সেভাবে সুযোগ পাচ্ছিলেন না জাতীয় দলে। আর বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওয়ানডে থেকে রোহিত শর্মা ছিটকে যাওয়ার পরেই আচম্বিতে সুযোগ চলে এসেছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করলেন রেকর্ডের পর রেকর্ডের পাহাড় গড়ে। ঈশান কিষান বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হয়ে গেলেন।
ওয়ানডে ক্রিকেটের রেকর্ড বুকে ২৪ বছরের ঝাড়খন্ডি তরুণ ঢুকে পড়লেন দ্রুততম ডাবল সেঞ্চুরিয়ন হিসাবে। চতুর্থ ভারতীয় এবং বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিশতরান করার কীর্তি অর্জন করলেন তিনি।
আরও পড়ুন: বাপ কা বেটা! শেওয়াগের মতই চার-ছক্কার ঝড় নবাব-পুত্রের, দেখুন বিধ্বংসী ভিডিও
এর আগে ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির নজির রয়েছে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেওয়াগ, রোহিত শর্মার (তিনবার)। দ্বিশতরান করা বিশ্বের অন্যান্য ব্যাটসম্যানরা মার্টিন গাপটিল, ক্রিস গেইল এবং পাকিস্তানে ফখর জামান। এই মহার্ঘ্য তালিকাতেই নিজের নাম খোদাই করে ফেললেন ঈশান কিষান।
চট্টগ্রামেই প্ৰথমবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ঈশান। আর প্ৰথম বাংলা-সাক্ষাৎ স্মরণীয় করে রাখলেন তিনি। আউট হওয়ার আগে ঈশান ১৩১ বলে ২১০ করে যান। বিষ্ফোরক ইনিংস সাজানো ২৪ বাউন্ডারি, ১০ ওভার বাউন্ডারিতে। ডাবল সেঞ্চুরি করলেন ১২৬ বলে। ২০২০ সালে শেষবার কোনও ভারতীয় ওপেনার শতরান করেছিলেন (রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)। তারপরে দীর্ঘ দু-বছর কোনও ভারতীয় ওপেনারের ব্যাট থেকে শতরান বেরোয়নি। সেঞ্চুরির সেই খরা মিটিয়ে দিলেন ঈশান কিষান।
আরও পড়ুন: রাজনীতিতে ছক্কা মেরে অভিষেক জাদেজার বউয়ের! বিজেপির টিকিটে ভোটে নেমেই বাজিমাত
ওপেন করতে নেমে ঈশান শতরান করতে নিয়েছিলেন ৮৫ বল। পরের শতরান করে গেলেন মাত্র ৪১ বলে। ওপেন করতে নেমে শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন তিনি। তবে দ্রুতই জড়তা ঝরিয়ে ফেলে স্বমেজাজে ধরা দেন তারকা। শিখর ধাওয়ান আউট হয়ে যাওয়ার পরে বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ঈশান যোগ করে যান ২৯০ রান।
ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পরে সেঞ্চুরি পূর্ণ করে আউট হয়ে যান বিরাট কোহলিও। তিনি ১১ বাউন্ডারি, জোড়া ওভার বাউন্ডারি সমেত ৯১ বলে হাঁকিয়ে যান ১১৩।
তার আগে টসে জিতে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। ভারতকে সিরিজে ৩-০'এ হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ একাদশে জোড়া বদল ঘটিয়েছিল। ইয়াসির আলি এবং তাসকিন আহমেদকে নেওয়া হয় নাজমুল হোসেন এবং নাসুম আহমেদের জায়গায়।