India vs Bangladesh Kanpur Test: প্ৰথম দিন দুটো সেশন ভেস্তে গিয়েছিল। তারপর দ্বিতীয় এবং তৃতীয় দিনে কানপুর টেস্টে বল-ই গড়ায়নি। রবিবার তৃতীয় দিন বৃষ্টি না হলেও দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে সারা দিন খেলা পণ্ড হয়ে গেল।
প্ৰথম দিন ভারত টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। বুমরা-সিরাজের ওপেনিং স্পেল জাকির হাসান-সাদমান ইসলাম সামলে নিলেও আকাশ দীপ ওয়ান চেঞ্জে বোলিংয়ে এসে দুই ওপেনারকেই আউট করেন। সাদমান ইসলামকে লেগ বিফোর করার পর জাকির হাসান গালিতে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।
তৃতীয় উইকেটে নাজমুল শান্ত এবং মমিনুল হক হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়লেও চেন্নাই টেস্টের হিরো আর অশ্বিন তুলে নেন শান্তকে। যাইহোক, ভারত এমনিতে গত সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানে জেতার সুবাদে এগিয়ে রয়েছে চলতি সিরিজে। তবে কোনওভাবে কানপুর টেস্ট যদি ড্র হয়ে যায়, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ধাক্কা হজম করতে হতে পারে টিম ইন্ডিয়াকে। বর্তমানে টানা জিতে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। এমনিতে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া টেস্টের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিষয়ে অনেকটাই এগিয়ে থাকত।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মারণ একাদশ সাজাতে চলেছে ভারত! টি২০-তে IPL সেরাদের নিয়েই হচ্ছে এই ১১
সেক্ষেত্রে নভেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাসকার সিরিজ ড্র করতে পারলেও ভারতের ফাইনালে খেলার বিষয়টি পাকা হয়ে যেত। তবে কানপুর টেস্টের বৃষ্টি সমস্যা এনে হাজির করেছে। ঘটনা হল, টানা তিন দিন খেলা পণ্ড হয়ে গেলেও ভারত এখনও কানপুর টেস্ট জিততে পারে। সেই সম্ভবনা ভালোভাবেই রয়েছে।
প্রথমত, টেস্টের শেষ দুদিন যদি পুরো ওভার খেলা হয় সেক্ষেত্রে ভারতকে অলআউট ঝাঁপাতে হবে। চতুর্থ দিন বাংলাদেশের বাকি ব্যাটিং লাইন আপ মুড়িয়ে দিয়ে দ্রুত গতিতে ওয়ানডে মেজাজে ব্যাট করতে হবে ভারতকে। সেক্ষেত্রে বাংলাদেশের ইনিংস ছাপিয়ে বড় টার্গেট তুলতে হবে ভারতকে। তারপর বাংলাদেশকে অতিরিক্ত লিড রান পেরোনোর আগেই দ্বিতীয় ইনিংসে অলআউট করলে ভারত ইনিংসে জিততে পারে।
যদিও এমন দ্রুত গতিতে খেলার ঝুঁকি অনেকটাই। তবে আরও একটা অপশন রয়েছে। সেক্ষেত্রে শান্ত-মুশফিকুরদের প্ৰথম ইনিংসের শেষে দুই দল যদি যৌথভাবে বোঝাপড়ার মাধ্যমে ভারত যদি প্ৰথম ইনিংস এবং বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংস ব্যাট না করেই ডিক্লেয়ার করে দেয়, সেক্ষেত্রে ভারত চতুর্থ ইনিংসে বাংলাদেশের প্ৰথম ইনিংসের রান স্কোরবোর্ডে তুলে দিলেই জিতে যাবে।
অতীতেও এরকম দৃষ্টান্ত রয়েছে। ২০০০ সালে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড ম্যাচে ফলাফল পাওয়ার জন্য এই পন্থার আশ্রয় নিয়েছিল। কানপুরে টেস্টে দুই দলের ভাগ্যে কী অপেক্ষা করছে, আপাতত সেটাই দেখার।