Advertisment

IND vs BAN: ভারত-বাংলাদেশ পুরোপুরি মিসম্যাচ! টাইগারদের খিল্লি উড়িয়ে একের পর এক বিদ্রুপ তারকা ভারতীয়র

Aakash Chopra: টি২০-তে শুরুর ম্যাচেই গো হারান হেরেছে বাংলাদেশ। তারপরেই টিকা-টিপ্পনি হজম করতে হচ্ছে বাংলাদেশকে। এবার বড় মন্তব্য করলেন আকাশ চোপড়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Aakash Chopra on India vs Bangladesh 1st T20I:

Aakash Chopra on India vs Bangladesh 1st T20I: ভারতের কাছে শোচনীয়ভাবে হেরেই চলেছে বাংলাদেশ (টুইটার)

Aakash Chopra on India vs Bangladesh 1st T20I: প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশকে গোহারান হারানোর পর টাইগারদের সমালোচনায় মুখর হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও। ইতিমধ্যেই রবিবারের ম্যাচের পর নাজমুল হোসেন শান্তর বাহিনীকে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা তুলোধোনা করছেন।

Advertisment

তাতেই যোগ দিয়ে আকাশ চোপড়া বলেছেন, ভারত যা খেলেছে, বাংলাদেশকে স্রেফ আত্মসমর্পণ করতে হয়েছে। গোটা ম্যাচটাই ভারত পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে। আর, নির্ণায়কের মত আচরণ করেছে। এমনটাই জানিয়েছেন চোপড়া।

৯ অক্টোবর, নয়াদিল্লিতে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে চোপড়া জানিয়েছেন, বাংলদেশের খেলা ভারতের পারফরম্যান্সের ধারেকাছেও আসেনি। ভারতের কার্যত দ্বিতীয় টিম, নবীনদের নিয়ে গড়া এই দল স্রেফ ছেলেখেলা করেছে বাংলাদেশকে নিয়ে।

গোয়ালিয়রে দুই দলের পারফরম্যান্স তুলনাতেই আসেনি। ভারতীয় বোলিং ১২৭ রানেই বাংলাদেশকে গুটিয়ে দিয়েছিল। গতিদানব মায়াঙ্ক যাদব থেকে স্পিনার বরুণ চক্রবর্তী- সবাই দুর্দান্ত বল করেছেন। আর, সেই রান তাড়া করতে নেমে ব্যাটিংয়েও ভারত দুর্দান্ত খেলেছে।

সঞ্জু স্যামসন ১৯ বলে ১৯ রান করেছেন। সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়া ১৬ বলে করেছেন অপরাজিত ৩৯ রান। এনিয়ে তাঁর ইউটিউব চ্যানেলে বলতে গিয়ে আকাশ চোপড়া বলেছেন, 'ডিসিমেট, ডমিনেট- করেছে ভারত। বাংলাদের ছেলেরা এটা কী ধরনের ক্রিকেট খেলল? ভারতের পারফরম্যান্সের ধার দিয়েও গেল না। এটা যেন কোনও ম্যাচই ছিল না। ভারত ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ভারতের বোলাররা যেই বোলিং করেছে, উইকেট তুলে নিয়েছে। আর, যে ব্যাট করেছে, সেই রান পেয়েছে।'

খেলা শেষ হতে যখন মাত্র কয়েক রান বাকি পান্ডিয়া একটি দুর্দান্ত নো-লুক শট খেলেন। যা দেখে রীতিমতো মুগ্ধ সোশ্যাল মিডিয়া। চোপড়া সেই শটের সঙ্গে প্যারিস অলিম্পিকের সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তুর্কি শুটারের তুলনা করেছেন।

এই ব্যাপারে চোপড়া বলেছেন, 'আপনাদের সেই তুর্কি শুটারের কথা মনে আছে? অলিম্পিকে পকেটে হাত দিয়ে গুলি করলেন? হার্দিক পান্ডিয়াও যেন ওইরকমই খেলল। কী মনোভাব! ওটাই আমার কাছে গোটা ছবিটা পরিষ্কার করে দিয়েছে। ও যেভাবে না দেখেই দাঁড়াল আর শটটা মারল, একদম যেন ওয়েস্ট ইন্ডিয়ান কায়দা!'

Team-India Team India Indian Team Bangladesh Cricket Indian Cricket Team India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment