার ধকল ওঁর শরীর নিতে পারে কিনা, সেটাই এনসিএ মনিটর করবে। এই মুহূর্তে ও টি২০তে চার ওভার বল করার জন্য পুরোপুরি ফিট। আমার মনে হয়, ঘরোয়া ক্রিকেটের একটা সিজন খেলে চার দিনের ক্রিকেটের জন্য ও নিজেকে প্রস্তুত করে নিতে পারবে।" বলছিলেন তিনি।

অতীতে, লখনৌ-য়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস বলছিলেন, মায়াঙ্ককে নিয়ে বোলিং কোচ মর্নি মর্কেলের মুগ্ধতার কথা "গত সিজনে মর্নি বলছিল, এই ছেলেটা (মায়াঙ্ক) বোলারদের মধ্যে রোলস রয়েসের মত। একইভাবে আমরা এলেন ডোনাল্ডকে রোলস রয়েস বলতাম। মায়াঙ্ক লখনৌয়ের রোলস রয়েস।"

বরুণের প্রত্যাবর্তন

জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ থেকে বাদ পড়ার পর আবেগ লুকিয়ে রাখেননি কয়েক সপ্তাহ আগে। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে লিখে দিয়েছিলেন, "আমার যদি একটা পিআর এজেন্সি থাকত!" তবে জাতীয় দলে গৌতম গম্ভীর হেড কোচ হতেই শিকে ছিঁড়ল কেকেআরের মিস্ট্রি স্পিনারের।

আরব আমিরশাহিতে অনুষ্ঠিত ২০২১-এর টি২০ বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। গৌতম গম্ভীরের কেকেআরের প্রত্যাবর্তনে নাইটদের আইপিএল চ্যাম্পিয়ন করতে বড়সড় ভূমিকা ছিল বরুণের। ২১ উইকেট নিয়ে সিজনের দ্বিতীয় সেরা উইকেট রক্ষক হয়ে উঠেছিলেন। মিডল ওভারে অপ্রতিরোধ্য ছিলেন তিনি।

মাঝের ওভারেই শিকার করেছিলেন ১৯ উইকেট। যা সকল বোলারদের মধ্যে সর্বোচ্চ। সদ্য সমাপ্ত তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও বরুণ আর অশ্বিনের নেতৃত্বাধীন দিন্দিগুল ড্র্যাগনসকে চ্যাম্পিয়ন করেতে সাহায্য করেছিলেন। অফস্পিনার ১২ উইকেট নেন ৬.৬১ ইকোনমি রেটে।

তিনজন সিম বোলিং অলরাউন্ডার

স্কোয়াডে তিন সিম বোলিং অলরাউন্ডার রেখেছেন নির্বাচকরা। টি২০ বিশ্বকাপজয়ী হার্দিক পান্ডিয়া শিভম দুবের সঙ্গে তিন নম্বর অপশন হিসাবে যোগ দিয়েছেন নীতিশ রেড্ডি। জিম্বাবোয়ে সফরের আগে হঠাৎ করেই চোটের কবলে পড়ায় নীতিশ রেড্ডির জাতীয় দলের থাকার স্বপ্ন পূরণ হয়নি।

বরুণের মত সানরাইজার্স হায়দরাবাদের এই সিম বোলিং অলরাউন্ডার প্রভাবিত করেছেন নির্বাচকদের আইপিএল পারফরমেন্সের মাধ্যমে। ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করার পাশাপাশি ৩টে উইকেটও সংগ্রহ করেছিলেন।

নতুন ভূমিকায় সঞ্জু

১৫ জনের স্কোয়াডে অভিষেক শর্মা একমাত্র স্পেশ্যালিস্ট ওপেনার। দল নির্বাচন থেকেই স্পষ্ট অভিষেক শর্মার সঙ্গে জুটি বাঁধবেন সম্ভবত সঞ্জু স্যামসন। জিম্বাবোয়েতে স্মরণীয় অভিষেক ঘটেছিল অভিষেকের। মাত্র ৪৬ বলে শতরান করে গিয়েছিলেন। আইপিএলে ওপেনিং পজিশনে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে সঞ্জুর। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজের প্রিয় ব্যাটিং পজিশনেই নামবেন।

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতের ঘোষিত স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব

READ THE FULL ARTICLE IN ENGLISH

Mayank Yadav Indian Team BCCI Bangladesh Cricket Indian Cricket Team Team India India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment